রায়গঞ্জ, 15 এপ্রিল :নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে এলাকার বাসিন্দা তথা ভোটারদের শুভকামনা ও মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিলেন করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষ করণদিঘির এই পয়লা বৈশাখের দিনে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন। করণদিঘি পুষ্কুরিণীতে পবিত্র স্নান সেরে মন্দিরে সকল মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল।
কথিত আছে , মহাভারতের অঙ্গরাজ কর্ণ এই দীঘিতেই স্নান করে সূর্য দেবতার আরাধনা করেছিলেন। সেই থেকে এই দিঘির নাম হয়েছে করণদিঘি। আর এই করণদিঘির নামানুসারে এই এলাকার নাম হয় করণদিঘি। এই দীঘিতে নববর্ষের দিনে স্নান করে পুণ্যার্জন করেন বহু মানুষ। এদিন এখানে মেলাও বসে।
বৃহস্পতিবার নববর্ষের দিনে সাধারন মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এবং সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাতে এই বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন ৷ ঢাক বাদ্যি সহকারে সুসজ্জিত বর্নাঢ্য এই শোভাযাত্রা করণদিঘির রাজপথ পরিক্রমা করে এসে পৌঁছায় করণদিঘি। সেখানে পূণ্যস্নান সেরে শিবমন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী গৌতম পাল।
পুণ্যস্নান সেরে জানালেন, "নতুন বছর করণদিঘি তথা উত্তর দিনাজপুর জেলার সকল মানুষের শুভ হোক ৷ ভালো কাটুক সবার ৷ এই প্রার্থনা করছি । নববর্ষের দিন মানুষের মহামিলন ঘটাতে করণদিঘি বিধানসভা এলাকায় নববর্ষের এক শোভাযাত্রার আয়োজন করে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ " এমনটাই জানালেন করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল।
আরও পড়ুন : বিজেপির ‘হ্যাপি হিন্দু নিউ ইয়ার’ শুভেচ্ছা নিয়ে বিদ্রুপ মহুয়ার