রায়গঞ্জ, 10 মে : কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। অন্যদের মতো আটকে পড়েছিল তারাও । এদিকে হাতে অর্থও শেষ । তাই হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে তারা । শিশু ও মহিলা সহ 30 জন রয়েছে এই দলটিতে । আজ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় বিশ্রাম নিতে দেখা গেল তাদের ।
মাস চারেক আগে অন্ধ্রপ্রদেশে গিয়েছিল হরিরামপুরের 30 জন । সব ঠিকঠাকই চলছিল। এরই মাঝে কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি হয় লকডাউন । বন্ধ হয়ে যায় কাজ । মালিক বাড়ি চলে যেতে বলেন । লকডাউনের জেরে বাস, ট্রেন পরিষেবা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি । তাই হেঁটেই হরিরামপুরের উদ্দেশে রওনা দেয় তারা ।
অন্ধ্রপ্রদেশ পুলিশ তাদের দেখতে পেয়ে একটি গাড়িতে বিহার পর্যন্ত পৌঁছে দেয়। সেখান থেকে কিছুদূর হাঁটার পর বিহার পুলিশের নজরে আসে। বিহার পুলিশও তাদের পূর্ণিয়া মোড়ে নামিয়ে দেয়। সেখান থেকে হেঁটে আজ দুপুরে রায়গঞ্জ থানার শিলিগুড়ি মোড়ে পৌঁছায় তারা ।একটু বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করে ।
বাচ্চু সোরেন বলেন, "শনিবার রাতে খাবার খেয়েছি । তারপর আর কিছু পেটে পড়েনি। হাতে কিছু টাকা ছিল তা দিয়ে 3 শিশুকে খাবার ও জল কিনে দেওয়া হয়েছে। হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছি।"