ETV Bharat / state

টিকিট না পেলেও বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসের সমর্থনে পোস্টার বসিরহাটে

author img

By

Published : Mar 14, 2021, 2:28 PM IST

রবিবার সকালবেলা বসিরহাটের পুরাতন বাজার এলাকায় দাদার বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসের সমর্থনে ছেয়ে যায় পোস্টার । দীপেন্দু বিশ্বাস এবার তৃণমূলের প্রার্থী হতে না পেরে বিজেপিতে যোগদান করেন । এরপর এই ঘটনাকে প্রার্থী পদ নিয়ে বিজেপি নেতৃত্বের উপর চাপ তৈরির কৌশল বলে মনে করছেন একাংশ ।

west bengal assembly election 2021
বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসের সমর্থনে পোস্টার বসিরহাটে

বসিরহাট, 14 মার্চ : এবার বিদায়ী বিধায়ক ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের সমর্থনে পোস্টার পড়ল বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে । পোস্টারে লেখা,"দাদা তুমি এগিয়ে চলো,আমরা তোমার সাথে আছি ।" রবিবার সাতসকালে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । তবে পোস্টারের নিচে কারওর নাম কিংবা দাদার অনুগামী এমন কিছু উল্লেখ নেই ।

বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবার আর বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে টিকিট দেয়নি তৃণমূল । পরিবর্তে সেই জায়গায় প্রার্থী করা হয়েছে চিকিৎসক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়কে । যা নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দীপেন্দু । সম্প্রতি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গেরুয়া শিবিরে নাম লেখান তৃণমূলের বিদায়ী এই বিধায়ক । বিজেপিতে যোগ দিয়ে তিনি দাবি করেছিলেন, দল যদি বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করে তবে সেই কেন্দ্র থেকে জিতবেন তিনি ।

যোগদানের 24 ঘণ্টার মধ্যেই বসিরহাটে দলত্যাগী বিধায়ক দীপেন্দু-র পোস্টারে কালি লেপে দেওয়া হয় বলে অভিযোগ । এমনকি বেশকিছু পোস্টার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেওয়ারও অভিযোগ ওঠে । অভিযোগের আঙুল শাসকদলের দিকে । যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছিল তৃণমূল নেতৃত্ব ।

এসবের মধ্যেই এবার বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসের সমর্থনে পোস্টার পড়ল বসিরহাটের পুরাতন বাজার এলাকায় । সাতসকালে বাজার ও তাঁর আশেপাশে দাদার সমর্থনে ছেয়ে যায় পোস্টার । পোস্টারের নিচে কোথাও কারওর নাম লেখা না থাকলেও মনে করা হচ্ছে দীপেন্দু-র অনুগামীরাই এই পোস্টার সাঁটিয়ে থাকতে পারেন । এর মাধ্যমে তাঁর প্রার্থী পদ নিয়ে বিজেপি নেতৃত্বের উপর চাপ তৈরির কৌশলও থেকে থাকতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের ।

আরও পড়ুন : চাই ভূমিপুত্রকে, 'বহিরাগত' মমতার মনোনয়নের আগে পোস্টার নন্দীগ্রামে

এই বিষয়ে বেদ প্রকাশ সরকার নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন,"এসে দেখছি বাজার এলাকায় ওই পোস্টার সাঁটানো রয়েছে।তবে কারা সাঁটিয়েছে তা বলতে পারব না ।"

বসিরহাট, 14 মার্চ : এবার বিদায়ী বিধায়ক ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের সমর্থনে পোস্টার পড়ল বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে । পোস্টারে লেখা,"দাদা তুমি এগিয়ে চলো,আমরা তোমার সাথে আছি ।" রবিবার সাতসকালে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । তবে পোস্টারের নিচে কারওর নাম কিংবা দাদার অনুগামী এমন কিছু উল্লেখ নেই ।

বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবার আর বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে টিকিট দেয়নি তৃণমূল । পরিবর্তে সেই জায়গায় প্রার্থী করা হয়েছে চিকিৎসক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়কে । যা নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দীপেন্দু । সম্প্রতি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গেরুয়া শিবিরে নাম লেখান তৃণমূলের বিদায়ী এই বিধায়ক । বিজেপিতে যোগ দিয়ে তিনি দাবি করেছিলেন, দল যদি বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করে তবে সেই কেন্দ্র থেকে জিতবেন তিনি ।

যোগদানের 24 ঘণ্টার মধ্যেই বসিরহাটে দলত্যাগী বিধায়ক দীপেন্দু-র পোস্টারে কালি লেপে দেওয়া হয় বলে অভিযোগ । এমনকি বেশকিছু পোস্টার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেওয়ারও অভিযোগ ওঠে । অভিযোগের আঙুল শাসকদলের দিকে । যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছিল তৃণমূল নেতৃত্ব ।

এসবের মধ্যেই এবার বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসের সমর্থনে পোস্টার পড়ল বসিরহাটের পুরাতন বাজার এলাকায় । সাতসকালে বাজার ও তাঁর আশেপাশে দাদার সমর্থনে ছেয়ে যায় পোস্টার । পোস্টারের নিচে কোথাও কারওর নাম লেখা না থাকলেও মনে করা হচ্ছে দীপেন্দু-র অনুগামীরাই এই পোস্টার সাঁটিয়ে থাকতে পারেন । এর মাধ্যমে তাঁর প্রার্থী পদ নিয়ে বিজেপি নেতৃত্বের উপর চাপ তৈরির কৌশলও থেকে থাকতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের ।

আরও পড়ুন : চাই ভূমিপুত্রকে, 'বহিরাগত' মমতার মনোনয়নের আগে পোস্টার নন্দীগ্রামে

এই বিষয়ে বেদ প্রকাশ সরকার নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন,"এসে দেখছি বাজার এলাকায় ওই পোস্টার সাঁটানো রয়েছে।তবে কারা সাঁটিয়েছে তা বলতে পারব না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.