ETV Bharat / state

ইটাহারে বিয়ের দু'মাসের মাথায় খুন মহিলা - মহিলাকে খুন করার অভিযোগ

বিয়ে হয়েছিল মাত্র দুমাস আগে ৷ দাবি মতো পণের টাকাও মিটিয়ে ছিল মেয়ের বাবা ৷ তারপর আরও পণের দাবি করে ছেলের পরিবার ৷ বাধ্য় হয়ে সে টাকাও দেয় মেয়ের বাবা ৷ কিন্তু এতসব পরেও ঘুঘুডাঙ্গা গ্রামে সদ্য বিবাহিত ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ ৷ মহিলার বাবার বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে জামাই বিকাশ সিংহ ও তার বাবাকে আটক করেছে ইটাহার থানার পুলিশ।

alleged murder of a woman
মহিলাকে খুন করার অভিযোগ
author img

By

Published : Jul 17, 2020, 9:52 PM IST

রায়গঞ্জ, 17 জুলাই : বিয়ের দু'মাসের মাথায় এক মহিলাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ইটাহার থানার পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর এলাকায় ঘুঘুডাঙা গ্রামে। মৃত ওই মহিলার নাম মমতা দেবশর্মা ( 18) ৷ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মমতার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে জামাই বিকাশ সিংহ ও তার বাবাকে আটক করেছে ইটাহার থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর এলাকায় ঘুঘুডাঙ্গা গ্রামের বাসিন্দা বিজয় সিংহের ছেলে বিকাশ সিংহ পেশায় এলাকায় ট্রাক্টর চালক ৷ তার সঙ্গে বিয়ে হয় ইটাহার থানার রামডাঙ্গা গ্রামের বাসিন্দা জিতেন দেবশর্মার মেয়ে মমতা দেবশর্মার ৷ বিয়ের পর থেকেই মাঝে মধ্যে মমতা দেবশর্মাকে স্বামী বিকাশ সিংহ মারধর করত বলে অভিযোগ। বিয়ের পরে বিকাশকে আরও পণের দাবি করলে সেই পণের টাকাও দেওয়া হয়েছিল । মেয়েকে বাড়িতে আদতে শান্তিতে থাকতে দিত না জামাই সহ পরিবারের লোকজনেরা।

মৃত মহিলার দাদা শান্তনু বর্মণের অভিযোগ , গতকাল রাতে মমতাকে মারধর করে মেরে ঘরের মধ্যে ঝুলিয়ে দিয়েছে জামাই-সহ তার শ্বশুরবাড়ি লোকজন । মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে মমতার পরিবারের সদস্যরা। শান্তনু বর্মণ বলেন, "গ্রামবাসীর কাছে জানতে পেরে ঘুঘুডাঙা গ্রামে গিয়ে মমতার মৃতদেহটি দেখতে পাই। " জামাই বিকাশ সিংহ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইটাহার থানার পুলিশ । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । মমতার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে জামাই বিকাশ সিংহ ও তার বাবাকে আটক করেছে ইটাহার থানার পুলিশ। মৃত মমতার দাদা শান্তনু বর্মণ বলেন, "আমার বোনকে যারা মেরেছে তাদের শাস্তি চাই।"

রায়গঞ্জ, 17 জুলাই : বিয়ের দু'মাসের মাথায় এক মহিলাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ইটাহার থানার পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর এলাকায় ঘুঘুডাঙা গ্রামে। মৃত ওই মহিলার নাম মমতা দেবশর্মা ( 18) ৷ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মমতার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে জামাই বিকাশ সিংহ ও তার বাবাকে আটক করেছে ইটাহার থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর এলাকায় ঘুঘুডাঙ্গা গ্রামের বাসিন্দা বিজয় সিংহের ছেলে বিকাশ সিংহ পেশায় এলাকায় ট্রাক্টর চালক ৷ তার সঙ্গে বিয়ে হয় ইটাহার থানার রামডাঙ্গা গ্রামের বাসিন্দা জিতেন দেবশর্মার মেয়ে মমতা দেবশর্মার ৷ বিয়ের পর থেকেই মাঝে মধ্যে মমতা দেবশর্মাকে স্বামী বিকাশ সিংহ মারধর করত বলে অভিযোগ। বিয়ের পরে বিকাশকে আরও পণের দাবি করলে সেই পণের টাকাও দেওয়া হয়েছিল । মেয়েকে বাড়িতে আদতে শান্তিতে থাকতে দিত না জামাই সহ পরিবারের লোকজনেরা।

মৃত মহিলার দাদা শান্তনু বর্মণের অভিযোগ , গতকাল রাতে মমতাকে মারধর করে মেরে ঘরের মধ্যে ঝুলিয়ে দিয়েছে জামাই-সহ তার শ্বশুরবাড়ি লোকজন । মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে মমতার পরিবারের সদস্যরা। শান্তনু বর্মণ বলেন, "গ্রামবাসীর কাছে জানতে পেরে ঘুঘুডাঙা গ্রামে গিয়ে মমতার মৃতদেহটি দেখতে পাই। " জামাই বিকাশ সিংহ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইটাহার থানার পুলিশ । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । মমতার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে জামাই বিকাশ সিংহ ও তার বাবাকে আটক করেছে ইটাহার থানার পুলিশ। মৃত মমতার দাদা শান্তনু বর্মণ বলেন, "আমার বোনকে যারা মেরেছে তাদের শাস্তি চাই।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.