ETV Bharat / state

ব্ল্যাক ফাংগাস সংক্রমণের লক্ষণ এবার রায়গঞ্জে - কোভিড-19

ব্ল্যাক ফাংগাস সংক্রমণের লক্ষণ খুঁজে পাওয়া গিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক কোভিড রোগীর শরীরে ৷ কিন্তু তা নিশ্চিত করতে তাঁকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে ৷ তবে এই খবরে আতঙ্কিত রায়গঞ্জের মানুষ ৷

রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল
রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল
author img

By

Published : May 29, 2021, 1:32 PM IST

রায়গঞ্জ, 29 মে : ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ এবার উত্তর দিনাজপুরে । মারাত্মক এই ফাংগাসে সংক্রমিত রোগীকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল

বৃহস্পতিবার সন্ধেয় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি করোনায় সংক্রামিত হয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড বিভাগে ভর্তি হন । তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বাসিন্দা ৷ হাসপাতালে তাঁর কোভিড চিকিৎসা শুরু হয় ৷ এরপর চিকিৎসকেরা তাঁর শরীরে ব্ল্যাক ফাংগাসের উপসর্গগুলি দেখতে পান । তড়িঘড়ি তাঁকে শুক্রবার বিকেলে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

আরও পড়ুন : আলাপনকে নিয়ে নাটকীয় সংঘর্ষের পথে কেন্দ্র ও রাজ্য

এই প্রসঙ্গে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি চিকিৎসক প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, "ওই রোগীর শরীরে বেশ কিছু উপসর্গ দেখা গিয়েছে, যা ব্ল্যাক ফাংগাসের লক্ষণ বলে সন্দেহ করা হয়েছে । রোগীর শরীরে এই সংক্রমণের বিষয়টি সুনিশ্চিত করা ও তাঁর সঠিক চিকিৎসার জন্যই রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।"

এই সংক্রমণের খবরে রায়গঞ্জে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । যদিও রায়গঞ্জ শহর-সহ উত্তর দিনাজপুর জেলায় করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে । গত 24 ঘণ্টায় জেলায় আক্রান্তের সংখ্যা 103 জন, সুস্থ হয়েছেন 265 জন । মৃত্যু হয়েছে 6 জনের ।

রায়গঞ্জ, 29 মে : ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ এবার উত্তর দিনাজপুরে । মারাত্মক এই ফাংগাসে সংক্রমিত রোগীকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল

বৃহস্পতিবার সন্ধেয় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি করোনায় সংক্রামিত হয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড বিভাগে ভর্তি হন । তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বাসিন্দা ৷ হাসপাতালে তাঁর কোভিড চিকিৎসা শুরু হয় ৷ এরপর চিকিৎসকেরা তাঁর শরীরে ব্ল্যাক ফাংগাসের উপসর্গগুলি দেখতে পান । তড়িঘড়ি তাঁকে শুক্রবার বিকেলে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

আরও পড়ুন : আলাপনকে নিয়ে নাটকীয় সংঘর্ষের পথে কেন্দ্র ও রাজ্য

এই প্রসঙ্গে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি চিকিৎসক প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, "ওই রোগীর শরীরে বেশ কিছু উপসর্গ দেখা গিয়েছে, যা ব্ল্যাক ফাংগাসের লক্ষণ বলে সন্দেহ করা হয়েছে । রোগীর শরীরে এই সংক্রমণের বিষয়টি সুনিশ্চিত করা ও তাঁর সঠিক চিকিৎসার জন্যই রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।"

এই সংক্রমণের খবরে রায়গঞ্জে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । যদিও রায়গঞ্জ শহর-সহ উত্তর দিনাজপুর জেলায় করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে । গত 24 ঘণ্টায় জেলায় আক্রান্তের সংখ্যা 103 জন, সুস্থ হয়েছেন 265 জন । মৃত্যু হয়েছে 6 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.