ETV Bharat / state

দুই ভাই , ভিন্ন রাজনীতি ; একজনের জন্য অন্যজনকে সরানো হল পদ থেকে - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

রায়গঞ্জ বিধানসভায় জনতা দলের হয়ে লড়ছেন ভবতোষ লাহিড়ী ৷ দৃঢ় কণ্ঠে তাঁর ঘোষণা , আশেপাশে তাঁর কোনও প্রতিদ্বন্দ্বী নেই ৷ এবারের নির্বাচনে তিনি জিতবেন ৷

ভবতোষ লাহিড়ী
ভবতোষ লাহিড়ী
author img

By

Published : Apr 15, 2021, 11:03 AM IST

রায়গঞ্জ, 15 এপ্রিল : রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জনতা দলের হয়ে লড়ছেন ভবতোষ লাহিড়ী ৷ যিনি ঘটনাচক্রে বিশ্বজিৎ লাহিড়ীর ভাই ৷ ভাই ভবতোষ লাহিড়ী অন্য দলের হয়ে লড়ছেন ৷ অন্যদিকে বিজেপির প্রার্থী হিসাবে বিশ্বজিতকে নির্বাচন না করায় দলীয় প্রচারেও তাঁকে দেখতে পাওয়া যায়নি ৷ এবার তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ উঠল ৷ তাঁকে জেলা সভাপতির পদ থেকে বরখাস্তও করা হল ৷

বিহারের ঝিটকিয়ার পাশে পকম্বা গ্রামের বেড়ে উঠেছেন বিশ্বজিৎ লাহিড়ী, ভবতোষ লাহিড়ী, রনজিৎ লাহিড়ীরা। বাবা ছিলেন পেশায় ডাক্তার ৷ কিন্তু পরিবারে রাজনীতির চর্চা ছিল ৷ ভবতোষ লাহিড়ীর রাজনীতির হাতেখড়ি হয়েছিল কলেজ রাজনীতির হাত ধরে ৷ তারপর থেকে একে একে পোক্ত করেছেন রাজনীতির জমি ৷ বহুবার ময়দানে নেমেছেন প্রার্থী হয়ে ৷ কিন্তু জয়লাভ হয়নি ৷ এবার ফের তিনি প্রর্থী হয়েছেন নীতিশ কুমারের দল জনতা দলের (ইউনাইটেড) হয়ে ৷

প্রচারের ফাঁকে তিনি বললেন, " আমি কোনও দলকেই আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। এবার নির্বাচনে আমি জিতব।' পাশাপাশি তিনি বলেন , "রাজ্যে অনুন্নয়ন চলছে। নীতিশ কুমার যেভাবে বিহারের উন্নয়ন করেছেন, সেই পদ্ধতিতে পশ্চিম বঙ্গের উন্নয়ন করতে হবে। তাই জনতা দল (ইউনাইটেড) এর হয়ে আমি ভোটের প্রার্থী হয়েছি ।" তাঁর দাবি, "রায়গঞ্জ তথা বাংলাকে হিংসা মুক্ত করতে হবে। এছাড়াও আমি ভোটে জিতলে রায়গঞ্জে ট্রেনের দাবি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং এইমসের দাবিকে পূরণ করব।"

আরও পড়ুন : গ্রাফিক গ্রিটিং কার্ড ও দলের ভিডিয়োয় বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা মোদির

দাদা বিশ্বজিৎ লাহিড়ীকে জেলা সভাপতির পদ থেকে সরানোর প্রসঙ্গে বলেন , " এক পরিবারের দুই ভাই ভিন্ন দুটি রাজনৈতিক দল করতেই পারে। আমার এই ভিন্ন রাজনৈতিক পরিচয়ের জন্য আমার দাদাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । এটা চরম অনৈতিক। "

কী বললেন জনতা দলের রায়গঞ্জ

এবিষয়ে প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, " আমাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া দলীয় সিদ্ধান্ত। এতে আমার কিছু বলার নেই। আমার ভাই অন্য দলের প্রার্থী হয়েছে । এটা তাঁর ব্যাপার। আমার সঙ্গে কথা বলে ও এটা করেনি।"

রায়গঞ্জ, 15 এপ্রিল : রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জনতা দলের হয়ে লড়ছেন ভবতোষ লাহিড়ী ৷ যিনি ঘটনাচক্রে বিশ্বজিৎ লাহিড়ীর ভাই ৷ ভাই ভবতোষ লাহিড়ী অন্য দলের হয়ে লড়ছেন ৷ অন্যদিকে বিজেপির প্রার্থী হিসাবে বিশ্বজিতকে নির্বাচন না করায় দলীয় প্রচারেও তাঁকে দেখতে পাওয়া যায়নি ৷ এবার তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ উঠল ৷ তাঁকে জেলা সভাপতির পদ থেকে বরখাস্তও করা হল ৷

বিহারের ঝিটকিয়ার পাশে পকম্বা গ্রামের বেড়ে উঠেছেন বিশ্বজিৎ লাহিড়ী, ভবতোষ লাহিড়ী, রনজিৎ লাহিড়ীরা। বাবা ছিলেন পেশায় ডাক্তার ৷ কিন্তু পরিবারে রাজনীতির চর্চা ছিল ৷ ভবতোষ লাহিড়ীর রাজনীতির হাতেখড়ি হয়েছিল কলেজ রাজনীতির হাত ধরে ৷ তারপর থেকে একে একে পোক্ত করেছেন রাজনীতির জমি ৷ বহুবার ময়দানে নেমেছেন প্রার্থী হয়ে ৷ কিন্তু জয়লাভ হয়নি ৷ এবার ফের তিনি প্রর্থী হয়েছেন নীতিশ কুমারের দল জনতা দলের (ইউনাইটেড) হয়ে ৷

প্রচারের ফাঁকে তিনি বললেন, " আমি কোনও দলকেই আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। এবার নির্বাচনে আমি জিতব।' পাশাপাশি তিনি বলেন , "রাজ্যে অনুন্নয়ন চলছে। নীতিশ কুমার যেভাবে বিহারের উন্নয়ন করেছেন, সেই পদ্ধতিতে পশ্চিম বঙ্গের উন্নয়ন করতে হবে। তাই জনতা দল (ইউনাইটেড) এর হয়ে আমি ভোটের প্রার্থী হয়েছি ।" তাঁর দাবি, "রায়গঞ্জ তথা বাংলাকে হিংসা মুক্ত করতে হবে। এছাড়াও আমি ভোটে জিতলে রায়গঞ্জে ট্রেনের দাবি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং এইমসের দাবিকে পূরণ করব।"

আরও পড়ুন : গ্রাফিক গ্রিটিং কার্ড ও দলের ভিডিয়োয় বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা মোদির

দাদা বিশ্বজিৎ লাহিড়ীকে জেলা সভাপতির পদ থেকে সরানোর প্রসঙ্গে বলেন , " এক পরিবারের দুই ভাই ভিন্ন দুটি রাজনৈতিক দল করতেই পারে। আমার এই ভিন্ন রাজনৈতিক পরিচয়ের জন্য আমার দাদাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । এটা চরম অনৈতিক। "

কী বললেন জনতা দলের রায়গঞ্জ

এবিষয়ে প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, " আমাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া দলীয় সিদ্ধান্ত। এতে আমার কিছু বলার নেই। আমার ভাই অন্য দলের প্রার্থী হয়েছে । এটা তাঁর ব্যাপার। আমার সঙ্গে কথা বলে ও এটা করেনি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.