রায়গঞ্জ, 24 মার্চ : প্রার্থীপদে নাম ঘোষণা হয়েছে চারদিন আগেই ৷ তারপরও দেখা মেলেনি কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের ৷ অবশেষে আজ তাঁর দেখা পেল কালিয়াগঞ্জবাসী ৷ কারণ, আজ থেকেই নির্বাচনী কর্মকাণ্ড শুরু করবেন তিনি ৷
আলিপুরদুয়ার জেলার বাসিন্দা সৌমেন রায় ৷ গতকাল রাত সাড়ে 9 টা নাগাদ রায়গঞ্জে এসে পৌঁছান তিনি ৷ পরে তিনি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করার পর পৌঁছান কালিয়াগঞ্জে ৷ হঠাৎই ছন্দপতন ৷ দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েন তিনি ৷ বহিরাগত প্রার্থীকে মেনে নিতে না পেরে ইস্তফা দেন বিজেপির 250 জন কর্মী ৷ অন্যদিকে প্রার্থী হিসেবে সৌমেন রায়ের নাম ঘোষণার পরেই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । দেখা যায়, নিজেকে সৌমেন রায়ের স্ত্রী হিসেবে দাবি করে সৌমেন রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন এক মহিলা ৷ যা নিয়ে হইচই শুরু হয় জেলার রাজনৈতিক মহলে।
নিজের কেন্দ্রে পৌঁছতেই ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খোলেন সৌমেন রায় । তিনি বলেন , "এটা সত্যি উনি আমার বিবাহিতা স্ত্রী ৷ কিন্তু আমি ওঁকে আত্মা থেকে ত্যাগ করেছি ৷ ব্যক্তিগত কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি ৷ বর্তমানে আমাদের ডিভোর্সের মামলা চলছে ৷ ভোটের মুখে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এসব করছে ৷" প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে আসে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ ৷ সে প্রসঙ্গে তাঁর সাফ জবাব , "আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের একটিও প্রমাণ করতে পারবে না কেউ ৷"
দলীয় কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে বললেন , "বিষয়টি খুব স্বাভাবিক। আমি কোনও সেলিব্রিটি নই যে আমাকে সবাই চিনবে । আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক মাত্র । দলীয় নেতৃত্বের কাঁধে কাঁধ মিলিয়ে এই কেন্দ্রে কাজ করে আমরা জয়লাভ করবই ৷"
এখন বিজেপি প্রার্থী কীভাবে দলীয় কর্মীদের ক্ষোভ সামাল দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের ।
আরও পড়ুন : কী ওষুধ দিতে হয় জানি, ফের বিতর্কিত মন্তব্য অনুব্রতর