ETV Bharat / state

লকডাউনে প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু বারাসত জেলা পুলিশের

প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল বারাসত জেলা পুলিশ । এই উদ্যোগের প্রশংসা করেছে আমজনতাও । হেল্পলাইন নম্বরটি হল 6292212378 ৷

district police
বারাসত পুলিশ
author img

By

Published : Mar 25, 2020, 9:40 AM IST

Updated : Mar 25, 2020, 11:18 AM IST

বারাসত, 25 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন ৷ এই পরিস্থিতিতে সমস্যার মুখে পড়তে পারেন একাকী প্রবীণ নাগরিকরা ৷ সেই কথা মাথায় রেখে তাঁদের পাশে দাঁড়াতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল বারাসত জেলা পুলিশ ।

মঙ্গলবার সন্ধ্যা থেকে এই বিশেষ হেল্পলাইন নম্বর খুলে দেওয়া হয়েছে প্রবীণ নাগরিকদের সাহায্যের জন্য । লকডাউন পরিস্থিতিতে কোনও প্রবীণ ব্যক্তি যে কোনও সমস্যায় পড়লে তাঁরা 6292212378 নম্বরে যোগাযোগ করতে পারবেন । সেখানে তাঁরা খাদ্যসামগ্রী থেকে শুরু করে চিকিৎসাজনিত যে কোনও সমস্যার কথা জানাতে পারবেন । সমস্যা জানার সঙ্গে সঙ্গে পুলিশ বাড়িতে পৌঁছে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ।

পুলিশের এই উদ্যোগের প্রশংসা করছেন বারাসতের আমজনতা । তাঁদের মতে, ‘‘লকডাউন পরিস্থিতিতে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদেরই সমস্যা সবথেকে বেশি । বয়সের ভারে তাঁরা বাড়ির বাইরে বেরতে পারেন না, চিকিৎসা কিংবা খাদ্য সামগ্রী কিনতেও যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় । সেই জায়গায় জেলা পুলিশের এই উদ্যোগ উপকারই করবে ।’’

police notice
প্রবীণদের সাহায্যের জন্য পুলিশি নির্দেশিকা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসত শহর ও গ্রামে অনেক প্রবীণ নাগরিক একাই ফ্ল্যাটে কিংবা বাড়িতে থাকেন । তাঁদের অধিকাংশেরই সন্তান ও পরিবারের লোকজন কাজের সূত্রে কিংবা অন্য কোনও কারণে প্রবাসে কিংবা ভিন রাজ্যে থাকেন । কোরোনা পরিস্থিতিতে অনেকেই এখন আটকে রয়েছেন সেখানে । এই অবস্থায় সেই সমস্ত একা বাস করা প্রবীণ নাগরিকরা যাতে কোনও সমস্যার মধ্যে না পড়েন,তার জন্যই হেল্পলাইন নম্বর চালু করে তাদের পাশে দাঁড়াল বারাসত জেলা পুলিশ ।

এই বিষয়ে জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘কোরোনা প্রতিরোধে এখন গোটা রাজ্যে লক ডাউন চলছে । এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যা হতে পারে একাকী প্রবীণ নাগরিকদের । কোরোনার জেরে তাঁদের সন্তান কিংবা পরিবারের লোকজন বিদেশে অথবা ভিন রাজ্যে এখনও আটকে রয়েছেন । সেই জায়গায় প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, খাদ্যসামগ্রী ও চিকিৎসাজনিত যে কোনও সমস্যা হলে পুলিশ গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে । তাঁদের পাশে সবসময় জেলা পুলিশ রয়েছে।''

বারাসত, 25 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন ৷ এই পরিস্থিতিতে সমস্যার মুখে পড়তে পারেন একাকী প্রবীণ নাগরিকরা ৷ সেই কথা মাথায় রেখে তাঁদের পাশে দাঁড়াতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল বারাসত জেলা পুলিশ ।

মঙ্গলবার সন্ধ্যা থেকে এই বিশেষ হেল্পলাইন নম্বর খুলে দেওয়া হয়েছে প্রবীণ নাগরিকদের সাহায্যের জন্য । লকডাউন পরিস্থিতিতে কোনও প্রবীণ ব্যক্তি যে কোনও সমস্যায় পড়লে তাঁরা 6292212378 নম্বরে যোগাযোগ করতে পারবেন । সেখানে তাঁরা খাদ্যসামগ্রী থেকে শুরু করে চিকিৎসাজনিত যে কোনও সমস্যার কথা জানাতে পারবেন । সমস্যা জানার সঙ্গে সঙ্গে পুলিশ বাড়িতে পৌঁছে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ।

পুলিশের এই উদ্যোগের প্রশংসা করছেন বারাসতের আমজনতা । তাঁদের মতে, ‘‘লকডাউন পরিস্থিতিতে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদেরই সমস্যা সবথেকে বেশি । বয়সের ভারে তাঁরা বাড়ির বাইরে বেরতে পারেন না, চিকিৎসা কিংবা খাদ্য সামগ্রী কিনতেও যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় । সেই জায়গায় জেলা পুলিশের এই উদ্যোগ উপকারই করবে ।’’

police notice
প্রবীণদের সাহায্যের জন্য পুলিশি নির্দেশিকা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসত শহর ও গ্রামে অনেক প্রবীণ নাগরিক একাই ফ্ল্যাটে কিংবা বাড়িতে থাকেন । তাঁদের অধিকাংশেরই সন্তান ও পরিবারের লোকজন কাজের সূত্রে কিংবা অন্য কোনও কারণে প্রবাসে কিংবা ভিন রাজ্যে থাকেন । কোরোনা পরিস্থিতিতে অনেকেই এখন আটকে রয়েছেন সেখানে । এই অবস্থায় সেই সমস্ত একা বাস করা প্রবীণ নাগরিকরা যাতে কোনও সমস্যার মধ্যে না পড়েন,তার জন্যই হেল্পলাইন নম্বর চালু করে তাদের পাশে দাঁড়াল বারাসত জেলা পুলিশ ।

এই বিষয়ে জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘কোরোনা প্রতিরোধে এখন গোটা রাজ্যে লক ডাউন চলছে । এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যা হতে পারে একাকী প্রবীণ নাগরিকদের । কোরোনার জেরে তাঁদের সন্তান কিংবা পরিবারের লোকজন বিদেশে অথবা ভিন রাজ্যে এখনও আটকে রয়েছেন । সেই জায়গায় প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, খাদ্যসামগ্রী ও চিকিৎসাজনিত যে কোনও সমস্যা হলে পুলিশ গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে । তাঁদের পাশে সবসময় জেলা পুলিশ রয়েছে।''

Last Updated : Mar 25, 2020, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.