ETV Bharat / state

রায়গঞ্জে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল-কংগ্রেস-বিজেপি প্রার্থীরা

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ময়দানে তৃণমূল-কংগ্রেস-বিজেপির হেভিওয়েট প্রার্থীরা ৷ সকাল থেকে সন্ধে পর্যন্ত রায়গঞ্জে চলছে প্রার্থীদের নিরন্তর প্রচার কর্মসূচি ৷

রায়গঞ্জে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল-কংগ্রেস-বিজেপি প্রার্থীরা
রায়গঞ্জে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল-কংগ্রেস-বিজেপি প্রার্থীরা
author img

By

Published : Apr 14, 2021, 1:26 PM IST

রায়গঞ্জ, 14 এপ্রিল : চলতি মাসের 22 তারিখ নির্বাচন ৷ হাতে গোনা মাত্র আর দিন সাতেক বাকি ৷ নাওয়া-খাওয়া ভুলে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা ৷ এদিন প্রচারের ময়দানে দেখা গেল দুই বারের কংগ্রেস বিধায়ক থেকে শুরু করে বিজেপি ও তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের ৷ সকাল থেকেই রায়গঞ্জ শহরের বিভিন্ন অলিতে গলিতে খুঁজে পাওয়া গেল তাঁদের ৷

কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত, তৃণমূল প্রার্থী কানায়াইলাল আগরওয়াল এবং বিজেপি থেকে দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী ৷ টক্কর এখন সমানে সমানে ৷ বিধানসভা কেন্দ্রের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটে চলেছেন মোহিত-কানহাইয়া-কৃষ্ণরা ৷ শক্তিনগর, মিলনপাড়া এবং রমেন্দ্রপল্লীতে প্রচারে নেমে কৃষ্ণ কল্যাণী বলেন, "উন্নয়ন-বিকাশ হবেই ৷ আমার উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি ৷ জয়ের ব্যাপারে আমি খুব উৎসাহিত ও আশাবাদী ৷"

আরও পড়ুন : মমতার ধর্না নিয়ে কটাক্ষ শুভেন্দুর

অন্যদিকে রায়গঞ্জ শহরের কেন্দ্রস্থল মোহনাটি, নেতাজিপল্লী, রবীন্দ্রপল্লীর বিভিন্ন এলাকায় প্রচার সারছেন তৃণমূল প্রার্থী কানয়াইলাল আগারওয়াল ৷ তাঁর দাবি, "মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে ভোট দেবে ৷ আর বিপুল ভোটে জয়ী হব ৷" পিছিয়ে নেই সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তও ৷ কাঞ্চনপল্লী, সুভাষগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে ৷ তাঁর কথায়, "এলাকাবাসীর সাড়ায় আমি গর্বিত ৷ তাঁদের সমর্থনে আমার জয় নিশ্চিত ৷"

কোথাও এলাকাবাসীরা ফুল ছুঁড়ে প্রার্থীকে সাদরে বরণ করে নিচ্ছেন, তো কোথাও প্রার্থীর গলায় গাঁদার মালা পরাচ্ছে ৷ আবার প্রার্থীদের প্রীতি বিনিময় করতেও দেখা গিয়েছে ৷ এসবে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি তিন প্রার্থীর ৷ তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন প্রার্থী মানুষের মন জিতে নেবে এখন সেটাই দেখার পালা ৷

রায়গঞ্জ, 14 এপ্রিল : চলতি মাসের 22 তারিখ নির্বাচন ৷ হাতে গোনা মাত্র আর দিন সাতেক বাকি ৷ নাওয়া-খাওয়া ভুলে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা ৷ এদিন প্রচারের ময়দানে দেখা গেল দুই বারের কংগ্রেস বিধায়ক থেকে শুরু করে বিজেপি ও তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের ৷ সকাল থেকেই রায়গঞ্জ শহরের বিভিন্ন অলিতে গলিতে খুঁজে পাওয়া গেল তাঁদের ৷

কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত, তৃণমূল প্রার্থী কানায়াইলাল আগরওয়াল এবং বিজেপি থেকে দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী ৷ টক্কর এখন সমানে সমানে ৷ বিধানসভা কেন্দ্রের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটে চলেছেন মোহিত-কানহাইয়া-কৃষ্ণরা ৷ শক্তিনগর, মিলনপাড়া এবং রমেন্দ্রপল্লীতে প্রচারে নেমে কৃষ্ণ কল্যাণী বলেন, "উন্নয়ন-বিকাশ হবেই ৷ আমার উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি ৷ জয়ের ব্যাপারে আমি খুব উৎসাহিত ও আশাবাদী ৷"

আরও পড়ুন : মমতার ধর্না নিয়ে কটাক্ষ শুভেন্দুর

অন্যদিকে রায়গঞ্জ শহরের কেন্দ্রস্থল মোহনাটি, নেতাজিপল্লী, রবীন্দ্রপল্লীর বিভিন্ন এলাকায় প্রচার সারছেন তৃণমূল প্রার্থী কানয়াইলাল আগারওয়াল ৷ তাঁর দাবি, "মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে ভোট দেবে ৷ আর বিপুল ভোটে জয়ী হব ৷" পিছিয়ে নেই সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তও ৷ কাঞ্চনপল্লী, সুভাষগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে ৷ তাঁর কথায়, "এলাকাবাসীর সাড়ায় আমি গর্বিত ৷ তাঁদের সমর্থনে আমার জয় নিশ্চিত ৷"

কোথাও এলাকাবাসীরা ফুল ছুঁড়ে প্রার্থীকে সাদরে বরণ করে নিচ্ছেন, তো কোথাও প্রার্থীর গলায় গাঁদার মালা পরাচ্ছে ৷ আবার প্রার্থীদের প্রীতি বিনিময় করতেও দেখা গিয়েছে ৷ এসবে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি তিন প্রার্থীর ৷ তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন প্রার্থী মানুষের মন জিতে নেবে এখন সেটাই দেখার পালা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.