রায়গঞ্জ, 13 এপ্রিল : নির্বাচনের শুরু থেকেই বিভিন্ন রকমের ভোট প্রচারের সাক্ষী থেকেছি আমরা ৷ 22 এপ্রিল ষষ্ঠ দফার ভোট ৷ তার আগে সোমবার ভোট প্রচারে গিয়ে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেবসিংহ।
ধূপ ও প্রদীপ জ্বালিয়ে , কপালে চন্দন তিলক ও গলায় ফুলের মালা পড়িয়ে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে বরণ করে নিলেন গ্রামের মহিলারা। তৃণমূল প্রার্থীর প্রতি গ্রামের মানুষের এই ভালোবাসার ছবি দেখা গেল কালিয়াগঞ্জের মালগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার এখানকার বিভিন্ন এলাকায় রোড শো করে ভোট প্রচার করেন বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেবসিংহ।
কুনোর এলাকা থেকে এদিন তৃণমূল প্রার্থীর ভোট প্রচার শুরু হয়। হুড খোলা জিপে তপনবাবুর এই রোড শোতে উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় সম্পাদক অসীম ঘোষ সহ কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, মহাসচিব বাপ্পা সরকার, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার প্রমুখ। রোড-শোটি মালগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ।
এদিন তৃণমূল প্রার্থীর রোড-শোকে ঘিরে গ্রামবাসীদের উচ্ছ্বাস আর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আগামী 22 এপ্রিল ষষ্ঠ দফায় কালিয়াগঞ্জ বিধানসভার ভোটে যে তৃণমূলের জয় নিশ্চিত হচ্ছে, তা গ্রামের বাসিন্দাদের উচ্ছ্বাস আর উন্মাদনায় প্রকাশ পাচ্ছে বলে দাবি করেন তপন দেবসিংহ।
আরও পড়ুন : নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্না, রাত আটটার পর নির্বাচনী প্রচারে মমতা