ETV Bharat / state

Gold Recovered ভ‍্যাবলা স্টেশনে উদ্ধার 60 লক্ষ টাকার সোনার বিস্কুট, গ্রেফতার 2 পাচারকারী - উদ্ধার 60 লক্ষ টাকার সোনার বিস্কুট

একইদিনে জোড়া সাফল্য পুলিশ ও বিএসএফের । ভ‍্যাবলা স্টেশনে পাচারকারীর থেকে উদ্ধার হল 60 লক্ষ টাকার সোনার বিস্কুট (Gold Recovered) । সীমান্ত এলাকায় মিলল চার লক্ষ টাকার রুপোর গয়না । পাকড়াও হয়েছে দুই পাচারকারী ।

Gold Recovered
Gold Recovered
author img

By

Published : Aug 28, 2022, 8:27 PM IST

বসিরহাট, 28 অগস্ট: এবার রেল স্টেশন থেকে বিপুল টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরল পুলিশ । ধৃতের নাম পিন্টু মণ্ডল । গোপন সূত্রে খবর পেয়ে রবিবার পূর্ব রেলের শিয়ালদা-হাসনাবাদ শাখার ভ‍্যাবলা স্টেশন থেকে বমাল সমেত পাকড়াও করা হয় ওই পাচারকারীকে ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের সঙ্গে থাকা ব‍্যাগ থেকে দশটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে । যেগুলির আনুমানিক ওজন প্রায় 959 গ্রাম । বাজারমূল্য 60 লক্ষ টাকা (worth of 60 lakh rupees gold recovered) । বিপুল টাকার এই সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু তার আগেই সোনার বিস্কুট-সহ পাচারকারীকে গ্রেফতার করে সাফল্য পেল পুলিশ । বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ।

এদিন সকালে ভ‍্যাবলা রেল স্টেশনে বছর 21'র এক যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের । তখনই পুলিশ কর্মীরা আটক করে সন্দেহভাজন ওই যুবককে । এরপর যুবকের সঙ্গে থাকা ব‍্যাগে তল্লাশি চালানো হয় । ব‍্যাগ খুলতেই ভ্যাবাচ্যাকা খেয়ে যান পুলিশ কর্মীরা । দেখেন ব‍্যাগের ভিতরে থরথরে সাজানো সোনার বিস্কুট । তাতেই চোখ কপালে ওঠে পুলিশের । সোনার বিস্কুট সমেত যুবককে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় বসিরহাট থানায় । পরে ওই সোনা পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ।

ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন ঘটনার সময় ওই পাচারকারীর আরও দুই যুবক ছিলেন । পুলিশ দেখে স্টেশন থেকে চম্পট দেয় তারা । জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলো মালয়েশিয়া থেকে বাংলাদেশ হয়ে চোরাপথে এদেশে নিয়ে আসা হয়েছিল । ট্রেনে করে সেই সোনার বিস্কুট কলকাতার নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন ধৃত পাচারকারী । উদ্দেশ্য ছিল কলকাতার কোনও জায়গায় পাচার করা । কিন্তু পাচারের আগেই সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় পুলিশের তৎপরতায় । বিপুল অঙ্কের সোনার বিস্কুটগুলো ঠিক কোথায় পাচারের পরিকল্পনা ছিল ধৃতের, তা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে বসিরহাট থানার পুলিশ । এদিকে ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য সোনা পাচার চক্রের যোগ থাকার সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসারেরা ।

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত 1500 গ্রাম সোনা

অন্যদিকে, এদিনই স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে 5 কেজি 200 গ্রাম রুপো সমেত এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ । ধৃত আসাদুল গাজী নামে ওই পাচারকারী বাইকের টিউবে রুপো লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন । সন্দেহ হওয়ায় বিএসএফ জওয়ানরা তাকে ধরতেই পর্দা ফাঁস হয় অভিনব উপায়ে এই পাচারের পরিকল্পনা । উদ্ধার হওয়া রুপোর বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা ।

বসিরহাট, 28 অগস্ট: এবার রেল স্টেশন থেকে বিপুল টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরল পুলিশ । ধৃতের নাম পিন্টু মণ্ডল । গোপন সূত্রে খবর পেয়ে রবিবার পূর্ব রেলের শিয়ালদা-হাসনাবাদ শাখার ভ‍্যাবলা স্টেশন থেকে বমাল সমেত পাকড়াও করা হয় ওই পাচারকারীকে ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের সঙ্গে থাকা ব‍্যাগ থেকে দশটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে । যেগুলির আনুমানিক ওজন প্রায় 959 গ্রাম । বাজারমূল্য 60 লক্ষ টাকা (worth of 60 lakh rupees gold recovered) । বিপুল টাকার এই সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু তার আগেই সোনার বিস্কুট-সহ পাচারকারীকে গ্রেফতার করে সাফল্য পেল পুলিশ । বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ।

এদিন সকালে ভ‍্যাবলা রেল স্টেশনে বছর 21'র এক যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের । তখনই পুলিশ কর্মীরা আটক করে সন্দেহভাজন ওই যুবককে । এরপর যুবকের সঙ্গে থাকা ব‍্যাগে তল্লাশি চালানো হয় । ব‍্যাগ খুলতেই ভ্যাবাচ্যাকা খেয়ে যান পুলিশ কর্মীরা । দেখেন ব‍্যাগের ভিতরে থরথরে সাজানো সোনার বিস্কুট । তাতেই চোখ কপালে ওঠে পুলিশের । সোনার বিস্কুট সমেত যুবককে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় বসিরহাট থানায় । পরে ওই সোনা পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ।

ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন ঘটনার সময় ওই পাচারকারীর আরও দুই যুবক ছিলেন । পুলিশ দেখে স্টেশন থেকে চম্পট দেয় তারা । জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলো মালয়েশিয়া থেকে বাংলাদেশ হয়ে চোরাপথে এদেশে নিয়ে আসা হয়েছিল । ট্রেনে করে সেই সোনার বিস্কুট কলকাতার নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন ধৃত পাচারকারী । উদ্দেশ্য ছিল কলকাতার কোনও জায়গায় পাচার করা । কিন্তু পাচারের আগেই সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় পুলিশের তৎপরতায় । বিপুল অঙ্কের সোনার বিস্কুটগুলো ঠিক কোথায় পাচারের পরিকল্পনা ছিল ধৃতের, তা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে বসিরহাট থানার পুলিশ । এদিকে ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য সোনা পাচার চক্রের যোগ থাকার সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসারেরা ।

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত 1500 গ্রাম সোনা

অন্যদিকে, এদিনই স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে 5 কেজি 200 গ্রাম রুপো সমেত এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ । ধৃত আসাদুল গাজী নামে ওই পাচারকারী বাইকের টিউবে রুপো লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন । সন্দেহ হওয়ায় বিএসএফ জওয়ানরা তাকে ধরতেই পর্দা ফাঁস হয় অভিনব উপায়ে এই পাচারের পরিকল্পনা । উদ্ধার হওয়া রুপোর বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.