বেলঘরিয়া , 29 নভেম্বর : বেলঘরিয়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হল এক যুবক । শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে বেলঘরিয়ার আদর্শনগরে । আহত যুবকের নাম শুভঙ্কর পাল । তাঁর বাড়ি নিমতার রবীন্দ্রনগরে । আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । তবে কী কারণে তাঁকে দুষ্কৃতীরা গুলি করল, তা অবশ্য জানা যায়নি ।
শুভঙ্কর স্থানীয় একটি ব্যাগের কারখানায় কাজ করেন । প্রতিদিন সন্ধের পরে আদর্শনগরের একটি মিষ্টির দোকানের সামনে বন্ধুদের সঙ্গে তিনি গল্প করতেন । শনিবার রাতে গল্প সেরে বাড়ি ফেরার সময় ওই মিষ্টির দোকানের সামনেই দুষ্কৃতীরা তাঁকে গুলি করে । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
ঘটনায় স্থানীয় ওই মিষ্টির দোকানের যোগ উঠে আসছে । পুলিশ সূত্রে খবর, ওই দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । মিষ্টির দোকানের মালিক অজয় বাড়ুইকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । মিষ্টির দোকানটি সিল করে দেওয়া হয়েছে ।