ঠাকুরনগর, 6 ফেব্রুয়ারি : 11 ফেব্রুয়ারি ঠাকুরনগরে সভা করতে আসছেন অমিত শাহ । শনিবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন সাংসদ শান্তনু ঠাকুর ।
30 জানুয়ারি ঠাকুরনগরে সভা করার কথা ছিল অমিত শাহর । দিল্লিতে ইজ়রায়েল দূতাবাসের বাইরে বোমা বিস্ফোরণের জেরে সেই সভা বাতিল হয়েছিল । তারপর ফের অমিত শাহের সভা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল । শনিবার দিল্লি থেকে ফিরে সাংবাদিক বৈঠক করে সাংসদ শান্তনু ঠাকুর । ঘোষণা করেন, অমিত শাহর সভার দিন । জানালেন, 11 ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটের সময় অমিত শাহ ঠাকুরনগরে সভা করতে আসবেন । সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তিনি কোনও সদর্থক বার্তা দিতে পারেন বলেও মনে করছেন অনেকে । মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবি সম্পর্কে শান্তনু ঠাকুর বলেন, "যাঁরা ধর্মীয় কারণে দেশত্যাগ করে এই দেশে এসেছিলেন । তাদের কাছে কাগজপত্র থাকবে কী করে ?"
আরও পড়ুন : দিলীপ-কৈলাসদের পাশে নিয়ে পরিবর্তন যাত্রার সূচনা নাড্ডার
শান্তনু ঠাকুরকে একসঙ্গে কাজ করার আবেদন জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক । সেই প্রসঙ্গে আজ তাঁকে প্রশ্ন করা হলে তিনি বললেন, "উনি আশা করেন কী করে ? ওনার মতো লোকের হাত ধরে আমরা রাজনীতি করব ? পরিস্থিতি যেমন তৈরি হচ্ছে, তাতে দু'দিনের মধ্যে উনিই লাইন লাগাবেন ।"
নাগরিকত্ব দেওয়ার নাম করে মতুয়া কার্ড দিয়ে কোটি কোটি টাকা তুলেছেন তিনি । দিনকয়েক আগে তেমনই অভিযোগ করেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা ঠাকুরনগরের ঠাকুরবাড়ীর অন্যতম প্রধান মুখ মমতাবালা ঠাকুর । সে প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, "নিয়েছি বেশ করেছি । উনি তৃণমূলকে জানান । আদালতে যান । এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে।"