ETV Bharat / state

সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক রায়গঞ্জে - নদীতে সেতুর দাবিতে ভোট বয়কট রায়গঞ্জে

22 এপ্রিল জেলা উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভায় ভোট ৷ ভোট রয়েছে রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিঘাটেও ৷ সেই ভোট বয়কটেই অনড় খলসিঘাটের কয়েক হাজার বাসিন্দা ।

Poll boycott in Raiganj voters demanding bridge over river
Poll boycott in Raiganj voters demanding bridge over river
author img

By

Published : Apr 20, 2021, 3:59 PM IST

রায়গঞ্জ, 20 এপ্রিল : ভোটের ঠিক দু’দিন আগে "বাঁধছি জোট, দেব না ভোট, নো ব্রিজ নো ভোট" স্লোগান গ্রামবাসীদের মুখে ৷ ভোট বয়কটের ডাক দিলেন রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিঘাটের মানুষ ৷

এদিন কুলিক নদীর উপরের অস্থায়ী বাঁশের সেতুর উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । একধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়ে, আন্দোলন করেও নদীর উপরে সেতু নির্মাণ হয়নি ৷ তাই এবার ভোট বয়কটের ডাক ৷ বলছেন গ্রামবাসীরা ৷ তাদের গলায় ঝুলছে পোস্টার, "আমিও ভোট দিচ্ছি না, আমার পরিবারও ভোট দেবে না "।

Poll boycott in Raiganj voters demanding bridge over river
বাঁশের সেতুতে দাঁড়িয়ে পাকা ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীর ৷

আরও পড়ুন : রায়গঞ্জে কুলিক নদীবাঁধ সংস্কারের দাবি তুলে বিক্ষোভ গ্রামবাসীর

22 এপ্রিল জেলা উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভায় ভোট ৷ ভোট রয়েছে রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিঘাটেও ৷ সেই ভোট বয়কটেই অনড় খলসিঘাটের কয়েক হাজার বাসিন্দা । গ্রামবাসীরা জানাচ্ছেন, নদীর উপরে সেতু হলে ত্রিশ কিলোমিটার রাস্তা কমে হবে আট কিলোমিটার ৷ উপকৃত হবেন খলসিঘাটের মতোই প্রায় শ-তিনেক গ্রামের লক্ষাধিক মানুষ ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, নদীর উপর সেতু তৈরি নিয়ে রাজনীতি হয় ৷ কিন্তু তাঁদের দুর্ভোগ শেষ হয় না ।

রায়গঞ্জ, 20 এপ্রিল : ভোটের ঠিক দু’দিন আগে "বাঁধছি জোট, দেব না ভোট, নো ব্রিজ নো ভোট" স্লোগান গ্রামবাসীদের মুখে ৷ ভোট বয়কটের ডাক দিলেন রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিঘাটের মানুষ ৷

এদিন কুলিক নদীর উপরের অস্থায়ী বাঁশের সেতুর উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । একধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়ে, আন্দোলন করেও নদীর উপরে সেতু নির্মাণ হয়নি ৷ তাই এবার ভোট বয়কটের ডাক ৷ বলছেন গ্রামবাসীরা ৷ তাদের গলায় ঝুলছে পোস্টার, "আমিও ভোট দিচ্ছি না, আমার পরিবারও ভোট দেবে না "।

Poll boycott in Raiganj voters demanding bridge over river
বাঁশের সেতুতে দাঁড়িয়ে পাকা ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীর ৷

আরও পড়ুন : রায়গঞ্জে কুলিক নদীবাঁধ সংস্কারের দাবি তুলে বিক্ষোভ গ্রামবাসীর

22 এপ্রিল জেলা উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভায় ভোট ৷ ভোট রয়েছে রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিঘাটেও ৷ সেই ভোট বয়কটেই অনড় খলসিঘাটের কয়েক হাজার বাসিন্দা । গ্রামবাসীরা জানাচ্ছেন, নদীর উপরে সেতু হলে ত্রিশ কিলোমিটার রাস্তা কমে হবে আট কিলোমিটার ৷ উপকৃত হবেন খলসিঘাটের মতোই প্রায় শ-তিনেক গ্রামের লক্ষাধিক মানুষ ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, নদীর উপর সেতু তৈরি নিয়ে রাজনীতি হয় ৷ কিন্তু তাঁদের দুর্ভোগ শেষ হয় না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.