ETV Bharat / state

কোরোনার জেরে জাপানে জাহাজে আটকে, সোশাল মিডিয়ায় উদ্ধারের আর্জি - 160 Indian in Diamond princess ship stuck

‘ডায়মন্ড প্রিন্সেস’ নামে জাপানের বিলাসবহুল জাহাজে কোরোনা আক্রান্তের সন্ধান মেলে ৷ ইয়োকোহামায় নামার আগেই জাহাজের মধ্যে তাঁদের আটকে দেওয়া হয় ৷ রায়গঞ্জের বিনয় কুমার সরকার সহ আরও 160 জন ভারতীয় এই মুহূর্তে আটকে রয়েছেন সেখানে ৷

Bengali man in Diamond princess ship
জাপানে আটকে পড়া বিনয়
author img

By

Published : Feb 7, 2020, 9:42 PM IST

রায়গঞ্জ, 7 ফেব্রুয়ারি : জাহাজে কেবিন ক্রু-র কাজ করতে গিয়ে জাপানে আটকে রায়গঞ্জের বিনয় কুমার সরকার ৷ জাপানের ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে কর্মরত ওই যুবক জানিয়েছেন, ওই জাহাজের অনেক যাত্রী কোরোনা আক্রান্ত ৷ আতঙ্কে ও উৎকণ্ঠায় তাঁদের দিন কাটছে ৷ এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানিয়েছেন বিনয় ৷

সোশাল মিডিয়ায় বিনয়ের আর্জি

প্রায় 10 বছর ধরে জাহাজের কেবিন ক্রু হিসেবে বিদেশে কর্মরত উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিনয় কুমার সরকার ৷ বর্তমানে জাপানের ‘ডায়মন্ড প্রিন্সেস’ নামে একটি বিলাসবহুল জাহাজে কাজ করছেন বিনয় ৷ কিন্তু নিজের কাজের জায়গা থেকেই পালিয়ে আসতে চান বিনয় ৷ ইতিমধ্যেই ওই জাহাজের 61 জনের রক্তে কোরোনা ভাইরাসের নমুনা পেয়েছেন চিকিৎসকরা ৷ তাঁদের আলাদা জায়গায় নিয়ে চিকিৎসাও চলছে ৷ কিন্তু জাহাজে একপ্রকার বন্দীদশা কাটছে বিনয় সহ প্রায় 160 জন ভারতীয়র ৷ ইয়োকোহামায় নামার আগেই ওই জাহাজে 80 বছরের এক চিনা যাত্রীর দেহে প্রথমে কোরোনার সন্ধান পাওয়া যায় ৷ এরপরই জাপানের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ‘ডায়মন্ড প্রিন্সেস’-কে আটকে দেওয়া হয় ৷ যাত্রী ও ক্রুরা একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না ৷ বিনয়ের মতো যাদের শরীরে কোরোনার নমুনা পাওয়া যায়নি কিংবা যাঁদের স্বাস্থ্য পরীক্ষা হয়নি, তাঁরা প্রত্যেকেই এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন ৷

সোশাল মিডিয়ায় বিনয়ের ভিডিয়ো পোস্ট হতেই নিমেষে তা ভাইরাল হয়েছে ৷ এদিকে রায়গঞ্জে বিনয়ের পরিবারের সদস্যরাও আতঙ্কে রয়েছেন ৷ তাঁকে যেকোনও উপায়ে দেশে ফিরিয়ে আনতে চান বিনয়ের আত্মীয়রা ৷ ভিডিয়োর মাধ্যমে বিনয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছেন ৷ একই আবেদন করেছেন তাঁর দাদা শ্যামল সরকার ৷

রায়গঞ্জ, 7 ফেব্রুয়ারি : জাহাজে কেবিন ক্রু-র কাজ করতে গিয়ে জাপানে আটকে রায়গঞ্জের বিনয় কুমার সরকার ৷ জাপানের ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে কর্মরত ওই যুবক জানিয়েছেন, ওই জাহাজের অনেক যাত্রী কোরোনা আক্রান্ত ৷ আতঙ্কে ও উৎকণ্ঠায় তাঁদের দিন কাটছে ৷ এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানিয়েছেন বিনয় ৷

সোশাল মিডিয়ায় বিনয়ের আর্জি

প্রায় 10 বছর ধরে জাহাজের কেবিন ক্রু হিসেবে বিদেশে কর্মরত উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিনয় কুমার সরকার ৷ বর্তমানে জাপানের ‘ডায়মন্ড প্রিন্সেস’ নামে একটি বিলাসবহুল জাহাজে কাজ করছেন বিনয় ৷ কিন্তু নিজের কাজের জায়গা থেকেই পালিয়ে আসতে চান বিনয় ৷ ইতিমধ্যেই ওই জাহাজের 61 জনের রক্তে কোরোনা ভাইরাসের নমুনা পেয়েছেন চিকিৎসকরা ৷ তাঁদের আলাদা জায়গায় নিয়ে চিকিৎসাও চলছে ৷ কিন্তু জাহাজে একপ্রকার বন্দীদশা কাটছে বিনয় সহ প্রায় 160 জন ভারতীয়র ৷ ইয়োকোহামায় নামার আগেই ওই জাহাজে 80 বছরের এক চিনা যাত্রীর দেহে প্রথমে কোরোনার সন্ধান পাওয়া যায় ৷ এরপরই জাপানের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ‘ডায়মন্ড প্রিন্সেস’-কে আটকে দেওয়া হয় ৷ যাত্রী ও ক্রুরা একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না ৷ বিনয়ের মতো যাদের শরীরে কোরোনার নমুনা পাওয়া যায়নি কিংবা যাঁদের স্বাস্থ্য পরীক্ষা হয়নি, তাঁরা প্রত্যেকেই এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন ৷

সোশাল মিডিয়ায় বিনয়ের ভিডিয়ো পোস্ট হতেই নিমেষে তা ভাইরাল হয়েছে ৷ এদিকে রায়গঞ্জে বিনয়ের পরিবারের সদস্যরাও আতঙ্কে রয়েছেন ৷ তাঁকে যেকোনও উপায়ে দেশে ফিরিয়ে আনতে চান বিনয়ের আত্মীয়রা ৷ ভিডিয়োর মাধ্যমে বিনয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছেন ৷ একই আবেদন করেছেন তাঁর দাদা শ্যামল সরকার ৷

Intro:রায়গঞ্জ, ০৭ ফেব্রুয়ারিঃ- সুদূর জাপানে কেবিন ক্রুর পদে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আতঙ্কে ফেসবুকে পোস্ট উত্তর দিনাজপুরের যুবকের। যে জাহাজে তিনি কর্মরত ছিলেন তার প্রায় 61 জন কর্মী ইতিমধ্যে তারা করোনা ভাইরাস গ্রাস করেছে। সেখানে থাকলে এই ভাইরাসের কবলে পড়তে পারেন তিনিও। এই আশঙ্কাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন উত্তর দিনাজপুরের এলাকার বাসিন্দা বিনয় কুমার সরকার।
পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘ 10 বছর ধরে বিদেশের বিভিন্ন জায়গায় জাহাজে কেবিন ক্রু হিসেবে কাজ করতেন বিনয় বাবু। চাকুলিয়া থানা হাতিপা এলাকার বাসিন্দা বিনয় বাবু তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকালকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি জানিয়েছেন যে জাপানের ইউকোহামা পোর্টে ডায়মন্ড প্রিন্সেস নামের একটি জাহাজে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন। তিনি ছাড়াও ওই জাহাজে আরো একশোর বেশি ভারতীয় বংশোদ্ভূত কেবিন ক্রুরা কাজ করেন। তাদের দাবি বেশ কয়েকদিন ধরেই করোনা ভাইরাসের কবলে পড়ছেন মানুষ। প্রথমদিকে সংখ্যাটা কম থাকলেও বর্তমানে 61 জনের রক্তের নমুনা এই ভাইরাসের চিহ্ন মিলেছে। তাদেরকে বিভিন্ন সময়ে অ্যাম্বুলেন্সে করে কোন এক অজানা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত বিষয়টি দেখে রীতিমতো আতঙ্কিত তিনি। দেশের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাছে সাহায্যের দাবি করেছেন। বর্তমানের ভয়াবহ পরিস্থিতি থেকে তাদেরকে বাঁচাতে আরজি করেছেন।তিনি তার এই ফেসবুক পোস্ট কে নিয়ে ইতিমধ্যেই পরিবারের বাকি সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তারাও চাইছেন যেন যে কোন উপায়ে তাদের পরিবারের ছেলে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে এমন কোনো ব্যবস্থা প্রশাসন করুক। যদিও বিনয় তাদের ফেসবুক পোস্টে জানিয়েছেন এখনো পর্যন্ত তারা কেউ আক্রান্ত হয়নি। তবে জাহাজে যে কয়জন ভারতীয় বংশোদ্ভূত কেবিন ক্রু রয়েছে তাদের মধ্যে বেশকিছু বাংলার লোক রয়েছে। যেকোনো মুহূর্তে তাদের এই ভাইরাসের দ্বারা আতঙ্কিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে।
এদিন বিনয় বাবুর দাদা শ্যামল সরকার বলেন আমার ভাই দীর্ঘদিন ধরে বিদেশের মাটিতে জাহাজে কাজ করে বর্তমানে কোন ভাইরাসের কারণে তাদের জাহাজের বেশিরভাগ লোকই এই ভাইরাসের কবলে পড়েছে আমার ভাই যথেষ্ট আগ্রহ রয়েছে বর্তমানে সরকার এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাছে আবেদন করব যেন তারা আমার ভাইকে উদ্ধার করতে আমাদের সাহায্য করে।
এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিনয়বাবুর সাক্ষাৎকার নিয়েছে ইটিভি ভারত।তিনি বলেন,আমরা এখনও সুরক্ষিত।তবে আমাদের ১৬০ জন ভারতীয় রয়েছে।আমাদের উদ্ধার করার দাবী জানাচ্ছি।Body:AjConclusion:Ak
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.