ETV Bharat / state

রায়গঞ্জে বাজেয়াপ্ত 5 লাখ টাকার ব্রাউন সুগার, ধৃত 4 - ব্রাউন সুগার উদ্ধার

ধৃতরা কীভাবে এত পরিমান ব্রাউন সুগার পেয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ ও করণদিঘী থানার পুলিশ ।

রায়গঞ্জের খবর
ব্রাউন সুগার উদ্ধার
author img

By

Published : Nov 20, 2020, 11:02 PM IST

রায়গঞ্জ, 20 নভেম্বর : রায়গঞ্জ পুলিশ জেলার দু'টি পৃথক থানা এলাকা থেকে প্রায় 5 লাখ টাকার ব্রাউন সুগার-সহ 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ । এদের মধ্যে তিনজনকে রায়গঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে । অন্য একজনকে করণদিঘী থানার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করেছেন । পুলিশ সূত্রে খবর, রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন এলাকায় ব্রাউন সুগারের রমরমিয়ে কারবার চলছে । অভিযান চালিয়েও এই কারবার রোখা সম্ভব হচ্ছে না ।

গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলিক ফরেস্ট এলাকা থেকে যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত তিনজনের নাম অসিত সরকার, ভীম সাহা ও শেখ মুন্না । ধৃতদের বাড়ি যথাক্রমে রায়গঞ্জ পুলিশ থানা এলাকার দেবীনগর, রবীন্দ্রপল্লী এবং শক্তিনগর এলাকায় । এদের থেকে মোট 72.335 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে । তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ । অন্যদিকে গতকাল একটি মোটর বাইকে চেপে রায়গঞ্জ থানা এলাকার অভিজিৎ সাহা নামে এক যুবক 15 গ্রাম ব্রাউন সুগার-সহ ধরা পড়ে করণদিঘী থানার পুলিশের হাতে । তার বিরুদ্ধেও নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতরা কীভাবে এত পরিমান ব্রাউন সুগার পেয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দুই থানা । এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও খোঁজখবর নিচ্ছে পুলিশ ।

রায়গঞ্জের খবর
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের ছবি

মাদক উদ্ধারের বিষয়ে রায়গঞ্জের পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "আমরা কোনওভাবেই রায়গঞ্জ পুলিশ জেলার কোন থানায় এলাকায় মাদকের কারবারিদের স্বস্তিতে থাকতে দেব না । কোনওভাবেই এই কারবারিরা যাতে যুব সম্প্রদায়কে শেষ করে না দেয় সে বিষয়ে নজর রাখা হবে । আমরা সবসময় সজাগ রয়েছি ।"

রায়গঞ্জ, 20 নভেম্বর : রায়গঞ্জ পুলিশ জেলার দু'টি পৃথক থানা এলাকা থেকে প্রায় 5 লাখ টাকার ব্রাউন সুগার-সহ 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ । এদের মধ্যে তিনজনকে রায়গঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে । অন্য একজনকে করণদিঘী থানার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করেছেন । পুলিশ সূত্রে খবর, রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন এলাকায় ব্রাউন সুগারের রমরমিয়ে কারবার চলছে । অভিযান চালিয়েও এই কারবার রোখা সম্ভব হচ্ছে না ।

গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলিক ফরেস্ট এলাকা থেকে যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত তিনজনের নাম অসিত সরকার, ভীম সাহা ও শেখ মুন্না । ধৃতদের বাড়ি যথাক্রমে রায়গঞ্জ পুলিশ থানা এলাকার দেবীনগর, রবীন্দ্রপল্লী এবং শক্তিনগর এলাকায় । এদের থেকে মোট 72.335 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে । তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ । অন্যদিকে গতকাল একটি মোটর বাইকে চেপে রায়গঞ্জ থানা এলাকার অভিজিৎ সাহা নামে এক যুবক 15 গ্রাম ব্রাউন সুগার-সহ ধরা পড়ে করণদিঘী থানার পুলিশের হাতে । তার বিরুদ্ধেও নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতরা কীভাবে এত পরিমান ব্রাউন সুগার পেয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দুই থানা । এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও খোঁজখবর নিচ্ছে পুলিশ ।

রায়গঞ্জের খবর
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের ছবি

মাদক উদ্ধারের বিষয়ে রায়গঞ্জের পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "আমরা কোনওভাবেই রায়গঞ্জ পুলিশ জেলার কোন থানায় এলাকায় মাদকের কারবারিদের স্বস্তিতে থাকতে দেব না । কোনওভাবেই এই কারবারিরা যাতে যুব সম্প্রদায়কে শেষ করে না দেয় সে বিষয়ে নজর রাখা হবে । আমরা সবসময় সজাগ রয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.