কলকাতা, 18 মার্চ : রাজ চক্রবর্তী বাংলা চলচ্চিত্রের হিটমেকার। এবার তিনি রাজনীতির ময়দানে। পরিচালক থেকে রাজনীতিবিদ পরিচিতির রকমফের হয়েছে রাজের। কিন্তু হালিশহরের মতো মফঃস্বল থেকে উঠে আসা বাংলা বাণিজ্য়িক ছবির পয়লা নম্বর পরিচালক হাওয়া রাজ ব্যারাকপুরে যেন ঘরের ছেলে রাজু হয়ে উঠেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী নির্বাচিত হয়েছেন রাজ চক্রবর্তী ।
ছবি প্রচারের ক্ষেত্রে জনসংযোগ যতটা জরুরি ভোট প্রচারে তার থেকেও বেশি জরুরি ! তা টের পাওয়া গেল রাজের ডোর টু ডোর ক্যাম্পেনিং-এ । ব্যারাকপুর লোকসভা বিজেপির দখলে, কিন্তু ব্যারাকপুর বিধানসভা ছিল তৃণমূলের । তবে, হঠাৎ ঘটে ছন্দপতন ৷ ব্যারাকপুরের নির্বাচিত বিধায়ক শীলভদ্র দত্ত পদ্ম ফুলে যোগদান চিন্তায় ফেলেছিল তৃণমূল সুপ্রিমোকে। এমনকি সেই জায়গায় রাজ চক্রবর্তী কতটা যোগ্য প্রার্থী তা নিয়ে প্রশ্ন তুলছিলেন দলের অন্দরের কর্মীরাই । তবে সে সব এখন অতীত একজোটে সবাই লেগেছেন রাজ চক্রবর্তী প্রচারে প্রচারের কাজে রাজ চক্রবর্তীর হয়ে প্রায় কান্ডারী ভূমিকা পালন করছেন ব্যারাকপুর পৌরসভা বিদায়ী চেয়ারম্যান উত্তম দাস। শোনা যাচ্ছিল শুরুর দিকে, তিনি অসন্তুষ্ট ছিলেন প্রার্থী নির্বাচন নিয়ে । তবে, সেই প্রশ্ন করলে উত্তম বাবু জানান, কোনরকমের কোনও অসন্তোষ তাদের মধ্যে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করাই তাদের লক্ষ্য।
যখনই কোনও তারকাকে প্রার্থী করা হয়েছে ৷ বারবার অভিযোগ উঠেছে, জেতার পর টিকিও পাওয়া যায় না এই সব তারকা প্রার্থীদের। তবে, রাজ চক্রবর্তী জানালেন, তিনি জিতলে এই অভিযোগ আর থাকবে না। ভারতের বহু তারকা রাজনীতিতে এসেছেন ও গেছেন ৷ তবে সব থেকে সফলভাবে রাজনীতির কেরিয়ারে ছাপ রেখে গেছেন অভিনেতা সুনীল দত্ত। তাঁর লোকসভা কেন্দ্রে এখনও লোকে তাঁকে মনে রেখেছেন ‘দত্ত সাহব’ হিসেবে । সুনীল দত্তের পর আর কোনও রুপোলি জগতের মানুষ রাজনীতির ময়দানে এতটা সাফল্য লাভ করেননি । সেই প্রশ্ন করা হলে ব্যারাকপুরের প্রার্থীর সটান জবাব, কারও সাথে তুলনায় তিনি যেতে চান না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করতে চান রাজ চক্রবর্তী। সকাল আটটা থেকে প্রচার শুরু করেছেন, চলবে রাত পর্যন্ত। চায়ের দোকানি থেকে রিকশাওয়ালা, সকলের সঙ্গে হাত মিলিয়ে সেলফি তুলে প্রচার চালাচ্ছেন রাজ চক্রবর্তী । এনার্জিতে এতটুকু খামতি নেই তাঁর । দিনে প্রায় 15 কিলোমিটার হাঁটার মাঝে বিরতি বলতে শুধুই ডাবের জল ৷ তাতেই ব্যারাকপুর চষে ফেলছেন তিনি । তবে, নিজেকে কোনও দুঁদে রাজনীতিবিদ নয়, বরং ঘরের ছেলে বলে পরিচয় দিতে স্বচ্ছন্দ রাজ চক্রবর্তী ।
আরও পড়ুন : সবুজসাথীর সাইকেল চালিয়ে প্রচার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের
ব্যারাকপুর কেন্দ্রে ভোটের সমীকরণ বরাবরই আলাদা ৷ এখানে বাঙালি-অবাঙালি, হিন্দু-মুসলিম সব ধরনের ভোটার রয়েছেন। পাশাপাশি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-র বাহুবলী হিসাবে বেশ নামডাক রয়েছে। তবে, সেসব দিকে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী মাথা ঘামাচ্ছেন না ৷ এমনকি রাজের সুরে সুর মেলালেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস। তিনি জানালেন, প্রতিপক্ষকে নিয়ে ভাবিত নন তাঁরা ৷ নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজ চক্রবর্তী, পাশাপাশি উল্লেখ করলেন তৃতীয়বারের জন্য নীল বাড়ির ক্ষমতা দখলে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।