ETV Bharat / state

লাঠিবাহিনী বানালে তৃণমূলেরই হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে : দিলীপ ঘোষ

"এখন সব জায়গায় পেটন খাচ্ছে । ওটা করতে যাবেন না । তা হলে হাড়গোড়গুলো গুঁড়ো হয়ে যাবে ।" মমতা বন্দ্যোপাধ্যায় যে জয়হিন্দ বাহিনী তৈরির কথা বলেছেন তা নিয়ে এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ ।

author img

By

Published : May 31, 2019, 7:11 PM IST

Updated : May 31, 2019, 7:17 PM IST

দিলীপ ঘোষ

দমদম, 31 মে : আজ কলকাতা বিমানবন্দরে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বললেন, "উনি হেরে গেছেন । গণতন্ত্রে ওনার বিশ্বাস নেই । মানুষ ওনার বিপক্ষে, উনি সেটা মেনে নিতে পারছেন না । উনি যা ভাষার ব্যবহার করেন, তা আমরা ভাবতেও পারি না ।"

গত লোকসভায় রাজ্য থেকে দু'জনই জিতেছিলেন, সেই দু'জনই রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন । আর এবার সংখ্যাটা 18 হলেও মাত্র দু'জন রাষ্ট্রমন্ত্রী হয়েছেন । এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "এবারে দু'জন হয়েছেন, আরও হবে । এরকম তো নয় যে গাড়িতে তালা মেরে দিয়েছে । আমাদের দায়িত্ব ছিল যাতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হন, তার জন্য পর্যাপ্ত সমর্থন দেওয়া । আমার বিশ্বাস বাংলার প্রতি ওনার যা দৃষ্টি আছে পরে আমাদের আরও সুবিধা হবে ।"

নৈহাটি যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে জয় শ্রীরাম বলায় এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে । এবিষয়ে তিনি বলেন, "আমি TV-তে দেখলাম 10 জনকে গ্রেপ্তার করেছে । এখন পশ্চিমবঙ্গের সব জায়গায় জয় শ্রীরাম চলছে । কতজনকে গ্রেপ্তার করবেন ? কত জেল আছে ? এটা কি সুস্থতার লক্ষণ ? জয় শ্রীরাম বলা রাষ্ট্রদ্রোহীতা না কি ? বন্দেমাতরম বললে ব্রিটিশরা গ্রেপ্তার করত । সাজা দিত । ভারতবর্ষে জয় শ্রীরাম বললে যদি কেউ সাজা দেয় তার কি এখানে থাকার অধিকার আছে ?"

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

গতকাল নৈহাটির কর্মসূচি থেকে RSS-র পালটা জয়হিন্দ বাহিনী ও বঙ্গজননী তৈরি করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । লাঠিবাহিনীও তৈরি করবেন । এই শুনে দিলীপবাবু বলেন, "RSS-র কোনও বিকল্প হয় না । সে তো দেখে নিয়েছি লাঠি । এখন সব জায়গায় পেটন খাচ্ছে । ওটা করতে যাবেন না । তা হলে হাড়গোড়গুলো গুঁড়ো হয়ে যাবে ।"

দমদম, 31 মে : আজ কলকাতা বিমানবন্দরে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বললেন, "উনি হেরে গেছেন । গণতন্ত্রে ওনার বিশ্বাস নেই । মানুষ ওনার বিপক্ষে, উনি সেটা মেনে নিতে পারছেন না । উনি যা ভাষার ব্যবহার করেন, তা আমরা ভাবতেও পারি না ।"

গত লোকসভায় রাজ্য থেকে দু'জনই জিতেছিলেন, সেই দু'জনই রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন । আর এবার সংখ্যাটা 18 হলেও মাত্র দু'জন রাষ্ট্রমন্ত্রী হয়েছেন । এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "এবারে দু'জন হয়েছেন, আরও হবে । এরকম তো নয় যে গাড়িতে তালা মেরে দিয়েছে । আমাদের দায়িত্ব ছিল যাতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হন, তার জন্য পর্যাপ্ত সমর্থন দেওয়া । আমার বিশ্বাস বাংলার প্রতি ওনার যা দৃষ্টি আছে পরে আমাদের আরও সুবিধা হবে ।"

নৈহাটি যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে জয় শ্রীরাম বলায় এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে । এবিষয়ে তিনি বলেন, "আমি TV-তে দেখলাম 10 জনকে গ্রেপ্তার করেছে । এখন পশ্চিমবঙ্গের সব জায়গায় জয় শ্রীরাম চলছে । কতজনকে গ্রেপ্তার করবেন ? কত জেল আছে ? এটা কি সুস্থতার লক্ষণ ? জয় শ্রীরাম বলা রাষ্ট্রদ্রোহীতা না কি ? বন্দেমাতরম বললে ব্রিটিশরা গ্রেপ্তার করত । সাজা দিত । ভারতবর্ষে জয় শ্রীরাম বললে যদি কেউ সাজা দেয় তার কি এখানে থাকার অধিকার আছে ?"

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

গতকাল নৈহাটির কর্মসূচি থেকে RSS-র পালটা জয়হিন্দ বাহিনী ও বঙ্গজননী তৈরি করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । লাঠিবাহিনীও তৈরি করবেন । এই শুনে দিলীপবাবু বলেন, "RSS-র কোনও বিকল্প হয় না । সে তো দেখে নিয়েছি লাঠি । এখন সব জায়গায় পেটন খাচ্ছে । ওটা করতে যাবেন না । তা হলে হাড়গোড়গুলো গুঁড়ো হয়ে যাবে ।"

Intro:


দমদম, ৩১মে: শুনেছি 10 জনকে গ্রেপ্তার করেছে। কতজনকে করবে। কত জেল আছে। পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে জয় শ্রী রাম চলছে। ব্রিটিশরা বন্দে মাতরম বললে গ্রেপ্তার করত। এখন জয় শ্রী রাম বললে করছে। জয়শ্রী রাম বলা রাষ্ট্রদ্রোহিতা নাকি। জয় শ্রী রাম বললে সাজা দিলে তার কি থাকার অধিকার আছে। এভাবেই নাম না আজ কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Body:তিনি তৃণমূল সুপ্রিমোর আর এস এসের ধাঁচে পাল্টা বাহিনী তৈরি করার নির্দেশ প্রসঙ্গে বলেন,"আর এস এসের বিকল্প হয়না। সে তো দেখে নিয়েছি লাঠি। এখন তো সব জায়গায় পেটান খাচ্ছে। বলব ওটা করতে যাবেন না লাঠি হাতে তুললে হাড় গোড় গুঁড়ো হয়ে যাবে"। Conclusion: ২ থেকে ১৮ হওয়ায় বিজেপি বঙ্গ ব্রিগেড মোদি মন্ত্রিসভায় ঠাঁই পেয়ে পুরস্কৃত হবে ভেবেছিলেন রাজ্য বিজেপির অনেকেই। কিন্তু এ রাজ্য থেকে নির্বাচিত মাত্র ২ সাংসদ মন্ত্রী হয়েছেন। বিজেপি বঙ্গ ব্রিগেডের অনেকেই হতাশ। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের সাফাই, " এখন দুজন হয়েছে ভবিষ্যতে আরো হবে। আমাদের দায়িত্ব ছিল যাতে মোদি জি প্রধানমন্ত্রী হন তার জন্য সাফিসিয়েন্ট সাংসদ দেওয়া। কিন্তু এমন তো নয় যে কেউ তালা মেরে দিয়েছে। আমার মনে হয় আগামী দিনে বিজেপির আরও সুবিধা হবে"।
Last Updated : May 31, 2019, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.