রায়গঞ্জ, 11 অগাস্ট : ভিন রাজ্যে কাজে যাওয়ার পথে ছত্তিশগড়ে দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের 4 শ্রমিকের ৷ আহত আরও 5 ৷ আজ 4 শ্রমিকের মৃতদেহ উত্তর দিনাজপুরের করণদিঘির গ্রামের বাড়িতে আনা হচ্ছে ৷
করণদিঘি ব্লকের গোরলভাষা, দুয়ারিন, কামারতোর গ্রামের ন'জন গুজরাতে কাজে যাচ্ছিলেন । করণদিঘি থেকে একটি গাড়ি ভাড়া করে শুক্রবার তাঁরা রওনা দেন ৷ গুজরাত যাওয়ার পথে রবিবার রাতে ছত্তিশগড়ের পাথুরিয়া থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে পরিযায়ী শ্রমিকদের গাড়িটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় চার শ্রমিকের ৷ মৃতদের নাম শ্যামল সিংহ (19), মিঠুন সিংহ (20), ভরত রবিদাস (25) ও রণজিৎ রায় (18) ৷ আহত হন গাড়ির চালকসহ পাঁচজন । আহতদের ছত্তিশগড়ের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । খবর গ্রামে পৌঁছাতেই পরিবারের সদস্যরা তড়িঘড়ি ঘটনাস্থানের উদ্দেশ্যে রওনা দেন ৷
পাথুরিয়া থানার পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় । আজ ওই পরিযায়ী শ্রমিকদের মৃতদেহ গ্রামে পৌঁছানোর কথা ৷