ETV Bharat / state

অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 4, আহত 2 - two injured

উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পূর্ণিয়া মোড়ের কাছে 34 নম্বর জাতীয় সড়কে অটো ও লরির সংঘর্ষে মৃত 4 । গুরুতর আহত 2 । তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

road accident
author img

By

Published : Jun 5, 2019, 7:06 PM IST

রায়গঞ্জ, 5 জুন : একটি অটোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চারজনের । আহত 2 । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পূর্ণিয়া মোড়ের কাছে 34 নম্বর জাতীয় সড়কে । মৃত একজনের নাম চন্দ্রেশ্বর সাহা । তার বাড়ি সীতামারি এলাকায় । বাকিদের পরিচয় জানা যায়নি । আহতদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । লরিটিকে আটক করেছে পুলিশ ।

আজ দুপুরে ছ'জন যাত্রী নিয়ে একটি অটো ডালখোলা রেলগেট থেকে পূর্নিয়া মোড়ের দিকে যাচ্ছিল । সেখানে শিলিগুড়ির দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটি লরি অটোটির সামনে চলে আসে । নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় তিনজনের । গুরুতর আহত অবস্থায় বাকিদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

এই দুর্ঘটনার ফলে যান চলাচল বেশ খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় । ঘটনাস্থানে আসে ডালখোলা থানার পুলিশ । মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ।

জানা গেছে, অটোটি বিহারের রেজিস্ট্রেশন করা । পুলিশ ওই লরিটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক ।

রায়গঞ্জ, 5 জুন : একটি অটোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চারজনের । আহত 2 । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পূর্ণিয়া মোড়ের কাছে 34 নম্বর জাতীয় সড়কে । মৃত একজনের নাম চন্দ্রেশ্বর সাহা । তার বাড়ি সীতামারি এলাকায় । বাকিদের পরিচয় জানা যায়নি । আহতদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । লরিটিকে আটক করেছে পুলিশ ।

আজ দুপুরে ছ'জন যাত্রী নিয়ে একটি অটো ডালখোলা রেলগেট থেকে পূর্নিয়া মোড়ের দিকে যাচ্ছিল । সেখানে শিলিগুড়ির দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটি লরি অটোটির সামনে চলে আসে । নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় তিনজনের । গুরুতর আহত অবস্থায় বাকিদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

এই দুর্ঘটনার ফলে যান চলাচল বেশ খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় । ঘটনাস্থানে আসে ডালখোলা থানার পুলিশ । মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ।

জানা গেছে, অটোটি বিহারের রেজিস্ট্রেশন করা । পুলিশ ওই লরিটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.