ETV Bharat / state

Ashoknagar Gangrape: অশোকনগরে গণধর্ষণের শিকার পানশালার নর্তকী, গ্রেফতার চার - গণধর্ষণ

Young Woman Allegedly Gangraped in Ashoknagar: উত্তর 24 পরগনার অশোকনগরে নিয়ে গিয়ে পানশালার এক নতর্কীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, ধর্ষণের পর তাঁকে রাস্তার ফেলে দেওয়া হয় ৷ পরে পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে ৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Ashoknagar Gangrape
Ashoknagar Gangrape
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 5:29 PM IST

অশোকনগর, 4 সেপ্টেম্বর: ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে । নির্যাতিতা ওই যুবতী কলকাতার একটি পানশালায় নর্তকীর কাজ করেন বলে জানা গিয়েছে । অভিযোগ, রবিবার রাতে চার যুবক তাঁকে একটি ফাঁকা বাড়তে নিয়ে গিয়ে নেশা করিয়ে ধর্ষণ করে । পরবর্তীতে অশোকনগর এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা । পরে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে যে ধৃতদের নাম হল তন্ময় পাল, আকাশ চক্রবর্তী, টুকাই শিকদার ও গোপাল পাল । তারা অশোকনগর সুভাষপল্লির বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে অশোকনগর এলাকার যশোর রোডের পাশ থেকে অচৈতন্য অবস্থায় এক যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ । পরবর্তীতে তাঁর উপরে হওয়া নির্যাতনের কথা জানতে পারে পলিশ । নির্যাতিতা যুবতী পুলিশ জানিয়েছেন, সম্প্রতি তিনি ব্যক্তিগত একটি সমস্যায় পড়েছেন । যার জন্য তাঁর টাকার প্রয়োজন ছিল । তাঁর দাবি, রবিবার বিকেলে তাঁর পূর্ব পরিচিত আকাশ তাঁকে ঘুরতে যাওয়ার কথা বলে । এবং তাঁকে টাকা দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেয় । তাই নির্যাতিতা আকাশের সঙ্গে দেখা করেন ।

অভিযোগ, আকাশ তাঁকে টুকাই শিকদারের অশোকনগরের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় । সেখানে ধৃত চারজন মিলে মধ্যপান করে এবং নির্যাতিতাকেও করে মদ্যপান করিয়ে অচৈতন্য করে ফেলে । নির্যাতিতার দাবি, নেশাগ্রস্ত অবস্থায় ওই চার যুবক তাঁকে ধর্ষণ করে । পরবর্তীতে হাবরা শ্রীচৈতন্য কমার্স কলেজের সামনে যুবতীকে ফেলে চম্পট দেয় ওই চার যুবক ।

আরও পড়ুন: মন্ত্রীর এলাকায় বিশেষভাবে সক্ষম যুবতীকে স্কুলের ভিতর গণধর্ষণের অভিযোগ

খবর পেয়ে ওই নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ । সেখানে বসেই ওই যুবতী পুলিশের কাছে অভিযুক্ত চার যুবকের নামে অভিযোগ দায়ের করেন । সোমবার সকালে অশোকনগর সুভাষপল্লি এলাকা থেকে ওই চার যুবককে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে । তাদের সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে আজ বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ । আদালত কী নির্দেশ দিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি ৷

অশোকনগর, 4 সেপ্টেম্বর: ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে । নির্যাতিতা ওই যুবতী কলকাতার একটি পানশালায় নর্তকীর কাজ করেন বলে জানা গিয়েছে । অভিযোগ, রবিবার রাতে চার যুবক তাঁকে একটি ফাঁকা বাড়তে নিয়ে গিয়ে নেশা করিয়ে ধর্ষণ করে । পরবর্তীতে অশোকনগর এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা । পরে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে যে ধৃতদের নাম হল তন্ময় পাল, আকাশ চক্রবর্তী, টুকাই শিকদার ও গোপাল পাল । তারা অশোকনগর সুভাষপল্লির বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে অশোকনগর এলাকার যশোর রোডের পাশ থেকে অচৈতন্য অবস্থায় এক যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ । পরবর্তীতে তাঁর উপরে হওয়া নির্যাতনের কথা জানতে পারে পলিশ । নির্যাতিতা যুবতী পুলিশ জানিয়েছেন, সম্প্রতি তিনি ব্যক্তিগত একটি সমস্যায় পড়েছেন । যার জন্য তাঁর টাকার প্রয়োজন ছিল । তাঁর দাবি, রবিবার বিকেলে তাঁর পূর্ব পরিচিত আকাশ তাঁকে ঘুরতে যাওয়ার কথা বলে । এবং তাঁকে টাকা দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেয় । তাই নির্যাতিতা আকাশের সঙ্গে দেখা করেন ।

অভিযোগ, আকাশ তাঁকে টুকাই শিকদারের অশোকনগরের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় । সেখানে ধৃত চারজন মিলে মধ্যপান করে এবং নির্যাতিতাকেও করে মদ্যপান করিয়ে অচৈতন্য করে ফেলে । নির্যাতিতার দাবি, নেশাগ্রস্ত অবস্থায় ওই চার যুবক তাঁকে ধর্ষণ করে । পরবর্তীতে হাবরা শ্রীচৈতন্য কমার্স কলেজের সামনে যুবতীকে ফেলে চম্পট দেয় ওই চার যুবক ।

আরও পড়ুন: মন্ত্রীর এলাকায় বিশেষভাবে সক্ষম যুবতীকে স্কুলের ভিতর গণধর্ষণের অভিযোগ

খবর পেয়ে ওই নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ । সেখানে বসেই ওই যুবতী পুলিশের কাছে অভিযুক্ত চার যুবকের নামে অভিযোগ দায়ের করেন । সোমবার সকালে অশোকনগর সুভাষপল্লি এলাকা থেকে ওই চার যুবককে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে । তাদের সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে আজ বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ । আদালত কী নির্দেশ দিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.