রায়গঞ্জ, 5 এপ্রিল: "ভোটে দাঁড়িয়ে জেতাটা বড় কথা নয় ৷ ভোটে দাঁড়ানোটা আমার শখ ৷ আমার ভালো লাগে ৷ "এমনটাই জানালেন করণদিঘির বাসিন্দা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী বিনয় দাস। আজ মনোনয়ন জমা দিতে গিয়ে তিনি পারিবারিক সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন 650 কোটি টাকা ৷ যা দেখে অনেক প্রার্থীর চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় ৷
দীর্ঘ দুই দশক ধরে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করছেন তিনি ৷ মালদহের গনিখান চৌধুরী থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সী এমনকি কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, কার বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করেননি তিনি ? সাধারণ মানুষের কাছে তাঁর বার্তা , " আমি সাধারণ মানুষের কাছে নিজের জন্য ভোট চাই না, মানুষকে বলি যোগ্যতম প্রার্থীকেই ভোট দিতে।" পাশাপাশি তিনি বলেন ," আমি হেরে যাব জেনেও নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছি ৷ এটাই আমার বরাবরের শখ। "
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের পাশাপাশি আগামীকাল তিনি করণদিঘি বিধানসভা আসনেও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন ৷ মালদহ পুরসভা নির্বাচন ও উত্তর দিনাজপুর জেলাপরিষদের নির্বাচনেও তিনি দাঁড়িয়েছিলেন ৷ তবে সবচেয়ে নজরকাড়া বিষয় হল তাঁর সম্পত্তির পরিমাণ ৷ নিজস্ব কোনও সম্পত্তি না থাকলেও তিনি পারিবারিক সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন 650 কোটি টাকা। তাঁর পরিবারে 100 একর জমি রয়েছে ৷
আরও পড়ুন : তৃতীয় দফায় ওয়েব কাস্টিংয়ে বাড়তি নজরদারির নির্দেশ কমিশনের
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থকে তিনি যোগ্যতম প্রার্থী হিসাবে দেখছেন কংগ্রেসের মোহিত সেনগুপ্তকে ৷ আবার করণদিঘি কেন্দ্র থেকে তৃণমূল নেতা গৌতম পালকে ভোট দেওয়ার কথা বলছেন তিনি ৷ তিনি বলেন, " গত লোকসভা ভোটেও আমি দাঁড়িয়েছিলাম ৷ তখন 7 হাজার মানুষ আমাকে ভোট দিয়েছিলেন ৷ আমার কোনও দুঃখ নেই যে আমি ভোটে হারি ৷ আমার ভালো লাগে ভোটে দাঁড়াতে ৷ তাই দাঁড়াই ৷ "