ETV Bharat / state

পাওনাদারদের হাতে নিগৃহীত, আত্মঘাতী প্রৌঢ় - পাওনাদার

ধারের টাকা শোধ করতে না পারায় তুলে নিয়ে গিয়ে মারধর ৷ সেই সঙ্গে মেয়ের উদ্দেশ্যে কূটক্তি ৷ দুই ঘটনায় মানসিক অবসাদে আত্মহত্য়া করলেন এক ব্যক্তি ৷ রায়গঞ্জের ঘটনায় এমনই অভিযোগ করেছে ওই ব্যক্তির পরিবার ৷

a-man-did-suicide-in-raiganj-north-dinajpur
পাওনাদারদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, আত্মহত্যা করলেন এক ব্যক্তি
author img

By

Published : May 1, 2021, 8:29 PM IST

রায়গঞ্জ, 1 মে : বকেয়া টাকা না মেটানোয় পাওনাদারদের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ৷ সেই সঙ্গে টাকা শোধ না করলে তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ৷ আর তার জেরেই আত্মহত্যা করলেন বছর পঞ্চান্নর এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ছোট পোরুয়া গ্রামে । মৃত ওই ব্যক্তির নাম দীনেশ বর্মন । দেহ নিয়ে পরিবার ও এলাকাবাসীরা রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ৷ পরবর্তী সময়ে সেখানে ব়্যাফ নামাতে হয় প্রশাসনকে ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ছোটপোরুয়া গ্রামের বাসিন্দা দীনেশ বর্মন এক বছর আগে স্থানীয় অজয় বর্মনের কাছ থেকে সুদে এক লক্ষ টাকা ধার নিয়েছিলেন । নব্বই হাজার টাকা পরিশোধ করেছেন । কিন্তু বাকি দশ হাজার টাকার জন্য অজয় বর্মন দীনেশবাবুকে লাগাতার হুমকি দিতে থাকতেন বলে অভিযোগ । এমনকি টাকা পরিশোধ করতে দীনেশবাবু কিছুটা সময় চাইলেও তা মানতে চায়নি অজয় বর্মন । টাকা পরিশোধ না করায় দীনেশবাবুকে মারধোর করে অজয় বর্মন ও লক্ষ্মণ বর্মন । পাশাপাশি তাঁর মেয়ের উদ্দেশ্যে কটুক্তি করে বলে অভিযোগ ।

অভিযোগ গতকাল বিকেলে দীনেশবাবু বাজারে গেলে সেখানে অজয় বর্মন ও লক্ষ্মণ বর্মন তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করে । বাড়ি এসে দীনেশ বর্মন রাতে খাওয়াদাওয়া করে শুয়ে পড়েন । দীনেশবাবুর স্ত্রী সকালে উঠে দেখেন দীনেশবাবু বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনা জানাজানি হতেই আশপাশ থেকে বহু মানুষ ছুটে আসেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ । দীনেশবাবুর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় তারা ।

আরও পড়ুন : পানীয় জলের দাবিতে পথ অবরোধ অন্ডালে

এই ঘটনায় দীনেশবাবুর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অজয় বর্মন ও লক্ষ্মণ বর্মনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । দীনেশবাবুর ছেলে বিষ্ণু বর্মন যাদের জন্য তাঁর বাবা আত্মহত্যা করেছেন, তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান ৷

রায়গঞ্জ, 1 মে : বকেয়া টাকা না মেটানোয় পাওনাদারদের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ৷ সেই সঙ্গে টাকা শোধ না করলে তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ৷ আর তার জেরেই আত্মহত্যা করলেন বছর পঞ্চান্নর এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ছোট পোরুয়া গ্রামে । মৃত ওই ব্যক্তির নাম দীনেশ বর্মন । দেহ নিয়ে পরিবার ও এলাকাবাসীরা রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ৷ পরবর্তী সময়ে সেখানে ব়্যাফ নামাতে হয় প্রশাসনকে ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ছোটপোরুয়া গ্রামের বাসিন্দা দীনেশ বর্মন এক বছর আগে স্থানীয় অজয় বর্মনের কাছ থেকে সুদে এক লক্ষ টাকা ধার নিয়েছিলেন । নব্বই হাজার টাকা পরিশোধ করেছেন । কিন্তু বাকি দশ হাজার টাকার জন্য অজয় বর্মন দীনেশবাবুকে লাগাতার হুমকি দিতে থাকতেন বলে অভিযোগ । এমনকি টাকা পরিশোধ করতে দীনেশবাবু কিছুটা সময় চাইলেও তা মানতে চায়নি অজয় বর্মন । টাকা পরিশোধ না করায় দীনেশবাবুকে মারধোর করে অজয় বর্মন ও লক্ষ্মণ বর্মন । পাশাপাশি তাঁর মেয়ের উদ্দেশ্যে কটুক্তি করে বলে অভিযোগ ।

অভিযোগ গতকাল বিকেলে দীনেশবাবু বাজারে গেলে সেখানে অজয় বর্মন ও লক্ষ্মণ বর্মন তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করে । বাড়ি এসে দীনেশ বর্মন রাতে খাওয়াদাওয়া করে শুয়ে পড়েন । দীনেশবাবুর স্ত্রী সকালে উঠে দেখেন দীনেশবাবু বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনা জানাজানি হতেই আশপাশ থেকে বহু মানুষ ছুটে আসেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ । দীনেশবাবুর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় তারা ।

আরও পড়ুন : পানীয় জলের দাবিতে পথ অবরোধ অন্ডালে

এই ঘটনায় দীনেশবাবুর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অজয় বর্মন ও লক্ষ্মণ বর্মনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । দীনেশবাবুর ছেলে বিষ্ণু বর্মন যাদের জন্য তাঁর বাবা আত্মহত্যা করেছেন, তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.