ETV Bharat / state

WB TET 2022: অ্যাডমিটে ছাপা ভুল ঠিকানায় পৌঁছে বিভ্রান্তি ! ত্রাতা উর্দিধারীরা - ভুল ঠিকানা

টেট (WB TET 2022) পরীক্ষার্থীদের একাংশের অ্যাডমিড কার্ডে (Admit Card) পরীক্ষাকেন্দ্রের (Exam Venue) ভুল ঠিকানা (Wrong Address) ছাপা হয়েছে ৷ যার জেরে চরম নাকাল হতে হল তাঁদের ৷ ত্রাতার ভূমিকায় নামেন পুলিশকর্মীরা ৷

Wrong Address of Exam Venue printed on Admit Card create chaos before WB TET 2022
WB TET 2022: অ্যাডমিটে ছাপা ভুল ঠিকানায় পৌঁছে বিভ্রান্তি ! ত্রাতা উর্দিধারীরা
author img

By

Published : Dec 11, 2022, 12:29 PM IST

Updated : Dec 11, 2022, 5:36 PM IST

অ্যাডমিটে ছাপা ভুল ঠিকানায় পৌঁছে বিভ্রান্তি

বিধাননগর, 11 ডিসেম্বর: ব্য়াগ রাখা নিয়ে অশান্তির খবর মিলছিল সকাল থেকেই ৷ আর এবার সামনে এলে ভুল ঠিকানা নিয়ে জেরবার হওয়ার ঘটনা ৷ পাঁচ বছর পর রবিবার রাজ্যে ফের অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিকে শিক্ষক পদের যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা, অর্থাৎ টেট (WB TET 2022) ৷ অভিযোগ, পরীক্ষার্থীদের একাংশের অ্যাডমিড কার্ডে (Admit Card) পরীক্ষাকেন্দ্রের (Exam Venue) ভুল ঠিকানা (Wrong Address) ছাপা হয়েছে ! যেমন, অন্য়ান্য বিভিন্ন স্কুলের মতো বিধাননগরের লবণহ্রদ বিদ্যাপীঠেও টেট চলছে ৷ এই স্কুলটি সল্টলেক বা বিধাননগরের এডি ব্লকে অবস্থিত ৷ কিন্তু, পরীক্ষার্থীদের অ্য়াডমিট কার্ডে ছাপা হয়েছে বিডি ব্লক ! এদিকে, যাঁরা পরীক্ষা দিতে এসেছেন, তাঁদের অধিকাংশই এই এলাকায় নতুন ৷ তাঁরা অ্যাডমিট কার্ড অনুযায়ী গন্তব্যে পৌঁছতে গিয়ে প্রথমে ভুল ঠিকানায় পৌঁছে যান ৷ এতে তাঁদের খামোখা হয়রানি পোহাতে হয় ৷ ভুক্তভোগীদের অভিযোগ, এই বিভ্রাটের সময় সংশ্লিষ্ট হেল্পলাইনে ফোন করেও কোনও সহযোগিতা পাওয়া যায়নি !

তবে, এমন দুঃসময় পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পুলিশ ৷ বিধাননগরে যেমন ভুল ঠিকানায় পৌঁছনো এক পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন এক পুলিশকর্মী ৷ অন্যদিকে, পুলিশের এক মহিলাকর্মীকে দেখা গেল এক মহিলা পরীক্ষার্থীর হাত ধরে দৌড়তে ! ওই পুলিশকর্মী কার্যত ওই পরীক্ষার্থীকে 'উড়িয়ে' সঠিক পরীক্ষাকেন্দ্রে ঢুকিয়ে দেন ! পুলিশের এমন ভূমিকায় খুশি ভুক্তভোগীরা ৷ তাঁরা বলছেন, পুলিশকে তো এই ভূমিকাতেই দেখতে চান তাঁরা ৷ উল্লেখ্য, সম্প্রতি আন্দোলনরত এক চাকরিপ্রার্থীর হাতে কামড় বসিয়ে শিরোনামে এসেছিলেন কলকাতা পুলিশের এক মহিলাকর্মী ৷ রবিবার বিধাননগরে ধরা পড়ল তার উলটো এবং অবশ্যই কাঙ্ক্ষিত ছবি ৷

আরও পড়ুন: ব্যাগ বাইরে রেখে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে, কয়েকটি জেলায় বিক্ষোভ, পথ অবরোধ বীরভূমে

এদিন বিধাননগরে পরীক্ষা দিতে এসেছিলেন বিপাশা গোস্বামী ৷ তাঁর অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের ভুল ঠিকানা ছিল ৷ তবে, বিপাশা আগে একবার পরীক্ষাকেন্দ্রের সামনে এসে জায়গাটা চিনে গিয়েছিলেন ৷ যদিও তা সত্ত্বেও প্রথমে ভুল ঠিকানায় পৌঁছে যান তিনি ৷ কিন্তু, পরে সঠিক জায়গায় পৌঁছন ৷ অন্যদিকে, খড়দা থেকে পরীক্ষা দিতে আসা দেবীদাস গঙ্গোপাধ্যায় ভুল ঠিকানায় পৌঁছে রীতিমতো ঘাবড়ে যান ৷ তাঁর সহযোগিতায় এগিয়ে আসেন এক পুলিশকর্মী ৷ দেবীদাসকে নিজেই বাইকে বসিয়ে সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তিনি ৷

অ্যাডমিটে ছাপা ভুল ঠিকানায় পৌঁছে বিভ্রান্তি

বিধাননগর, 11 ডিসেম্বর: ব্য়াগ রাখা নিয়ে অশান্তির খবর মিলছিল সকাল থেকেই ৷ আর এবার সামনে এলে ভুল ঠিকানা নিয়ে জেরবার হওয়ার ঘটনা ৷ পাঁচ বছর পর রবিবার রাজ্যে ফের অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিকে শিক্ষক পদের যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা, অর্থাৎ টেট (WB TET 2022) ৷ অভিযোগ, পরীক্ষার্থীদের একাংশের অ্যাডমিড কার্ডে (Admit Card) পরীক্ষাকেন্দ্রের (Exam Venue) ভুল ঠিকানা (Wrong Address) ছাপা হয়েছে ! যেমন, অন্য়ান্য বিভিন্ন স্কুলের মতো বিধাননগরের লবণহ্রদ বিদ্যাপীঠেও টেট চলছে ৷ এই স্কুলটি সল্টলেক বা বিধাননগরের এডি ব্লকে অবস্থিত ৷ কিন্তু, পরীক্ষার্থীদের অ্য়াডমিট কার্ডে ছাপা হয়েছে বিডি ব্লক ! এদিকে, যাঁরা পরীক্ষা দিতে এসেছেন, তাঁদের অধিকাংশই এই এলাকায় নতুন ৷ তাঁরা অ্যাডমিট কার্ড অনুযায়ী গন্তব্যে পৌঁছতে গিয়ে প্রথমে ভুল ঠিকানায় পৌঁছে যান ৷ এতে তাঁদের খামোখা হয়রানি পোহাতে হয় ৷ ভুক্তভোগীদের অভিযোগ, এই বিভ্রাটের সময় সংশ্লিষ্ট হেল্পলাইনে ফোন করেও কোনও সহযোগিতা পাওয়া যায়নি !

তবে, এমন দুঃসময় পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পুলিশ ৷ বিধাননগরে যেমন ভুল ঠিকানায় পৌঁছনো এক পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন এক পুলিশকর্মী ৷ অন্যদিকে, পুলিশের এক মহিলাকর্মীকে দেখা গেল এক মহিলা পরীক্ষার্থীর হাত ধরে দৌড়তে ! ওই পুলিশকর্মী কার্যত ওই পরীক্ষার্থীকে 'উড়িয়ে' সঠিক পরীক্ষাকেন্দ্রে ঢুকিয়ে দেন ! পুলিশের এমন ভূমিকায় খুশি ভুক্তভোগীরা ৷ তাঁরা বলছেন, পুলিশকে তো এই ভূমিকাতেই দেখতে চান তাঁরা ৷ উল্লেখ্য, সম্প্রতি আন্দোলনরত এক চাকরিপ্রার্থীর হাতে কামড় বসিয়ে শিরোনামে এসেছিলেন কলকাতা পুলিশের এক মহিলাকর্মী ৷ রবিবার বিধাননগরে ধরা পড়ল তার উলটো এবং অবশ্যই কাঙ্ক্ষিত ছবি ৷

আরও পড়ুন: ব্যাগ বাইরে রেখে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে, কয়েকটি জেলায় বিক্ষোভ, পথ অবরোধ বীরভূমে

এদিন বিধাননগরে পরীক্ষা দিতে এসেছিলেন বিপাশা গোস্বামী ৷ তাঁর অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের ভুল ঠিকানা ছিল ৷ তবে, বিপাশা আগে একবার পরীক্ষাকেন্দ্রের সামনে এসে জায়গাটা চিনে গিয়েছিলেন ৷ যদিও তা সত্ত্বেও প্রথমে ভুল ঠিকানায় পৌঁছে যান তিনি ৷ কিন্তু, পরে সঠিক জায়গায় পৌঁছন ৷ অন্যদিকে, খড়দা থেকে পরীক্ষা দিতে আসা দেবীদাস গঙ্গোপাধ্যায় ভুল ঠিকানায় পৌঁছে রীতিমতো ঘাবড়ে যান ৷ তাঁর সহযোগিতায় এগিয়ে আসেন এক পুলিশকর্মী ৷ দেবীদাসকে নিজেই বাইকে বসিয়ে সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তিনি ৷

Last Updated : Dec 11, 2022, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.