রায়গঞ্জ, 11 এপ্রিল : নির্বাচন ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হয় না। কারণ, গণতন্ত্রের মূল উদ্দেশ্য হল রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। জনগণ রাজ্য পরিচালনায় যুক্ত হন তাঁদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। আর সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পরিযায়ী শ্রমিকরা নিজের কেন্দ্রে ফিরে আসছেন ৷ এমনই ছবি উঠে এল রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের কাচিমুহা গ্রামে। ভোট দিয়ে তাঁরা আবার ফিরে যাবেন যে যার কাজের জায়গায়।
শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলা কৃষিকাজের উপরে নির্ভরশীল। এই জেলার অধিকাংশ মানুষই কৃষিজীবী। সারা বছর কৃষিকাজ না থাকায় হাজার হাজার মানুষ শ্রমিকের কাজ করতে ভিন রাজ্যে পাড়ি দেন। গত বছর লকডাউনের সময় ভিনরাজ্য থেকে হাজার হাজার মানুষ কেউ হেঁটে, কেউ বাসে, কেউ আবার ট্রেনে ভিন রাজ্য থেকে এই জেলায় ফিরে এসেছেন। লকডাউন শিথিল হবার পর জেলার মানুষ আবার ভিন রাজ্যে চলে গিয়েছিলেন কাজের তাগিদে। আগামী 22 এপ্রিল ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুর জেলার ন’টি বিধানসভা কেন্দ্রে ভোট। কয়েক হাজার শ্রমিক ভিন রাজ্যে চলে যাওয়ায় তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
এই সমস্ত ভোটারদের ফিরিয়ে আনতে তৎপর তৃণমূল-বিজেপি থেকে শুরু করে সব রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের কাচিমোহা গ্রামে প্রায় 150 জন পরিযায়ী শ্রমিক ভোট দিতে ফিরে এসেছেন। ভোট পর্ব মিটলেই আবার তাঁরা ভিন রাজ্যে চলে যাবেন। শ্রমিকরা জানিয়েছেন, ভোট দিতেই তাঁরা কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরে এসেছেন। ভোট শেষ হলেই তাঁরা আবার ফিরে যাবেন নিজেদের কর্মক্ষেত্রে ।