ETV Bharat / state

রাজ্যে তিন তালাক অব্যাহত, এবার বিবিকে পিটিয়ে খুন ! - murder

বিবিকে তিন তালাক দিয়ে মারধর করে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে ৷ রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণপুর গ্রামের ঘটনা ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 1, 2019, 2:06 PM IST

Updated : Aug 1, 2019, 3:11 PM IST

রায়গঞ্জ, 1 অগাস্ট: রাষ্ট্রপতি সদ্য অনুমোদন দিয়েছেন তাৎক্ষণিক তিন তালাক বিলে ৷ অনুমোদনের 24 ঘণ্টা পার হতে না হতেই আবারও তিন তালাক ! বিবিকে তিন তালাক দিয়ে মারধর করে খুনের অভিযোগ উঠল শওহরসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে ৷ রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণপুর গ্রামের ঘটনা ৷ মৃতের নাম নুর বানু ৷ বাড়ি থেকে কিছুটা দূরেই নুরের দেহ উদ্ধার করেন স্থানীয়রা ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ৷

চার বছর আগে ইটাহার থানার ডামডোলিয়া গ্রামের নুর বানুর সঙ্গে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের মহম্মদ সুন্দরলালের নিকাহ হয় ৷ তাস খেলাকে কেন্দ্র করে শওহর সুন্দরলালের সঙ্গে নুরের মাঝেমধ্যেই বিবাদ হত ৷ নুরকে মারধরও করত সুন্দরলাল ৷ কিছুদিন আগে একবার সুন্দরলাল বিবিকে তালাকও দেয় ৷ বিষয়টি নুর তার বাবা-মাকে জানালে তাঁরা মেয়ের শ্বশুরবাড়ি আসেন ৷ দিন ছয়েক আগেই এই নিয়ে গ্রামে সালিশি সভা বসে ৷ সালিশি সভায় বিষয়টি মিটে যায় ৷ কিন্তু গতকাল রাতে তাস খেলাকে কেন্দ্র করে ফের নুর ও সুন্দরলালের মধ্যে বিবাদ হয় ৷ তখনই সুন্দরলাল নুরকে তিন তালাক দেয় ৷ এরপর মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন করে ৷

আরও পড়ুন : শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-পুত্রকে আনতে এসে মার খেলেন যুবক

আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামবাসীরা মৃত নুর বানুর দেহ উদ্ধার করেন ৷ অভিযোগ গতকাল রাতে নুরকে খুন করে ফেলে গ্রাম ছেড়ে পালিয়ে যায় সুন্দরলাল ও তার বাবা-মা ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব গ্রামবাসী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রায়গঞ্জ, 1 অগাস্ট: রাষ্ট্রপতি সদ্য অনুমোদন দিয়েছেন তাৎক্ষণিক তিন তালাক বিলে ৷ অনুমোদনের 24 ঘণ্টা পার হতে না হতেই আবারও তিন তালাক ! বিবিকে তিন তালাক দিয়ে মারধর করে খুনের অভিযোগ উঠল শওহরসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে ৷ রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণপুর গ্রামের ঘটনা ৷ মৃতের নাম নুর বানু ৷ বাড়ি থেকে কিছুটা দূরেই নুরের দেহ উদ্ধার করেন স্থানীয়রা ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ৷

চার বছর আগে ইটাহার থানার ডামডোলিয়া গ্রামের নুর বানুর সঙ্গে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের মহম্মদ সুন্দরলালের নিকাহ হয় ৷ তাস খেলাকে কেন্দ্র করে শওহর সুন্দরলালের সঙ্গে নুরের মাঝেমধ্যেই বিবাদ হত ৷ নুরকে মারধরও করত সুন্দরলাল ৷ কিছুদিন আগে একবার সুন্দরলাল বিবিকে তালাকও দেয় ৷ বিষয়টি নুর তার বাবা-মাকে জানালে তাঁরা মেয়ের শ্বশুরবাড়ি আসেন ৷ দিন ছয়েক আগেই এই নিয়ে গ্রামে সালিশি সভা বসে ৷ সালিশি সভায় বিষয়টি মিটে যায় ৷ কিন্তু গতকাল রাতে তাস খেলাকে কেন্দ্র করে ফের নুর ও সুন্দরলালের মধ্যে বিবাদ হয় ৷ তখনই সুন্দরলাল নুরকে তিন তালাক দেয় ৷ এরপর মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন করে ৷

আরও পড়ুন : শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-পুত্রকে আনতে এসে মার খেলেন যুবক

আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামবাসীরা মৃত নুর বানুর দেহ উদ্ধার করেন ৷ অভিযোগ গতকাল রাতে নুরকে খুন করে ফেলে গ্রাম ছেড়ে পালিয়ে যায় সুন্দরলাল ও তার বাবা-মা ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব গ্রামবাসী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রায়গঞ্জ, ১ আগষ্ট, প্রসুন মৈত্র : গতকাল তিন তালাক বিলে অনুমোদন পাওয়ার পর রাতেই স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর পিটিয়ে, গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর ও শ্বাশুড়ির বিরুদ্ধে। তাস খেলা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ছিল দীর্ঘদিন ধরে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গৌরি গ্রামপঞ্চায়েতের দক্ষিন বিষ্ণুপুর গ্রামে। মৃতা গৃহবধূর নাম নূর বানু। বাড়ি থেকে কিছুটা দূরে আজ সকালে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে গ্রামের বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক মৃতা গৃহবধূর স্বামী শ্বশুর ও শ্বাশুড়ি। উল্লেখ্য৷ গত মঙ্গলবারই দেশে পাশ হয়ে গিয়েছে তিন তালাক বিল। এরপরই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামের বাসিন্দাসহ মৃতার পরিবারের লোকজন দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে ইটাহার থানার ডামডোলিয়া গ্রামের বাসিন্দা নূর বানুর সাথে বিয়ে হয় রায়গঞ্জের গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিন বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মহম্মদ সুন্দরলালের৷ স্বামী মহঃ সুন্দরলালের তাস খেলা নিয়ে স্ত্রী নূর বানুর সাথে মাঝেমধ্যেই চরম বিবাদ লেগে থাকত। স্ত্রীকে ব্যাপক মারধরও করত মহম্মদ সুন্দরলাল। দিনের পর দিন অত্যাচারের মাত্রা ক্রমশই বাড়ছিল। একবার মহম্মদ সুন্দরলাল তার স্ত্রী নূর বানুকে তালাকও দেয়। এনিয়ে নূর বানু তার বাবা মাকে জানায়। নূরের বাবা মা ও পরিবারের লোকজন দক্ষিন বিষ্ণুপুর গ্রামে আসে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথাও বলে। গত ছদিন আগে গ্রামে তাদের এই বিবাদ নিয়ে একটি সালিশি সভাও হয়। সালিশি সভাতেই জানা যায় মহম্মদ সুন্দরলাল স্ত্রী নূর বানুকে একবার তালাক দিয়েছিল। বুধবার রাত দশটা নাগাদ স্বামী মহম্মদ সুন্দরলাল স্ত্রী নুর বানুকে তি তালাক দেয়। এরপরই নূর বানু তার মাকে ফোন করে কাতর আর্তি জানিয়ে বলে " আমাকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলবে। আমাকে বাঁচাও। এরপর সকাল হতেই নূর বানুর পরিবারের লোকজন ছুটে আসে দক্ষিন বিষ্ণুপুর গ্রামে। তারা এসে দেখতে পান বাড়ি থেকে কিছুটা দূরে তাদের আদরের মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। সূত্রের খবর বুধবার রাতেই স্বামী মহম্মদ সুন্দরলাল স্ত্রী নুর বানুকে তিন তালাক দিয়েছিল। তারপরই আজ সকালে নূর বানুর মৃতদেহ উদ্ধার হয়। মৃতা নূর বানুর স্বামী মহম্মদ সুন্দরলাল সহ শ্বশুর শ্বাশুড়ি সবাই পলাতক। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনা নিয়ে দোষীদের চরমতম শাস্তির দাবি তুলেছেন দক্ষিন বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা। বাইট ১) আইনুল হক ( স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্যার স্বামী) ২) মজারুল হক( গ্রামবাসী) ৩) আবদুল জব্বর ( গ্রামবাসী, দক্ষিন বিষ্ণুপুর)
Last Updated : Aug 1, 2019, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.