ETV Bharat / state

Karnajora Circuit House: সার্কিট হাউজে ফলকে বুদ্ধদেবের নাম ঢেকে দেওয়ার চেষ্টা, নিন্দায় সরব সিপিএম - Karnajora Circuit House

উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার সার্কিট হাউজ ৷ যা 2003 সালের 2 জানুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন ৷ সেই ফলকও রয়েছে ৷ কিন্তু আড়ালে ৷ ওয়েলকাম লেখা কাঠবোর্ড দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা ৷ কিন্তু কেন ?

Etv Bharat
কর্ণজোড়া সার্কিট হাউস
author img

By

Published : Aug 1, 2023, 9:31 PM IST

সার্কিট হাউসে বুদ্ধদেবের উদ্বোধন করা ফলক ঢেকে ফেলায় সব পক্ষের বক্তব্য

রায়গঞ্জ, 1 অগস্ট: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক । ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতা-নেত্রীরা তাঁর সুস্থতা কামনা করেছেন । বাদ যাননি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব-সহ তৃণমূলের নেতা-নেত্রীরাও বুদ্ধবাবুর সুস্থতা কামনার পাশাপাশি তার সম্পর্কে তাঁদের শ্রদ্ধা ব্যক্ত করেছেন । যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরূপ মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে ।

পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও অসুস্থ বুদ্ধবাবুকে অবমাননার চিত্র ধরা পরল । রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত 'সার্কিট হাউস', যেখানে বিভিন্ন প্রশাসনিক কর্তা ও বিভিন্ন দলের হেভিওয়েট নেতা-নেত্রীরা এসে রাত্রিযাপন করে থাকেন । সেই সার্কিট হাউজের প্রবেশ পথে লাগানো রয়েছে একটি ফলক ৷ ফলকটি আবার একটি কাঠের বোর্ড দিয়ে ঢাকা রয়েছে । কেন সেই ফলকটি ঢাকা রয়েছে যাকে ঘিরে উঠছে প্রশ্ন ? সেই ফলকটিতে লেখা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম । সেটিকে 'স্বাগতম' লেখা কাঠের একটি ফলক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ।

উল্লেখ্য, 2003 সালের 2 জানুয়ারি রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সরকারি এই সার্কিট হাউজের উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । সেই সময় এই সার্কিট হাউজের প্রবেশপথের ডানদিকে একটি ফলকে লেখা হয়েছিল বুদ্ধবাবুর নাম । পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এই ফলকটি ঢেকে দেওয়া হয়েছে । যা রাজনৈতিক সৌজন্যতাকে হেয় করে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

এই বিষয়ে সার্কিট হাউজের ম্যানেজার অনুপম দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সেখানে কাজে যোগ দেওয়ার সময় থেকেই তিনি দেখেন সেটি ঢাকা রয়েছে । বিভিন্ন নেতা মন্ত্রীরা যখন সেখানে যান, তাদের স্বাগত জানানোর জন্য একটি বোর্ড বুদ্ধদেববাবুর নাম লেখা সেই ফলকটির সামনে রাখা থাকে ।" এই বিষয়ে সিপিআইএমের জেলা নেতৃত্বের অভিযোগ কোনওভাবেই একজন মুখ্যমন্ত্রীর নামের ফলক ঢেকে দেওয়া যায় না ।

আরও পড়ুন : সু'চেতন' হবেন সুচেতনা, সমাজের অচলায়তন ভাঙার লড়াইয়ে শরিক বুদ্ধ 'কন্যা'

সিপিআইএমের জেলা সম্পাদকীয় মণ্ডলীর সদস্য উত্তম পাল বলেন, "গঠনমূলক যা কাজ হয়েছিল সব বামফ্রন্টের আমলে । আর এই গঠনমূলক কাজকে তৃণমূল সরকার মুছে ফেলতে চায় । যে বিল্ডিংগুলি বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল সেগুলিতে নীল সাদা রং করে উন্নয়নের খতিয়ান মানুষের সামনে তুলে ধরতে চায় । সৃজনশীল চিন্তাভাবনা থেকে তৎকালীন বামফ্রন্ট সরকার এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই সার্কিট হাউজের উদ্বোধন করেছিলেন । এই শালীনতা ও সৃজনশীলতা তৃণমূলের মধ্যে নেই তাই এ সমস্ত ঘটনা ঘটছে । একজন মুখ্যমন্ত্রীর নাম ঢেকে দেওয়ার মতো জঘন্য কাজ আর কী হতে পারে আমাদের জানা নেই । এ ধরনের কাজ কে আমরা তীব্র নিন্দা করছি । আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে এ বিষয়ে জানিয়ে যথাযোগ্য জায়গায় এ ঘটনার প্রতিবাদ জানাব ।"

যদিও এই ব্যাপারে তৃণমূল নেতা পূর্ণেন্দু দে বলেন,"বিষয়টি আমার জানা নেই । তবে এটা যদি হয়ে থাকে আমি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব । কেননা বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা সকলেই সম্মান করি । তিনি আজ অসুস্থ আছেন । আমরা চেষ্টা করব যাতে কোনওভাবেই তিনি অপমানিত না হন ।"

সার্কিট হাউসে বুদ্ধদেবের উদ্বোধন করা ফলক ঢেকে ফেলায় সব পক্ষের বক্তব্য

রায়গঞ্জ, 1 অগস্ট: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক । ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতা-নেত্রীরা তাঁর সুস্থতা কামনা করেছেন । বাদ যাননি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব-সহ তৃণমূলের নেতা-নেত্রীরাও বুদ্ধবাবুর সুস্থতা কামনার পাশাপাশি তার সম্পর্কে তাঁদের শ্রদ্ধা ব্যক্ত করেছেন । যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরূপ মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে ।

পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও অসুস্থ বুদ্ধবাবুকে অবমাননার চিত্র ধরা পরল । রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত 'সার্কিট হাউস', যেখানে বিভিন্ন প্রশাসনিক কর্তা ও বিভিন্ন দলের হেভিওয়েট নেতা-নেত্রীরা এসে রাত্রিযাপন করে থাকেন । সেই সার্কিট হাউজের প্রবেশ পথে লাগানো রয়েছে একটি ফলক ৷ ফলকটি আবার একটি কাঠের বোর্ড দিয়ে ঢাকা রয়েছে । কেন সেই ফলকটি ঢাকা রয়েছে যাকে ঘিরে উঠছে প্রশ্ন ? সেই ফলকটিতে লেখা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম । সেটিকে 'স্বাগতম' লেখা কাঠের একটি ফলক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ।

উল্লেখ্য, 2003 সালের 2 জানুয়ারি রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সরকারি এই সার্কিট হাউজের উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । সেই সময় এই সার্কিট হাউজের প্রবেশপথের ডানদিকে একটি ফলকে লেখা হয়েছিল বুদ্ধবাবুর নাম । পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এই ফলকটি ঢেকে দেওয়া হয়েছে । যা রাজনৈতিক সৌজন্যতাকে হেয় করে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

এই বিষয়ে সার্কিট হাউজের ম্যানেজার অনুপম দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সেখানে কাজে যোগ দেওয়ার সময় থেকেই তিনি দেখেন সেটি ঢাকা রয়েছে । বিভিন্ন নেতা মন্ত্রীরা যখন সেখানে যান, তাদের স্বাগত জানানোর জন্য একটি বোর্ড বুদ্ধদেববাবুর নাম লেখা সেই ফলকটির সামনে রাখা থাকে ।" এই বিষয়ে সিপিআইএমের জেলা নেতৃত্বের অভিযোগ কোনওভাবেই একজন মুখ্যমন্ত্রীর নামের ফলক ঢেকে দেওয়া যায় না ।

আরও পড়ুন : সু'চেতন' হবেন সুচেতনা, সমাজের অচলায়তন ভাঙার লড়াইয়ে শরিক বুদ্ধ 'কন্যা'

সিপিআইএমের জেলা সম্পাদকীয় মণ্ডলীর সদস্য উত্তম পাল বলেন, "গঠনমূলক যা কাজ হয়েছিল সব বামফ্রন্টের আমলে । আর এই গঠনমূলক কাজকে তৃণমূল সরকার মুছে ফেলতে চায় । যে বিল্ডিংগুলি বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল সেগুলিতে নীল সাদা রং করে উন্নয়নের খতিয়ান মানুষের সামনে তুলে ধরতে চায় । সৃজনশীল চিন্তাভাবনা থেকে তৎকালীন বামফ্রন্ট সরকার এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই সার্কিট হাউজের উদ্বোধন করেছিলেন । এই শালীনতা ও সৃজনশীলতা তৃণমূলের মধ্যে নেই তাই এ সমস্ত ঘটনা ঘটছে । একজন মুখ্যমন্ত্রীর নাম ঢেকে দেওয়ার মতো জঘন্য কাজ আর কী হতে পারে আমাদের জানা নেই । এ ধরনের কাজ কে আমরা তীব্র নিন্দা করছি । আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে এ বিষয়ে জানিয়ে যথাযোগ্য জায়গায় এ ঘটনার প্রতিবাদ জানাব ।"

যদিও এই ব্যাপারে তৃণমূল নেতা পূর্ণেন্দু দে বলেন,"বিষয়টি আমার জানা নেই । তবে এটা যদি হয়ে থাকে আমি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব । কেননা বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা সকলেই সম্মান করি । তিনি আজ অসুস্থ আছেন । আমরা চেষ্টা করব যাতে কোনওভাবেই তিনি অপমানিত না হন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.