ভাটপাড়া, 16 মার্চ : প্রার্থীর নাম ঘোষণা হয়নি এখনও ৷ কিন্তু তার আগেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে জনসংযোগে বেরোলেন বর্তমান বিধায়ক পবন সিং ৷ অর্জুন সিংয়ের পুত্র তিনি ৷
ভাটপাড়া কেন্দ্রে বিজোপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি এখনও ৷ কিন্ত তার আগেই এলাকায় জনসংযোগের কাজ শুরু করেন দিলেন পবন সিং ৷ আজ সকাল থেকে ভাটাপাড়ার বিভিন্ন এলাকায় পৌঁছন ৷ সঙ্গে ছিলেন দলের অন্য় নেতা কর্মীরা ৷
আরও পড়ুন- কীভাবে চোট মমতার ? ফের জানতে চাইল কমিশন
প্রার্থী ঘোষণার আগেই কেন জনসংযোগ ? এবিষয়ে তাঁর জবাব, যেহেতু তিনি দলের একজন কর্মী, সেকারণে সংগঠন মজবুতের কাজ শুরু করেছেন ৷ তাই জনসংযোগ ৷ পাশাপাশি, রাজ্য় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ পাট শিল্প কারাখানার কোনও উন্নতি হয়নি বরং ধুঁকছে বলে অভিযোগ তাঁর ৷
তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর বিধায়ক পদ ছেড়ে দেন অর্জুন সিং ৷ সাংসদ হন তিনি ৷ সেই টিকিটে জয়ী হন অর্জুন পুত্র পবন সিং ৷ তাঁর প্রতিপক্ষ মদন মিত্র হেরে যান প্রায় 25 হাজার ভোটে ৷ বর্তমানে সেখানকার বিধায়ক রয়েছেন তিনি ৷