ETV Bharat / state

23 মাসেই ময়ূখের মুখে GK-র খই ফুটছে - North dinajpore

বয়স মাত্র ২৩ মাস । মুখে ঠিক মত বুলি ফোটেনি। ওই আধো বুলি নিয়েই রাজ্যের 23 টি জেলার নাম , দেশের 29 টি রাজ্য ও তাদের রাজধানীর নাম বলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ময়ূখ ।

ময়ূখ বর্মণ
author img

By

Published : Jul 17, 2019, 6:04 PM IST

Updated : Jul 17, 2019, 7:58 PM IST

চোপড়া, 17 জুলাই : ময়ূখ বর্মণের বয়স মাত্র ২৩ মাস । বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ায় । এই বয়েসের আর পাঁচটা শিশুর মত তার মুখেও ঠিক মত বুলি ফোটেনি। কিন্তু ওই আধো বুলি নিয়েই যখন ময়ূখ অনায়াসে রাজ্যের 23 টি জেলার নাম , দেশের 29 টি রাজ্য ও তাদের রাজধানীর নাম বলতে শুরু করে, তখন অবাক না হয়ে উপায় নেই । 23 মাসেই ময়ূখের মুখে যেন GK-র খই ফুটছে । প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর নাম শুধু জিজ্ঞেস করার অপেক্ষা । ময়ূক পলক ফেলার আগেই উত্তর দিয়ে দেয় ।

ভিডিয়োয় দেখুন


ময়ূখের মা যখন তাকে পড়তে বসান তখনও সে খেলনা হাতছাড়া করে না । কিন্তু খেলার মাঝেই পড়তে পড়তে রাজ্য ও দেশের বিভিন্ন ব্যক্তিদের নাম সে ঠোঁটস্থ করে ফেলেছে । ছোট্ট ময়ূখের প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী । বাবা রাজু বর্মণ জানান, মাত্র ১৫ মাস বয়স থেকেই ময়ূখ যা শুনত তাই মনে রেখে বলতে পারত । তাঁরা চাইছেন ময়ূখের প্রতিভার যেন সঠিক বিকাশ হয় ।

উল্লেখ্য, ময়ূখের মতোই প্রতিভাধর কৌটিল্য পণ্ডিত । 2011 সালে হরিয়ানার কার্নালের এই শিশুটি শিরোনামে এসেছিল তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য । বিভিন্ন জনপ্রিয় টিভি শোতে অংশগ্রহণ করে সে তাক লাগিয়ে দিয়েছিল । তার গুণমুগ্ধদের তালিকায় ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি APJ আবদুল কালামও । পরে তার নামই হয়ে যায় "গুগল বয়" । উত্তর দিনাজপুরের ময়ূখও অচিরেই এমন পরিচিতি পাবে বলে মনে করছে তার প্রতিবেশীরা ।

চোপড়া, 17 জুলাই : ময়ূখ বর্মণের বয়স মাত্র ২৩ মাস । বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ায় । এই বয়েসের আর পাঁচটা শিশুর মত তার মুখেও ঠিক মত বুলি ফোটেনি। কিন্তু ওই আধো বুলি নিয়েই যখন ময়ূখ অনায়াসে রাজ্যের 23 টি জেলার নাম , দেশের 29 টি রাজ্য ও তাদের রাজধানীর নাম বলতে শুরু করে, তখন অবাক না হয়ে উপায় নেই । 23 মাসেই ময়ূখের মুখে যেন GK-র খই ফুটছে । প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর নাম শুধু জিজ্ঞেস করার অপেক্ষা । ময়ূক পলক ফেলার আগেই উত্তর দিয়ে দেয় ।

ভিডিয়োয় দেখুন


ময়ূখের মা যখন তাকে পড়তে বসান তখনও সে খেলনা হাতছাড়া করে না । কিন্তু খেলার মাঝেই পড়তে পড়তে রাজ্য ও দেশের বিভিন্ন ব্যক্তিদের নাম সে ঠোঁটস্থ করে ফেলেছে । ছোট্ট ময়ূখের প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী । বাবা রাজু বর্মণ জানান, মাত্র ১৫ মাস বয়স থেকেই ময়ূখ যা শুনত তাই মনে রেখে বলতে পারত । তাঁরা চাইছেন ময়ূখের প্রতিভার যেন সঠিক বিকাশ হয় ।

উল্লেখ্য, ময়ূখের মতোই প্রতিভাধর কৌটিল্য পণ্ডিত । 2011 সালে হরিয়ানার কার্নালের এই শিশুটি শিরোনামে এসেছিল তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য । বিভিন্ন জনপ্রিয় টিভি শোতে অংশগ্রহণ করে সে তাক লাগিয়ে দিয়েছিল । তার গুণমুগ্ধদের তালিকায় ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি APJ আবদুল কালামও । পরে তার নামই হয়ে যায় "গুগল বয়" । উত্তর দিনাজপুরের ময়ূখও অচিরেই এমন পরিচিতি পাবে বলে মনে করছে তার প্রতিবেশীরা ।

Intro:চোপড়া,১৭জুলাইঃ- বয়স মাত্র ২৩ মাস,কথা অস্পষ্ট। তবে এই বয়সেই অনায়াসে গড়গড় করে ভারতের সবকটি রাজ্য ও তাদের রাজধানীর নাম বলতে সক্ষম ময়ূখ বর্মন।শুধুমাত্র ভারতের নয় বিশ্বের প্রায় ৩২ টি দেশ ও তাদের রাজধানীর নামও বলতে পারে সে।প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি,মুখ্যমন্ত্রীর নামও ঠোটস্থ।২৩ মাসের এই ছোট্ট শিশুর বিরল প্রতিভা দেখে চমকে উঠছেন এলাকাবাসীরা।শিশুর বাবা রাজু বর্মনের অবশ্য দাবি ১৫ মাস বয়স থেকেই সবকথা বলতে পারে সে।মায়ের তালিমেই সাধারণ জ্ঞান বেড়েছে ময়ূখের।

এদিন চোপড়ার দাসপাড়ায় রাজু বর্মনের বাড়িতে গিয়ে দেখা গেল ছোট্ট শিশুটি মনের আনন্দে খেলছে।তার মা তাকে বিভিন্ন রাজ্যের নাম বলতেই সেখানকার রাজধানীর নাম অকপটে বলে ফেলছে সে।ভারতের জাতীয় পশু,পাখি,ফুল,ফল সবই তার ঠোটের গোড়ায়।প্রশ্ন করলেই মিলছে উত্তর।যদিও কিছুটা অস্পষ্ট কথাগুলো শুনতে একটু কষ্ট হয়।তবে মন দিয়ে শোনার চেষ্টা করলেই বোঝা যাবে সবটা।

রাজুবাবু বলেন,আমাদের ছেলের এমন প্রতিভা সম্পর্কে ওর ১৫ মাস বয়স থেকে বুঝতে পারি।তাকে কিছু জানতে চাওয়া হলেই চটজলদি উত্তর দিতে সক্ষম ছিল সে।ওর এই প্রতিভা বিকাশের জন্য কাজ করব।

বাইট--রাজু বর্মন।।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।।Body:আহConclusion:স্ন
Last Updated : Jul 17, 2019, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.