ETV Bharat / state

Parcel Blast in Hemtabad : পার্সেল খুলতেই বিস্ফোরণ, হেমতাবাদে জখম 4 - পার্সেল খুলতেই বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

টোটোচালক এসে একটি পার্সেল দিয়ে যান হেমতাবাদের ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীকে ৷ সেই পার্সেল খুলতেই বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ৷ ঘটনায় জখম হয়েছেন 4 জন (Parcel Blast in Hemtabad) ৷

Blast in Hemtabad
পার্সেল খুলতেই বিস্ফোরণ, হেমতাবাদে জখম 4
author img

By

Published : Jan 21, 2022, 6:42 PM IST

Updated : Jan 21, 2022, 7:15 PM IST

রায়গঞ্জ, 21 জানুয়ারি : টোটোচালক পার্সেল দিয়ে গেলে তা খুলতেই বিস্ফোরণ ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাহারাইল গ্রামে । বিস্ফোরণে আহত হয়েছেন 4 জন । আহতদের দ্রুত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ থানার পুলিশ (4 people injured by Blast in Hemtabad) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদের বাহারাইল গ্রামে ওষুধের ব্যবসা করেন বাবলু চৌধুরী । শুক্রবার বিকেল নাগাদ এক মহিলা যাত্রী নিয়ে এক টোটোচালক তাঁর দোকানে এসে জানান, তাঁর একটি পার্সেল আছে । পার্সেলের ওপরে তাঁর নাম এবং ফোন নম্বর লেখা ছিল ৷ ফলে পার্সেলটি নিয়ে নেন তিনি ৷ পরে তিনি পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে গুরুতর আহত হন ওই দোকানে থাকা তপন রায় এবং মহম্মদ সফুরও ।

পার্সেল খুলতেই বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ৷

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

আহত বাবলু চৌধুরী বলেন, ‘‘একজন টোটোচালক এসে পার্সেল দিয়ে যায় ৷ আমার নাম, ফোন নম্বর লেখা থাকায় পার্সেলটা নিই ৷ পরে খুলতেই জোরে আওয়াজ করে ফেটে যায় ৷ এর বেশি কিছু বলতে পারব না ৷’’ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ব্লক হেমতাবাদের বাহারাইলে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন । ওই টোটোচালক ও মহিলা যাত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

রায়গঞ্জ, 21 জানুয়ারি : টোটোচালক পার্সেল দিয়ে গেলে তা খুলতেই বিস্ফোরণ ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাহারাইল গ্রামে । বিস্ফোরণে আহত হয়েছেন 4 জন । আহতদের দ্রুত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ থানার পুলিশ (4 people injured by Blast in Hemtabad) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদের বাহারাইল গ্রামে ওষুধের ব্যবসা করেন বাবলু চৌধুরী । শুক্রবার বিকেল নাগাদ এক মহিলা যাত্রী নিয়ে এক টোটোচালক তাঁর দোকানে এসে জানান, তাঁর একটি পার্সেল আছে । পার্সেলের ওপরে তাঁর নাম এবং ফোন নম্বর লেখা ছিল ৷ ফলে পার্সেলটি নিয়ে নেন তিনি ৷ পরে তিনি পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে গুরুতর আহত হন ওই দোকানে থাকা তপন রায় এবং মহম্মদ সফুরও ।

পার্সেল খুলতেই বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ৷

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

আহত বাবলু চৌধুরী বলেন, ‘‘একজন টোটোচালক এসে পার্সেল দিয়ে যায় ৷ আমার নাম, ফোন নম্বর লেখা থাকায় পার্সেলটা নিই ৷ পরে খুলতেই জোরে আওয়াজ করে ফেটে যায় ৷ এর বেশি কিছু বলতে পারব না ৷’’ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ব্লক হেমতাবাদের বাহারাইলে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন । ওই টোটোচালক ও মহিলা যাত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

Last Updated : Jan 21, 2022, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.