রায়গঞ্জ, 5 ডিসেম্বর : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের অনার্সের আটটি বিষয়ের বহু আসন ফাঁকা রয়ে গিয়েছে । শেষমেশ শিক্ষাদপ্তরের দেওয়া নতুন নির্দেশিকা অনুযায়ী গত 3 ডিসেম্বর থেকে সেইসব আসনে নতুন করে ভরতি প্রক্রিয়া শুরু করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ওই আটটি বিষয়ে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে । 15 তারিখের মধ্যেই আবেদনপত্র সংগ্রহ, কাউন্সিলিং ও ভরতি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতক স্তরের প্রথম বর্ষে কলা, বাণিজ্য ও বিঞ্জান বিভাগ মিলিয়ে 23টি বিষয়ে অনার্সে পড়ানো হয়।ওই বিষগুলিতে অনার্স ছাত্রছাত্রীদের জন্য 2600 আসন রয়েছে।পাশাপাশি প্রায় 1600 টি আসন রয়েছে স্নাতক স্তরের পাশকোর্সের রয়েছে। চলতি বছরে প্রাথমিকভাবে গত অগাস্ট থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কোভিড পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের তরফে অনলাইনের প্রথমধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।এরপর গত 30 নভেম্বর ফের উচ্চশিক্ষা দপ্তর থেকে শূন্য আসনগুলিতে ফের ভরতি প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা এসেছে । সেই মোতাবেক ফের প্রক্রিয়া চালু করা হয়েছে বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতক স্তরের প্রথম বর্ষের বিবিএ ও সমাজবিদ্যা অনার্সে 23টি করে, অর্থনীতি অনার্সে 162টি, কম্পিউটার সায়েন্স, কমার্স ও সংখ্যাতত্ব অনার্সে 40টি করে আসন রয়েছে। এছাড়া সেল্ফ ফিনান্স মুডে ইতিহাস ও সংস্কৃত বিষয়ে অনার্সে যথাক্রমে 115টি ও 101টি আসন রয়েছে। তারমধ্যে এখনও পর্যন্ত বিবিএতে 24টি, সমাজবিদ্যায় 20টি, অর্থনীতিতে 92টি, কম্পিউটার সায়েন্সে 25টি, কমার্সে 12টি ও সংখ্যাতত্বে 27টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া সেল্ফ ফিনান্স মুডে ইতিহাসে 90টি ও সংস্কৃতে 74টি আসন খালি রয়েছে।এই আসনগুলিতেই ভর্তি প্রক্রিয়া চালু রাখা হয়েছে ৷
এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, স্নাতক স্তরের প্রথম বর্ষের অনার্সের আটটি বিষয়ে নতুন করে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে । ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে ভরতির বিঞ্জপ্তি প্রকাশ করে ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে সেইসব বিষয়ে ভরতির আবেদন নেওয়ার কাজ শুরু হয়েছে । 15 ডিসেম্বরের মধ্যে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের উল্লিখিত বিষয়ে ভর্তি নেওয়ার কাজ শেষ করা হবে।