ETV Bharat / state

করণদিঘির মেলায় রাইডস ভেঙে আহত 14 - rides

মেলায় রাইডস ভেঙে আহত 14 জন । তাদের করণদিঘি গ্রামীণ হাসপাতাল ভরতি করা হয়েছে । পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Apr 20, 2019, 4:47 PM IST

Updated : Apr 20, 2019, 11:55 PM IST

রায়গঞ্জ, 20 এপ্রিল : মেলা চলাকালীন রাইডস ভেঙে গুরুতর আহত হলেন 14 জন । উত্তর দিনাজপুর জেলার করণদিঘির ঘটনা । আহতদের করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে । তাদের মধ্যে পাঁচজন মহিলা ও তিনজন শিশু।

প্রতিবছর বাংলা নববর্ষ উপলক্ষ্যে করণদিঘি শিরুয়া মেলা বসে । একমাস ধরে চলে এই মেলা । গতরাতে মেলায় প্রচুর ভিড় হয়েছিল । মেলায় ছিল ড্রাগন গাড়ি ও নাগরদোলা । গতরাতে যাত্রীবোঝাই ড্রাগন গাড়ির দুটো বগি উলটে যায় । আহত হয় বেশ কয়েকজন । তাদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আর একটি দুর্ঘটনা ঘটে ওই মেলাতেই । নাগরদোলার একটি অংশ ভেঙে পড়ে । এই ঘটনাতেও আহত হন কয়েকজন । মেলায় পর পর দুটি দুর্ঘটনার জেরে হুড়োহুড়ি পড়ে যায় । আহতদের প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর থাকায় তাদের রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । মেলায় এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ । আপাতত মেলা বন্ধ রাখা হয়েছে ।

রায়গঞ্জ, 20 এপ্রিল : মেলা চলাকালীন রাইডস ভেঙে গুরুতর আহত হলেন 14 জন । উত্তর দিনাজপুর জেলার করণদিঘির ঘটনা । আহতদের করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে । তাদের মধ্যে পাঁচজন মহিলা ও তিনজন শিশু।

প্রতিবছর বাংলা নববর্ষ উপলক্ষ্যে করণদিঘি শিরুয়া মেলা বসে । একমাস ধরে চলে এই মেলা । গতরাতে মেলায় প্রচুর ভিড় হয়েছিল । মেলায় ছিল ড্রাগন গাড়ি ও নাগরদোলা । গতরাতে যাত্রীবোঝাই ড্রাগন গাড়ির দুটো বগি উলটে যায় । আহত হয় বেশ কয়েকজন । তাদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আর একটি দুর্ঘটনা ঘটে ওই মেলাতেই । নাগরদোলার একটি অংশ ভেঙে পড়ে । এই ঘটনাতেও আহত হন কয়েকজন । মেলায় পর পর দুটি দুর্ঘটনার জেরে হুড়োহুড়ি পড়ে যায় । আহতদের প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর থাকায় তাদের রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । মেলায় এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ । আপাতত মেলা বন্ধ রাখা হয়েছে ।

sample description
Last Updated : Apr 20, 2019, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.