কালিয়াগঞ্জ, 15 এপ্রিল : দিনের বেলা গ্রামের প্রতিটি বুথে বুথে ঘুরে প্রচার করছেন ৷ জনসংযোগ করছেন ৷ কখনও দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে গ্রামের কারও বাড়িতে রাত্রিবাস করছেন ৷ নৈশাহার করছেন ৷ ষষ্ঠ দফায় ভাগ্যপরীক্ষা আগে এভাবেই দেখা মিলল কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী তপনদেব সিংহের ৷ দিনরাত এক করে দিয়ে প্রচার সারছেন ৷ প্রার্থী বলছেন, ভাল সারাও মিলছে প্রচারে ৷
ফুলের মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন গ্রামবাসীরা । প্রার্থীও এলাকাবাসীদের অভাব-অভিযোগ শুনছেন মন দিয়ে ৷ গতকাল দিনভর প্রচার সেরে রাতে কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রামপঞ্চায়েতের বালাস গ্রামে পরিমল দেবশর্মা নামে এক গ্রামবাসীর বাড়িতে রাত্রিবাস করেন তপনদেব ৷ পরিমল দেবশর্মার বাড়ির সামনে আসতেই তাঁকে ফুলের মালা পড়িয়ে পুষ্পবৃষ্টি করে বরণ করে নিলেন পরিবারের লোকেরা । পরিমল দেবশর্মার বাড়ির চত্বরে ভিড় জমান বালাস গ্রামের রাজবংশী বাসিন্দারা ।
আরও পড়ুন : আপনার কেন্দ্রে ভোট কবে, জানেন ? দেখে নিন একনজরে
প্রার্থীর সঙ্গে ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই বৈশ্য সহ দলীয় কর্মীরা । বাড়ির উঠোনে বসেই পাত পেড়ে সকলের সঙ্গে খেলেন ডাল ভাত সবজি ও ডিমের ঝোল । তিনি বলেন, আমি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ । বালাস গ্রামের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই আমার এই রাত্রিবাসের মাধ্যমে প্রচার ।