ETV Bharat / state

Unnatural Death: পণপ্রথার বলি ! হাড়োয়ায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার মহিলার দেহ - dowry

হাড়োয়ায় ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এক মহিলাকে (Unnatural Death)। এটি খুন না আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ ।

woman Unnatural Death in North 24 Parganas
Unnatural Death
author img

By

Published : Jun 23, 2022, 10:36 PM IST

হাড়োয়া, 23 জুন: ফের পণপ্রথার(Dowry) বলি ! দাবি মতো পণ দিতে না পারায়, বছর 30-র এক মহিলাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃত ওই মহিলার নাম শ্রাবন্তী দাস । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়ার মাঝেরপাড়া এলাকায় (woman Unnatural Death in North 24 Parganas)।

পুলিশ ঝুলন্ত দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । এটি খুন না আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ । ঘটনার পরই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

জানা গিয়েছে, হাড়োয়ার মাঝেরপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দাসের সঙ্গে প্রায় 11 বছর আগে বিয়ে হয় ন‍্যাজাটের বৈষ্ণব পাড়ার বাসিন্দা শ্রাবন্তী দাসের । দম্পতির 10 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে । তারপরও দাম্পত্য জীবন মোটেই সুখের ছিল না মহিলার । নানা কারণে দাম্পত্য কলহ লেগেই থাকত স্বামী-স্ত্রীর মধ্যে । অভিযোগ, দাবি মতো পণের টাকা দিতে না পারায় মহিলার ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন পেশায় সিকিউরিটি গার্ড তাঁর স্বামী । তাতে সঙ্গ দিতেন বিশ্বজিতের পরিবারের লোকেরাও । ইদানিং সেই অত‍্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে । তারই মধ্যে ঘটে এই মর্মান্তিক ঘটনা ।

সূত্রে খবর, বুধবার রাতেও পণের টাকা নিয়ে আসার জন্য মহিলার ওপর চাপ দেওয়া হয় । শ্বশুরবাড়ির সেই চাপের কাছে নতিস্বীকার না করায় মহিলার কপালে জোটে বেদম প্রহারও । এরপরই এদিন সকালে মহিলাকে ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায়(hanging state) দেখতে পান তাঁর স্বামী । খবর দেওয়া হয় হাড়োয়া থানায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে মহিলার নিথর দেহ উদ্ধার করে । পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে । ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

হাড়োয়ায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার মহিলার দেহ

এদিকে ঘটনাটিকে আত্মহত্যা বলে মানতে নারাজ মৃতার বাপের বাড়ির লোকেরা । এই বিষয়ে মৃত মহিলার দাদা জয়ন্ত দাস বলেন, "টাকার জন্য বোনের ওপর সবসময় অত‍্যাচার করত ওর শ্বশুরবাড়ির লোকেরা । কারোর সঙ্গে কোনও কথা বললেই সন্দেহের চোখে দেখত বোনকে । আমাদের ধারনা এটি আত্মহত্যার ঘটনা নয় । বোনকে গলা টিপে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘরের সিলিংয়ে । এর নায্য বিচার চাইছি আমরা । সেই সঙ্গে দোষীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক । তাহলেই বোনের আত্মার শান্তি পাবে ।"

আরও পড়ুন : Father Killed New Baby Girl : সদ‍্যজাত কন‍্যার গায়ের রঙ কালো ! গলা টিপে খুন করল 'গুণধর' বাবা

অন্যদিকে অভিযোগ পেয়ে এদিন দুপুরে নিহতের স্বামীকে আটক করে হাড়োয়া থানায় নিয়ে আসে পুলিশ । সেখানে তাঁকে জেরা করে প্রকৃত তথ্য জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে হাড়োয়া থানা সূত্রে ।

হাড়োয়া, 23 জুন: ফের পণপ্রথার(Dowry) বলি ! দাবি মতো পণ দিতে না পারায়, বছর 30-র এক মহিলাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃত ওই মহিলার নাম শ্রাবন্তী দাস । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়ার মাঝেরপাড়া এলাকায় (woman Unnatural Death in North 24 Parganas)।

পুলিশ ঝুলন্ত দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । এটি খুন না আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ । ঘটনার পরই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

জানা গিয়েছে, হাড়োয়ার মাঝেরপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দাসের সঙ্গে প্রায় 11 বছর আগে বিয়ে হয় ন‍্যাজাটের বৈষ্ণব পাড়ার বাসিন্দা শ্রাবন্তী দাসের । দম্পতির 10 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে । তারপরও দাম্পত্য জীবন মোটেই সুখের ছিল না মহিলার । নানা কারণে দাম্পত্য কলহ লেগেই থাকত স্বামী-স্ত্রীর মধ্যে । অভিযোগ, দাবি মতো পণের টাকা দিতে না পারায় মহিলার ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন পেশায় সিকিউরিটি গার্ড তাঁর স্বামী । তাতে সঙ্গ দিতেন বিশ্বজিতের পরিবারের লোকেরাও । ইদানিং সেই অত‍্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে । তারই মধ্যে ঘটে এই মর্মান্তিক ঘটনা ।

সূত্রে খবর, বুধবার রাতেও পণের টাকা নিয়ে আসার জন্য মহিলার ওপর চাপ দেওয়া হয় । শ্বশুরবাড়ির সেই চাপের কাছে নতিস্বীকার না করায় মহিলার কপালে জোটে বেদম প্রহারও । এরপরই এদিন সকালে মহিলাকে ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায়(hanging state) দেখতে পান তাঁর স্বামী । খবর দেওয়া হয় হাড়োয়া থানায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে মহিলার নিথর দেহ উদ্ধার করে । পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে । ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

হাড়োয়ায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার মহিলার দেহ

এদিকে ঘটনাটিকে আত্মহত্যা বলে মানতে নারাজ মৃতার বাপের বাড়ির লোকেরা । এই বিষয়ে মৃত মহিলার দাদা জয়ন্ত দাস বলেন, "টাকার জন্য বোনের ওপর সবসময় অত‍্যাচার করত ওর শ্বশুরবাড়ির লোকেরা । কারোর সঙ্গে কোনও কথা বললেই সন্দেহের চোখে দেখত বোনকে । আমাদের ধারনা এটি আত্মহত্যার ঘটনা নয় । বোনকে গলা টিপে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘরের সিলিংয়ে । এর নায্য বিচার চাইছি আমরা । সেই সঙ্গে দোষীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক । তাহলেই বোনের আত্মার শান্তি পাবে ।"

আরও পড়ুন : Father Killed New Baby Girl : সদ‍্যজাত কন‍্যার গায়ের রঙ কালো ! গলা টিপে খুন করল 'গুণধর' বাবা

অন্যদিকে অভিযোগ পেয়ে এদিন দুপুরে নিহতের স্বামীকে আটক করে হাড়োয়া থানায় নিয়ে আসে পুলিশ । সেখানে তাঁকে জেরা করে প্রকৃত তথ্য জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে হাড়োয়া থানা সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.