ETV Bharat / state

Youth kills mother: মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের

author img

By

Published : Apr 4, 2023, 10:05 PM IST

মাকে শ্বাসরোধ করে হত্যা করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করল ছেলে । নারায়ণপুর থানা এলাকার পূর্বাচলের ঘটনা ।

son kills mother
মাকে শ্বাসরোধ করে হত্যা
মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের

বিধাননগর, 4 এপ্রিল: মাকে শ্বাসরোধ করে হত্যা করেন ৷ এরপর নিজেই থানায় গিয়ে দোষ স্বীকার করে আত্মসমর্পণ করলেন 'গুণধর' ছেলে ৷ ঘটনাটি ঘটেছে নারায়ণপুর এলাকার পূর্বাচল 21 নম্বর লেনে ৷ নারায়ণপুর থানায় গিয়ে যুবক মঙ্গলবার আত্মসমর্পণ করেন । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । যুবকের নাম সোমনাথ সাঁতরা ৷ তাঁর বয়স 30 বছর ৷ মৃতের নাম লক্ষ্মী সাঁতরা ৷ বয়স 49 বছর ৷ নারায়ণপুর পূর্বাচল 21 নম্বর লেনেই থাকতেন তাঁরা । সেখানেই এই কাণ্ড ঘটায় ছেলে ৷

জানা গিয়েছে, কয়েক মাস ছেলে সোমনাথ সাঁতরার কাজ চলে যায় । এরপর তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান । সেইভাবে কোনও কাজকর্ম করতেন না সোমনাথ । যার ফলে আর্থিক অনটনে চলছিল পরিবারে । এমনকী সোমনাথ সাঁতরা বিবাহিত হলেও তাঁর স্ত্রী বাড়িতে থাকতেন না । সূত্রের খবর, কাজ ও স্ত্রী না-থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । সোমবার রাতে মায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হয় তাঁর । এরপর মাকে শ্বাসরোধ করে হত্যা করেন । তারপর নিজেই নারায়ণপুর থানায় গিয়ে মাকে খুন করার কথা স্বীকার করেন । সোমনাথের কথা শোনার পর পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পুলিশ গিয়ে লক্ষ্মী সাঁতরার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

তবে এই হত্যার পিছনে মানসিক অবসাদ, আর্থিক অনটন নাকি, অন্য কোনও বিষয় রয়েছে তা তদন্ত করে দেখছে নারায়ণপুর থানার পুলিশ। প্রতিবেশী মাধবী মল্লিক বলেন, "আগে থেকে কিছুই জানতে পারিনি ৷ ঘুণাক্ষরেও টের পায়নি ওই বাড়িতে দেহ রয়েছে ৷ সকাল বেলায় উঠে দেখলাম রাস্তায় অনেক পুলিশ ৷ তাদেরকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম ওই বাড়িতে খুন হয়েছে ৷ গামছা দিয়ে ফাঁস দিয়ে মাকে মেরেছে ছেলেটি ৷ পরে নিজেও মরতে গিয়েছিল বলে জানতে পেরেছি ৷ কিন্তু সে মরতে পারেনি ৷ শুধু নিজেকে আঘাত করেছে ৷"

আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ, আটক অভিযুক্ত

মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের

বিধাননগর, 4 এপ্রিল: মাকে শ্বাসরোধ করে হত্যা করেন ৷ এরপর নিজেই থানায় গিয়ে দোষ স্বীকার করে আত্মসমর্পণ করলেন 'গুণধর' ছেলে ৷ ঘটনাটি ঘটেছে নারায়ণপুর এলাকার পূর্বাচল 21 নম্বর লেনে ৷ নারায়ণপুর থানায় গিয়ে যুবক মঙ্গলবার আত্মসমর্পণ করেন । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । যুবকের নাম সোমনাথ সাঁতরা ৷ তাঁর বয়স 30 বছর ৷ মৃতের নাম লক্ষ্মী সাঁতরা ৷ বয়স 49 বছর ৷ নারায়ণপুর পূর্বাচল 21 নম্বর লেনেই থাকতেন তাঁরা । সেখানেই এই কাণ্ড ঘটায় ছেলে ৷

জানা গিয়েছে, কয়েক মাস ছেলে সোমনাথ সাঁতরার কাজ চলে যায় । এরপর তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান । সেইভাবে কোনও কাজকর্ম করতেন না সোমনাথ । যার ফলে আর্থিক অনটনে চলছিল পরিবারে । এমনকী সোমনাথ সাঁতরা বিবাহিত হলেও তাঁর স্ত্রী বাড়িতে থাকতেন না । সূত্রের খবর, কাজ ও স্ত্রী না-থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । সোমবার রাতে মায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হয় তাঁর । এরপর মাকে শ্বাসরোধ করে হত্যা করেন । তারপর নিজেই নারায়ণপুর থানায় গিয়ে মাকে খুন করার কথা স্বীকার করেন । সোমনাথের কথা শোনার পর পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পুলিশ গিয়ে লক্ষ্মী সাঁতরার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

তবে এই হত্যার পিছনে মানসিক অবসাদ, আর্থিক অনটন নাকি, অন্য কোনও বিষয় রয়েছে তা তদন্ত করে দেখছে নারায়ণপুর থানার পুলিশ। প্রতিবেশী মাধবী মল্লিক বলেন, "আগে থেকে কিছুই জানতে পারিনি ৷ ঘুণাক্ষরেও টের পায়নি ওই বাড়িতে দেহ রয়েছে ৷ সকাল বেলায় উঠে দেখলাম রাস্তায় অনেক পুলিশ ৷ তাদেরকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম ওই বাড়িতে খুন হয়েছে ৷ গামছা দিয়ে ফাঁস দিয়ে মাকে মেরেছে ছেলেটি ৷ পরে নিজেও মরতে গিয়েছিল বলে জানতে পেরেছি ৷ কিন্তু সে মরতে পারেনি ৷ শুধু নিজেকে আঘাত করেছে ৷"

আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ, আটক অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.