বারাসত, 28 মে : ছয় বছরের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে । অভিযুক্তর বয়স 65 । বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত । দেগঙ্গার বেড়াচাঁপার দেবালয় গ্রামের ঘটনা । অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ ।
গতকাল দেগঙ্গা থানার বাসিন্দা অনুপ দাসের (নাম পরিবর্তিত) বাড়িতে খেলতে গিয়েছিল প্রিয়া (নাম পরিবর্তিত) নামে এক নাবালিকা । অভিযোগ, সেইসময় বাড়িতে আর কেউ না থাকার সুযোগে প্রিয়ার উপর যৌন নির্যাতন চালায় অনুপ । আজ সকালে নাবালিকার কাছ থেকে বিষয়টি জানতে পারে তার অভিভাবকরা । তার শারীরিক পরীক্ষা করানোর পর দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার অভিভাবকরা । অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করে পুলিশ ।
এই ঘটনা সামনে আসার পরই মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিযুক্তের স্ত্রী । তিনি বলেন, "ওর যা শাস্তি হওয়া দরকার, তাই যেন হয় । আমি চাই ওর যেন শাস্তি হয় । "