রায়গঞ্জ, 15 জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে ৷ আজই মনোনয়ন জমার শেষ দিন ৷ রাজনৈতিকদল গুলিও ইতিমধ্যেই ভোটের প্রচারে নেমে পড়েছে কোমর বেঁধে ৷ তবে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রকাশ্যে আসছে দলীয় কোন্দোল ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তাঁর অনুগামীদের নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোর কথাও উল্লেখ করেছিলেন ৷ বুধবার, ইসলামপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের সামনে আবারও সে কথা নিশ্চিত করলেন ইসলামপুরের বিধায়ক।
এবার, টিকিট না পাওয়া নিয়ে সরাসরি জেলা সভাপতিকে কানাইলাল আগরওয়ালকেই দুষলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী । এই প্রসঙ্গেই তিনি বলেন, "জেলা সভাপতির মাতব্বরির জন্য আজ জেলাতে আজ জেলাতে এমন অবস্থা ৷ যার হাত ধরে তৃণমূল কংগ্রেসের ঢুকে ছিল তাকে টিকিট দিল না জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল । ইসলামপুরে বিধায়কের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি ৷
বিধায়ক আরও জানান, দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামীরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের নামেই মনোনয়নপত্র দাখিল করেছে । দল তাদের প্রার্থী না করলে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবে তারা । নির্বাচন শুরুর আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন দলের মধ্যে কোনও রকমের কলহ বরদাস্ত করা হবে না। কিন্তু তারপরও একাধিক জেলায় তৃণমূল নেতাদের মধ্যে বিবাদের খবর প্রকাশ্যে আসছে। এখানে খোদ বিধায়কই দলের বিরুদ্ধে সরব হলেন।