ETV Bharat / state

রায়গঞ্জে 150 বোতল কাফ সিরাপ উদ্ধার, ধৃত 4

author img

By

Published : Dec 28, 2020, 6:25 PM IST

বিহারের গাড়ি থেকে উদ্ধার 150 বোতল কাফ সিরাপ । ধৃতদের 4 দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ বিচারকের । তদন্ত শুরু করেছে পুলিশ ।

কিষাণগঞ্জের কানকি বাসস্ট্যান্ডে 150 বোতল কফ সিরাপ উদ্ধার, ধৃত 4
কিষাণগঞ্জের কানকি বাসস্ট্যান্ডে 150 বোতল কফ সিরাপ উদ্ধার, ধৃত 4

রায়গঞ্জ, 28 ডিসেম্বর : রায়গঞ্জের কানকি বাসস্ট্যান্ড থেকে উদ্ধার 150 বোতল কাফ সিরাপ । ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ । ধৃতদের 4 দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক । তদন্ত শুরু করেছে পুলিশ । অপরদিকে বিহার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিহারে অসামাজিক কাজের জন্য একাধিক মামলা ঝুলছে ।

আরও পড়ুন : 13 লাখ টাকার কাফ সিরাপ উদ্ধার শিলিগুড়িতে

শনিবার রাতে কানকি বাসস্ট্যান্ডে কানকি ফাঁড়ির পুলিশ নাকা চেকিং চালায় । সেই সময় কিষাণগঞ্জ থেকে ডালখোলাগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 150 বোতল কাফ সিরাপ উদ্ধার করে । চারজনকে গ্রেপ্তার করে । গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । গতকাল ইসলামপুর আদালতে তোলা হয় ।

ধৃতদের নাম চন্দ্র শেখর কুমার, শম্ভু কুমার সিং, মন্দেশ কুমার সিং এবং অঙ্কুশ কুমার সিং । ধৃতরা বিহারের বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে বিহার পুলিশকে লিখিত আবেদন করা হয়েছে । কোথায় এই বিপুল পরিমাণ কাফ সিরাপ সরবরাহ করা হত তা নিয়ে তদন্ত চলছে । কফ সিরাপের পাচারের নামে ডালখোলায় কোনও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত কি না তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার আড়াই লাখ টাকার কাফ সিরাপ

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার বলেন, "ধৃতদের বিরুদ্ধে কী কী মামলা ঝুলছে তা জানাতে বিহার পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে । ধৃতরা যে গাড়িটি ব্যবহার করেছিল সেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে । কাফ সিরাপ ছাড়া আর কোন কোন নিষিদ্ধ জিনিস পাচার করত তার জিজ্ঞাসাবাদ চলছে ।"

রায়গঞ্জ, 28 ডিসেম্বর : রায়গঞ্জের কানকি বাসস্ট্যান্ড থেকে উদ্ধার 150 বোতল কাফ সিরাপ । ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ । ধৃতদের 4 দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক । তদন্ত শুরু করেছে পুলিশ । অপরদিকে বিহার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিহারে অসামাজিক কাজের জন্য একাধিক মামলা ঝুলছে ।

আরও পড়ুন : 13 লাখ টাকার কাফ সিরাপ উদ্ধার শিলিগুড়িতে

শনিবার রাতে কানকি বাসস্ট্যান্ডে কানকি ফাঁড়ির পুলিশ নাকা চেকিং চালায় । সেই সময় কিষাণগঞ্জ থেকে ডালখোলাগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 150 বোতল কাফ সিরাপ উদ্ধার করে । চারজনকে গ্রেপ্তার করে । গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । গতকাল ইসলামপুর আদালতে তোলা হয় ।

ধৃতদের নাম চন্দ্র শেখর কুমার, শম্ভু কুমার সিং, মন্দেশ কুমার সিং এবং অঙ্কুশ কুমার সিং । ধৃতরা বিহারের বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে বিহার পুলিশকে লিখিত আবেদন করা হয়েছে । কোথায় এই বিপুল পরিমাণ কাফ সিরাপ সরবরাহ করা হত তা নিয়ে তদন্ত চলছে । কফ সিরাপের পাচারের নামে ডালখোলায় কোনও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত কি না তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার আড়াই লাখ টাকার কাফ সিরাপ

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার বলেন, "ধৃতদের বিরুদ্ধে কী কী মামলা ঝুলছে তা জানাতে বিহার পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে । ধৃতরা যে গাড়িটি ব্যবহার করেছিল সেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে । কাফ সিরাপ ছাড়া আর কোন কোন নিষিদ্ধ জিনিস পাচার করত তার জিজ্ঞাসাবাদ চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.