ETV Bharat / state

তৃণমূল বহিষ্কার করেছিলই, এবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে FIR করলেন BDO

author img

By

Published : Sep 29, 2019, 9:40 AM IST

আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তর দিনাজপুরের বিন্দোল গ্রাম পঞ্চায়েত প্রধান লায়লা খাতুনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল BDO । অভিযোগের ভিত্তিতে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

ফাইল ফোটো

রায়গঞ্জ, 29 সেপ্টেম্বর : অবশেষে আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তর দিনাজপুরের বিন্দোল গ্রাম পঞ্চায়েত প্রধান লায়লা খাতুনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল প্রশাসন । লায়লা খাতুন এবং বিন্দোল গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী সহায়ক কাদনা কিসকুর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানা থানায় অভিযোগ দায়ের করেছেন BDO রাজু লামা । অভিযোগের ভিত্তিতে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । এর আগে লায়লা খাতুনকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস ।

2018- 2019 অর্থিক বছরে 100 দিনের কাজ এবং চতুর্দশ অর্থ কমিশনের সরকারি প্রকল্পের জন্য আসা প্রচুর সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ ওঠে লায়লা খাতুনের নামে । তাঁর বিরুদ্ধে বিন্দোল এলাকায় একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করে লাগাতার আন্দোলনে নেমেছিল নাগরিক মঞ্চ । যার ফলে সেই সময় তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় । দলের তরফ থেকে তখন কানহাইয়ালাল আগারওয়াল জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত হবে । এরপর বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় লায়লা এবং কাদনা কিসকুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রায়গঞ্জের BDO রাজু লামা । এ বিষয়ে BDO বলেন, "আর্থিক তছরুপের অভিযোগে আমরা লায়লা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি । সেই অনুযায়ী তদন্ত শুরু করবে পুলিশ ।"

অভিযোগ দায়েরের পর গতকাল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা অনেক আগেই লায়লা খাতুনকে দল থেকে বহিষ্কার করেছিলাম । তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে । দোষী সাব্যস্ত হলে আমাদের সে বিষয়ে কোনও কিছুই বলার নেই । আইন আইনের পথে চলবে ।"

লায়লার বিরুদ্ধে এতদিন ধরে আন্দোলন করা নাগরিক মঞ্চের তরফে ফরিদ বক্স বলেন, "আমাদের আন্দোলনের জেরে এই FIR হয়েছে । আমরা আনন্দিত । তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়ে ওই দোষী প্রধানকে জেলে পুড়তে হবে ।"

রায়গঞ্জ, 29 সেপ্টেম্বর : অবশেষে আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তর দিনাজপুরের বিন্দোল গ্রাম পঞ্চায়েত প্রধান লায়লা খাতুনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল প্রশাসন । লায়লা খাতুন এবং বিন্দোল গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী সহায়ক কাদনা কিসকুর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানা থানায় অভিযোগ দায়ের করেছেন BDO রাজু লামা । অভিযোগের ভিত্তিতে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । এর আগে লায়লা খাতুনকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস ।

2018- 2019 অর্থিক বছরে 100 দিনের কাজ এবং চতুর্দশ অর্থ কমিশনের সরকারি প্রকল্পের জন্য আসা প্রচুর সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ ওঠে লায়লা খাতুনের নামে । তাঁর বিরুদ্ধে বিন্দোল এলাকায় একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করে লাগাতার আন্দোলনে নেমেছিল নাগরিক মঞ্চ । যার ফলে সেই সময় তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় । দলের তরফ থেকে তখন কানহাইয়ালাল আগারওয়াল জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত হবে । এরপর বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় লায়লা এবং কাদনা কিসকুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রায়গঞ্জের BDO রাজু লামা । এ বিষয়ে BDO বলেন, "আর্থিক তছরুপের অভিযোগে আমরা লায়লা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি । সেই অনুযায়ী তদন্ত শুরু করবে পুলিশ ।"

অভিযোগ দায়েরের পর গতকাল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা অনেক আগেই লায়লা খাতুনকে দল থেকে বহিষ্কার করেছিলাম । তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে । দোষী সাব্যস্ত হলে আমাদের সে বিষয়ে কোনও কিছুই বলার নেই । আইন আইনের পথে চলবে ।"

লায়লার বিরুদ্ধে এতদিন ধরে আন্দোলন করা নাগরিক মঞ্চের তরফে ফরিদ বক্স বলেন, "আমাদের আন্দোলনের জেরে এই FIR হয়েছে । আমরা আনন্দিত । তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়ে ওই দোষী প্রধানকে জেলে পুড়তে হবে ।"

Intro:রায়গঞ্জ, ২৮ সেপ্টেম্বরঃ- অবশেষে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠা বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা খাতুন এর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল প্রশাসন। প্রধান লায়লা খাতুন এবং বিন্দোল গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী সহায়ক কাদনা কিসকুর বিরুদ্ধে রায়গঞ্জ থানা থানায় অভিযোগ দায়ের করেছেন বিডিও রাজু লামা।গত পরশুদিন রাতে এই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এর আগে অভিযুক্ত লায়লা খাতুনকে দল থেকে বহিস্কার করেছিল তৃণমূল কংগ্রেস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে 2018-19 অর্থবছরে 100 দিনের কাজ এবং চতুর্দশ অর্থ কমিশনের সরকারি প্রকল্পের জন্য আসা প্রচুর সরকারি অর্থ নয়ছয় করেছেন লায়লা দেবী এমনই অভিযোগ উঠেছিল। লায়লা খাতুনের
বিরুদ্ধে বিন্দোল এলাকার একটি অরাজনৈতিক সংগঠন গড়ে লাগাতার আন্দোলনে নেমেছিল নাগরিক মঞ্চ। যার দরুন তৃণমূল কংগ্রেস ওই প্রধান কে বহিষ্কার করেছিল তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত হবে বলেও জানিয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল।গত 26 তারিখ রাতে রায়গঞ্জ থানায় লায়লা খাতুন এবং কাদনা কিসকুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রায়গঞ্জের বিডিও রাজু লামা। অভিযোগ পেয়ে নানান জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে রাজু লামা বলেন আর্থিক তছরুপের অভিযোগে আমরা লায়লা খাতুন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। সে অনুযায়ী তদন্ত শুরু করবে পুলিশ।

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগারওয়াল বলেন আমরা অনেক আগেই লায়লা খাতুনকে দল থেকে বহিষ্কার করেছিলাম। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। দোষী সাব্যস্ত হলে আমাদের সে বিষয়ে কোনো কিছুই বলার নেই। আইন আইনের পথে চলবে।

নাগরিক মঞ্চ ফরিদ বক্স বলেন আমাদের আন্দোলনের জেরে এই এফআইআর হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়ে ওই দোষী প্রধানকে জেলে পুড়তে হবে।

Body:আনConclusion:আম

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.