ETV Bharat / state

রায়গঞ্জে গম বোঝাই লরিতে আগুন - শর্ট সার্কিট

দাঁড়িয়ে থাকা গম বোঝাই লরিতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল রায়গঞ্জের ডালখোলা থানার মিঠাপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে।

34 নম্বর জাতীয় সড়ক
34 নম্বর জাতীয় সড়ক
author img

By

Published : Aug 9, 2021, 2:02 PM IST

রায়গঞ্জ, 9 অগস্ট : উত্তর দিনাজপুরের রায়গঞ্জের 34 নম্বর জাতীয় সড়কে গতকাল হঠাৎই দাঁড়িয়ে থাকা গম বোঝাই লরিতে আগুন লেগে যায় ৷ যার জেরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ৷ স্থানীয় বাসিন্দারাই আগুন দেখে খবর দেন ডালখোলা থানা ও দমকলবাহিনীকে । দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ৷ তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও লরি এবং লরিতে থাকা গম ভস্মীভূত হয়ে যায়।

পুলিশ ও দমকলবাহিনীর প্রাথমিক অনুমান লরি থেকে শর্ট সার্কিট হয়েই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে । সন্তোষ কুমার পোদ্দার নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ডালখোলা থানার মিঠাপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর গম বোঝাই একটি লরি দাঁড়িয়েছিল। আচমকাই তিনি দেখতে পান লরিটিতে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে লরির কেবিনে আগুন ছড়িয়ে যায়। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন লাগায় আতঙ্কের সৃষ্টি হয় তাদের মধ্যে ৷ স্থানীয় বাসিন্দারাই দমকলবাহিনীকে খবর দেয়।

গম বোঝাই লরিতে আগুন

আরও পড়ুন : Raiganj Bridge : পালাবদলেও দুর্দশা ঘোচেনি, চাঁদা তুলে সেতু তৈরির উদ্যোগ গ্রামবাসীদের

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডালখোলা থানার পুলিশ এসে পৌঁছায় ডালখোলার দমকলবাহিনীর দুটি ইঞ্জিন ৷ আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতিগ্রস্ত হয় লরি ও লরিতে থাকা প্রচুর গম।

রায়গঞ্জ, 9 অগস্ট : উত্তর দিনাজপুরের রায়গঞ্জের 34 নম্বর জাতীয় সড়কে গতকাল হঠাৎই দাঁড়িয়ে থাকা গম বোঝাই লরিতে আগুন লেগে যায় ৷ যার জেরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ৷ স্থানীয় বাসিন্দারাই আগুন দেখে খবর দেন ডালখোলা থানা ও দমকলবাহিনীকে । দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ৷ তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও লরি এবং লরিতে থাকা গম ভস্মীভূত হয়ে যায়।

পুলিশ ও দমকলবাহিনীর প্রাথমিক অনুমান লরি থেকে শর্ট সার্কিট হয়েই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে । সন্তোষ কুমার পোদ্দার নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ডালখোলা থানার মিঠাপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর গম বোঝাই একটি লরি দাঁড়িয়েছিল। আচমকাই তিনি দেখতে পান লরিটিতে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে লরির কেবিনে আগুন ছড়িয়ে যায়। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন লাগায় আতঙ্কের সৃষ্টি হয় তাদের মধ্যে ৷ স্থানীয় বাসিন্দারাই দমকলবাহিনীকে খবর দেয়।

গম বোঝাই লরিতে আগুন

আরও পড়ুন : Raiganj Bridge : পালাবদলেও দুর্দশা ঘোচেনি, চাঁদা তুলে সেতু তৈরির উদ্যোগ গ্রামবাসীদের

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডালখোলা থানার পুলিশ এসে পৌঁছায় ডালখোলার দমকলবাহিনীর দুটি ইঞ্জিন ৷ আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতিগ্রস্ত হয় লরি ও লরিতে থাকা প্রচুর গম।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.