ETV Bharat / state

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিমান সেবিকার সঙ্গে সহবাসের অভিযোগ, গ্রেপ্তার যুবক - ধর্ষণের অভিযোগ

বিমানে আসা যাওয়ার সুবাদে পরিচয় । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস বিমান সেবিকার সঙ্গে । এমনকী গর্ভপাত করানোরও অভিযোগ ।

rape
rape
author img

By

Published : Aug 24, 2020, 11:06 PM IST

হাড়োয়া, 24 অগাস্ট : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিমান সেবিকার সঙ্গে দিনের পর দিন সহবাস । অভিযোগ, যুবতি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁর গর্ভপাত করিয়ে বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত । উত্তর 24 পরগনার হাড়োয়ার ওই যুবতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গিয়াসউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করল পুলিশ ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি দক্ষিণ 24 পরগনার কাশীপুর থানার শ্যামনগর গ্রামে। বছর দুয়েক আগে হাড়োয়া থানার শালিপুর এলাকার বাসিন্দা ওই যুবতির সঙ্গে পরিচয় হয় গিয়াসউদ্দিনের । যুবতি কলকাতা বিমানবন্দরে কর্মরত । বিমানে আসা যাওয়ার সুবাদে তাঁদের পরিচয় আরও গাঢ় হয় । গিয়াসউদ্দিন ইমারতি দ্রব্যের ব্যবসা করে । ওই যুবতির অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেছে । অন্ত্বঃসত্ত্বা হয়ে পড়লে গিয়াসউদ্দিন জোর করে তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেন বলেও অভিযোগ । কিন্তু, তারপর থেকে সে বিয়ে করতে অস্বীকার করে । এমনকী ফোন নম্বরও ব্লক করে দেয় । এরপর হাড়োয়া থানায় গিয়াসউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবতি ।

গতরাতে কাশিপুর থানার শ্যামনগর গ্রাম থেকে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করে । ধৃত যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বসিরহাট জেলা হাসপাতালে ওই যুবতির মেডিকেল পরীক্ষা হয় । পাশাপাশি বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি গোপন জবানবন্দি দেন । যদিও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ ও গর্ভপাতের ঘটনা অস্বীকার করেছে গিয়াসউদ্দিন । তার পাল্টা অভিযোগ, “ওই বিমান সেবিকা আমার কাছে মোটা টাকা চেয়েছিল । আমি তা দিতে অস্বীকার করায় আমাকে ফাঁসানো হয়েছে ।”

হাড়োয়া, 24 অগাস্ট : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিমান সেবিকার সঙ্গে দিনের পর দিন সহবাস । অভিযোগ, যুবতি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁর গর্ভপাত করিয়ে বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত । উত্তর 24 পরগনার হাড়োয়ার ওই যুবতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গিয়াসউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করল পুলিশ ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি দক্ষিণ 24 পরগনার কাশীপুর থানার শ্যামনগর গ্রামে। বছর দুয়েক আগে হাড়োয়া থানার শালিপুর এলাকার বাসিন্দা ওই যুবতির সঙ্গে পরিচয় হয় গিয়াসউদ্দিনের । যুবতি কলকাতা বিমানবন্দরে কর্মরত । বিমানে আসা যাওয়ার সুবাদে তাঁদের পরিচয় আরও গাঢ় হয় । গিয়াসউদ্দিন ইমারতি দ্রব্যের ব্যবসা করে । ওই যুবতির অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেছে । অন্ত্বঃসত্ত্বা হয়ে পড়লে গিয়াসউদ্দিন জোর করে তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেন বলেও অভিযোগ । কিন্তু, তারপর থেকে সে বিয়ে করতে অস্বীকার করে । এমনকী ফোন নম্বরও ব্লক করে দেয় । এরপর হাড়োয়া থানায় গিয়াসউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবতি ।

গতরাতে কাশিপুর থানার শ্যামনগর গ্রাম থেকে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করে । ধৃত যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বসিরহাট জেলা হাসপাতালে ওই যুবতির মেডিকেল পরীক্ষা হয় । পাশাপাশি বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি গোপন জবানবন্দি দেন । যদিও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ ও গর্ভপাতের ঘটনা অস্বীকার করেছে গিয়াসউদ্দিন । তার পাল্টা অভিযোগ, “ওই বিমান সেবিকা আমার কাছে মোটা টাকা চেয়েছিল । আমি তা দিতে অস্বীকার করায় আমাকে ফাঁসানো হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.