রায়গঞ্জ, 7 ফেব্রুয়ারি : জাহাজে কেবিন ক্রু-র কাজ করতে গিয়ে জাপানে আটকে রায়গঞ্জের বিনয় কুমার সরকার ৷ জাপানের ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে কর্মরত ওই যুবক জানিয়েছেন, ওই জাহাজের অনেক যাত্রী কোরোনা আক্রান্ত ৷ আতঙ্কে ও উৎকণ্ঠায় তাঁদের দিন কাটছে ৷ এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানিয়েছেন বিনয় ৷
প্রায় 10 বছর ধরে জাহাজের কেবিন ক্রু হিসেবে বিদেশে কর্মরত উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিনয় কুমার সরকার ৷ বর্তমানে জাপানের ‘ডায়মন্ড প্রিন্সেস’ নামে একটি বিলাসবহুল জাহাজে কাজ করছেন বিনয় ৷ কিন্তু নিজের কাজের জায়গা থেকেই পালিয়ে আসতে চান বিনয় ৷ ইতিমধ্যেই ওই জাহাজের 61 জনের রক্তে কোরোনা ভাইরাসের নমুনা পেয়েছেন চিকিৎসকরা ৷ তাঁদের আলাদা জায়গায় নিয়ে চিকিৎসাও চলছে ৷ কিন্তু জাহাজে একপ্রকার বন্দীদশা কাটছে বিনয় সহ প্রায় 160 জন ভারতীয়র ৷ ইয়োকোহামায় নামার আগেই ওই জাহাজে 80 বছরের এক চিনা যাত্রীর দেহে প্রথমে কোরোনার সন্ধান পাওয়া যায় ৷ এরপরই জাপানের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ‘ডায়মন্ড প্রিন্সেস’-কে আটকে দেওয়া হয় ৷ যাত্রী ও ক্রুরা একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না ৷ বিনয়ের মতো যাদের শরীরে কোরোনার নমুনা পাওয়া যায়নি কিংবা যাঁদের স্বাস্থ্য পরীক্ষা হয়নি, তাঁরা প্রত্যেকেই এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন ৷
সোশাল মিডিয়ায় বিনয়ের ভিডিয়ো পোস্ট হতেই নিমেষে তা ভাইরাল হয়েছে ৷ এদিকে রায়গঞ্জে বিনয়ের পরিবারের সদস্যরাও আতঙ্কে রয়েছেন ৷ তাঁকে যেকোনও উপায়ে দেশে ফিরিয়ে আনতে চান বিনয়ের আত্মীয়রা ৷ ভিডিয়োর মাধ্যমে বিনয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছেন ৷ একই আবেদন করেছেন তাঁর দাদা শ্যামল সরকার ৷