ETV Bharat / state

পরকীয়ার প্রতিবাদ করায় বিবিকে খুন, গ্রেপ্তার যুবক - Ashoknagar

পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবক

অভিযুক্ত ফজরুল মণ্ডল
author img

By

Published : Mar 23, 2019, 4:29 AM IST

অশোকনগর (উত্তর 24 পরগনা), 23 মার্চ : পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবক। মৃতের নাম সাজেদা বিবি (35)। অভিযুক্ত শওহর ফজরুল মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি অশোকনগর থানার ট্যাংরা এলাকার।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, অশোকনগর বালিশার বাসিন্দা সাজেদার সঙ্গে প্রায় 15 বছর আগে ট্যাংরার বাসিন্দা ফজরুলের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে আছে। অভিযোগ, কিছুদিন আগে ফজরুল পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। সাজেদা তা জানতে পারেন। প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় তাঁকে। ফলে পরিবারে অশান্তি লেগেই ছিল।


বৃহস্পতিবার দুপুরে সাজেদার ভাইয়ের ফোনে ফোন করে ফজরুল জানায়, সাজেদা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তাঁরা গিয়ে দেখেন, সাজেদার দেহ ঝুলে রয়েছে। বাথরুমে আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে শাড়ি। তা দেখে বাবারবাড়ির লোকেদের সন্দেহ হয়। সাজেদার ভাইয়ের অভিযোগ, তাঁর বোনকে প্রথমে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। পরে তাঁকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওইদিন রাতে অশোকনগর থানায় খুনের অভিযোগ করেন তাঁরা। অভিযোগ পেয়ে ফজরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

অশোকনগর (উত্তর 24 পরগনা), 23 মার্চ : পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবক। মৃতের নাম সাজেদা বিবি (35)। অভিযুক্ত শওহর ফজরুল মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি অশোকনগর থানার ট্যাংরা এলাকার।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, অশোকনগর বালিশার বাসিন্দা সাজেদার সঙ্গে প্রায় 15 বছর আগে ট্যাংরার বাসিন্দা ফজরুলের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে আছে। অভিযোগ, কিছুদিন আগে ফজরুল পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। সাজেদা তা জানতে পারেন। প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় তাঁকে। ফলে পরিবারে অশান্তি লেগেই ছিল।


বৃহস্পতিবার দুপুরে সাজেদার ভাইয়ের ফোনে ফোন করে ফজরুল জানায়, সাজেদা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তাঁরা গিয়ে দেখেন, সাজেদার দেহ ঝুলে রয়েছে। বাথরুমে আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে শাড়ি। তা দেখে বাবারবাড়ির লোকেদের সন্দেহ হয়। সাজেদার ভাইয়ের অভিযোগ, তাঁর বোনকে প্রথমে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। পরে তাঁকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওইদিন রাতে অশোকনগর থানায় খুনের অভিযোগ করেন তাঁরা। অভিযোগ পেয়ে ফজরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে খুন, গ্রেপ্তার যুবক। অশোকনগরঃ স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। মৃতার নাম সাজেদা বিবি (৩৫)। অভিযুক্ত স্বামী ফজরুল মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার ট্যাংরা এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর বালিশার মেয়ে সাজেদার সঙ্গে ১৫ বছর আগে ট্যাংরার বাসিন্দা ফজরুলের বিয়ে হয়। বর্তমানে তাঁদের দুই ছেলে আছে। অভিযোগ, বেশ কিছুদিন ফজরুল পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। সাজেদা তা জেনে ফেলেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর করা হত। ফলে পরিবারের অশান্তি লেগেই ছিল। বৃহস্পতিবার দুপুরে সাজেদার ভাইয়ের ফোনে কল করে ফজরুল জানায়, তাঁর বোন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তাঁরা গিয়ে দেখেন, সাজেদার দেহ ঝুলে রয়েছে। বাথরুমে আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে শাড়ি। তা দেখে বাপের বাড়ির লোকেদের সন্দেহ হয়। সাজেদার ভাইয়ের অভিযোগ, তাদের বোনকে প্রথমে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। পরে তাঁকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাতে অশোকনগর থানায় খুনের অভিযোগ করেন তাঁরা। অভিযোগ পেয়ে ফজরুলকে রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হয়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.