হাবড়া, 25 এপ্রিল : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রাজিবুল ইসলাম। উত্তর ২৪ পরগনার হাবড়া থানার আরবেলিয়া এলাকার ঘটনা।
কিশোরীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজিবুল তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেছে । কিন্তু সম্প্রতি বিষয়টি জানাজানি হয়ে যায় । 20 এপ্রিল ওই কিশোরীর পরিবার রাজিবুলকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু রাজিবুল কিশোরীর সঙ্গে সম্পর্ক বা সহবাসের কথা অস্বীকার করে। বিয়ে করতে রাজিও হয়নি সে । এরপর হাবড়া থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। ঘটনার তদন্তে নামে পুলিশ। গতরাতে অভিযুক্ত রাজিবুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি কিশোরীর শারীরিক পরীক্ষাও করা হয়েছে হাবড়া হাসপাতালে।
আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হলে, বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।