ETV Bharat / state

প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি প্রার্থীকে কালিয়াগঞ্জে প্রচারে যেতে বাধা, গাড়ি ভাঙচুর বিজেপি কর্মী-সমর্থকদের । দলীয় কর্মীদের হাতেই শারীরিক হেনস্থা হতে হল বিজেপির জেলা কো-কনভেনরকে । দলীয় কর্মীদের হাতেই মারধর খেতে হল বিজেপি জেলা নেতৃত্বকে । এমনই অভিযোগ উঠেছে ৷

প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে
প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে
author img

By

Published : Mar 24, 2021, 5:26 PM IST

রায়গঞ্জ, 24 মার্চ : প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি প্রার্থীকে কালিয়াগঞ্জে প্রচারে যেতে বাধা, গাড়ি ভাঙচুর বিজেপি কর্মী-সমর্থকদের । দলীয় কর্মীদের হাতেই শারীরিক হেনস্থা হতে হল বিজেপির জেলা কো-কনভেনরকে । দলীয় কর্মীদের হাতেই মারধর খেতে হল বিজেপি জেলা নেতৃত্বকে । এমনই অভিযোগ উঠেছে ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিজেপির বিক্ষোভের ভয়েই এলাকা ছেড়ে পালাতে হল প্রার্থী সৌমেন রায়কে । ঘটনার পর থেকে আর খোঁজ মিলছে না প্রার্থীর । কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হদিশ দিতে পারছেন না বিজেপির জেলা নেতৃত্বও । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলায় । যদিও বিজেপি নেতাদের দাবি, এদিনের ঘটনার সময় প্রার্থী সেখানে ছিলেন না ৷

প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে
প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে

এদিকে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের দাবি, চরিত্রহীন প্রার্থীকে নিয়ে সুরক্ষিত নন ৷ ঝাঁটা জুতা নিয়ে স্বাগত জানানো হবে ৷ মহিলা আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ‘‘সৌমেন রায়কে আমরা মানছি না । কারণ সে চরিত্রহীন ৷ মেয়েরা কেউ নিজেদের সুরক্ষিত মনে করছে না । তাই আমরা এই প্রার্থীকে কোনও ভাবেই মেনে নিচ্ছি না । প্রার্থী এলাকায় ঢুকলে ঝাঁটা জুতো দিয়ে স্বাগত করা হবে ।’’

অন্যদিকে বুধবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি নেতৃত্ব । আন্দোলনকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, মানুষের গণতন্ত্র যখন হারিয়ে যায়, তখন মানুষ পথে নামতে বাধ্য হয় ৷ বিজেপির শীর্ষ নেতৃত্ব যেভাবে বহিরাগত প্রার্থীকে চাপিয়ে দিয়েছে, তা কোনও ভাবেই মানা হবে না । কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার যেকোনও ভূমিপুত্রকে প্রার্থী করা হোক বলে দাবি জানান আন্দোলনকারীরা ।

প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে
প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে

বিজেপি সূত্রের খবর, গতকাল রাতেই আলিপুরদুয়ার থেকে উত্তর দিনাজপুর জেলায় আসেন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায় । বুধবার তাঁর কালিয়াগঞ্জ বিধানসভায় দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠক করতে যাচ্ছিলেন প্রার্থী সৌমেন রায়-সহ বিজেপির জেলা শীর্ষ নেতৃত্ব । প্রার্থীর সামনের গাড়িতে ছিলেন জেলা বিজেপির কো-কনভেনর প্রকাশ প্যুস্তী । অভিযোগ, কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার বাঘন বটতলী এলাকায় 10 নম্বর রাজ্য সড়কে আচমকাই বিজেপি কর্মী-সমর্থকেরাই প্রার্থী-সহ অন্যান্য নেতৃত্বের উপর বাঁশ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় । ভাঙচুর করা হয় একটি গাড়িও । দলের কর্মীদের হামলায় আহত হন জেলা বিজেপির কো-কনভেনর সহ অন্যান্য বিজেপি কর্মীরা ।

বিজেপির জেলা কো-কনভেনর প্রকাশ প্যুস্তীর বক্তব্য

যদিও এই ঘটনার পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়ের । কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী নিয়ে বিজেপি কর্মীদের ক্ষোভ এতটাই যে প্রার্থী-সহ জেলা বিজেপি নেতৃত্বকে প্রচার করতেই দেওয়া হবে না দেখেই এই হামলা হয়েছে বলে অনুমান বিজেপি নেতৃত্বের একাংশের ।

আরও পড়ুন : প্রচার শুরুর আগেই ক্ষোভের মুখে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়

যদিও বিজেপির জেলা কো-কনভেনর প্রকাশ প্যুস্তী জানিয়েছেন, তাঁর উপর হামলা হয়েছে । ভাঙচুর করা হয়েছে তাদের গাড়িও । এই ঘটনা বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ না তৃণমূলের চক্রান্ত তা বোঝা যাচ্ছে না ।

রায়গঞ্জ, 24 মার্চ : প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি প্রার্থীকে কালিয়াগঞ্জে প্রচারে যেতে বাধা, গাড়ি ভাঙচুর বিজেপি কর্মী-সমর্থকদের । দলীয় কর্মীদের হাতেই শারীরিক হেনস্থা হতে হল বিজেপির জেলা কো-কনভেনরকে । দলীয় কর্মীদের হাতেই মারধর খেতে হল বিজেপি জেলা নেতৃত্বকে । এমনই অভিযোগ উঠেছে ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিজেপির বিক্ষোভের ভয়েই এলাকা ছেড়ে পালাতে হল প্রার্থী সৌমেন রায়কে । ঘটনার পর থেকে আর খোঁজ মিলছে না প্রার্থীর । কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হদিশ দিতে পারছেন না বিজেপির জেলা নেতৃত্বও । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলায় । যদিও বিজেপি নেতাদের দাবি, এদিনের ঘটনার সময় প্রার্থী সেখানে ছিলেন না ৷

প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে
প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে

এদিকে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের দাবি, চরিত্রহীন প্রার্থীকে নিয়ে সুরক্ষিত নন ৷ ঝাঁটা জুতা নিয়ে স্বাগত জানানো হবে ৷ মহিলা আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ‘‘সৌমেন রায়কে আমরা মানছি না । কারণ সে চরিত্রহীন ৷ মেয়েরা কেউ নিজেদের সুরক্ষিত মনে করছে না । তাই আমরা এই প্রার্থীকে কোনও ভাবেই মেনে নিচ্ছি না । প্রার্থী এলাকায় ঢুকলে ঝাঁটা জুতো দিয়ে স্বাগত করা হবে ।’’

অন্যদিকে বুধবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি নেতৃত্ব । আন্দোলনকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, মানুষের গণতন্ত্র যখন হারিয়ে যায়, তখন মানুষ পথে নামতে বাধ্য হয় ৷ বিজেপির শীর্ষ নেতৃত্ব যেভাবে বহিরাগত প্রার্থীকে চাপিয়ে দিয়েছে, তা কোনও ভাবেই মানা হবে না । কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার যেকোনও ভূমিপুত্রকে প্রার্থী করা হোক বলে দাবি জানান আন্দোলনকারীরা ।

প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে
প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার কালিয়াগঞ্জে

বিজেপি সূত্রের খবর, গতকাল রাতেই আলিপুরদুয়ার থেকে উত্তর দিনাজপুর জেলায় আসেন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায় । বুধবার তাঁর কালিয়াগঞ্জ বিধানসভায় দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠক করতে যাচ্ছিলেন প্রার্থী সৌমেন রায়-সহ বিজেপির জেলা শীর্ষ নেতৃত্ব । প্রার্থীর সামনের গাড়িতে ছিলেন জেলা বিজেপির কো-কনভেনর প্রকাশ প্যুস্তী । অভিযোগ, কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার বাঘন বটতলী এলাকায় 10 নম্বর রাজ্য সড়কে আচমকাই বিজেপি কর্মী-সমর্থকেরাই প্রার্থী-সহ অন্যান্য নেতৃত্বের উপর বাঁশ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় । ভাঙচুর করা হয় একটি গাড়িও । দলের কর্মীদের হামলায় আহত হন জেলা বিজেপির কো-কনভেনর সহ অন্যান্য বিজেপি কর্মীরা ।

বিজেপির জেলা কো-কনভেনর প্রকাশ প্যুস্তীর বক্তব্য

যদিও এই ঘটনার পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়ের । কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী নিয়ে বিজেপি কর্মীদের ক্ষোভ এতটাই যে প্রার্থী-সহ জেলা বিজেপি নেতৃত্বকে প্রচার করতেই দেওয়া হবে না দেখেই এই হামলা হয়েছে বলে অনুমান বিজেপি নেতৃত্বের একাংশের ।

আরও পড়ুন : প্রচার শুরুর আগেই ক্ষোভের মুখে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়

যদিও বিজেপির জেলা কো-কনভেনর প্রকাশ প্যুস্তী জানিয়েছেন, তাঁর উপর হামলা হয়েছে । ভাঙচুর করা হয়েছে তাদের গাড়িও । এই ঘটনা বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ না তৃণমূলের চক্রান্ত তা বোঝা যাচ্ছে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.