মধ্যমগ্রাম, 9 ফেব্রুয়ারি : ভাঙড়ের পর এবার মধ্যমগ্রাম । ভোটের মুখে ফের আব্বাস সিদ্দিকির অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে । অভিযোগ,বাঁশ,লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মারধর করা হয়েছে আব্বাসের দলের কর্মী-সমর্থকদের । আহত হয়েছে চার থেকে পাঁচজন । মধ্যমগ্রামের কেমিয়া-খামারপাড়া পঞ্চায়েতের রমাগাছি গ্রামের ঘটনা । ঘটনার পর মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত অভিযুক্তরা ধার পড়েনি । যদিও, ঘটনা নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
ইতিমধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটি দল গঠন করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি । এই দলকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে লড়াইয়ের কথা ঘোষণাও করেছেন তিনি । যা নিয়ে রীতিমতো শাসক শিবির ও আব্বাস সিদ্দিকির মধ্যে তরজা তুঙ্গে । এসবের মধ্যেই আগামী বৃহস্পতিবার উত্তর 24 পরগণার মধ্যমগ্রামে রমাগাছি গ্রামে সভা করার কথা রয়েছে ফুরফুরা শরিফের পীরজাদার । সেই সভা উপলক্ষে সোমবার রাতে খাসপুর ও মদনপুর গ্রামে পতাকা ও মাইক বাঁধার কাজ চলছিল । অভিযোগ, সেইসময় আব্বাস সিদ্দিকির অনুগামীদের উপর বাঁশ,লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বাধা দিলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । এমনকী, হামলার থেকে রেহাই পায়নি মহিলারাও । অভিযোগ,ঘর থেকে বের করে বন্দুকের বাঁট দিয়ে আব্বাসের দলের কয়েকজন কর্মীকে মারধরও করা হয়েছে । হামলায় আহত হয়েছেন চার থেকে পাঁচজন । কারও মাথা ফেটেছে । আবার কারও হাতে ও পায়ে আঘাত লেগেছে ।আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয় । ঘটনার পরই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আব্বাসের অনুগত কর্মী-সমর্থকরা ।
এই বিষয়ে আব্বাস সিদ্দিকির দলের স্থানীয় নেতা শেখ বাপি আলি বলেন,"পীরজাদা আব্বাস সিদ্দিকির সভা বানচাল করতেই পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে । ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে ।পুলিশ প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে । তা না হলে আন্দোলনে নামব আমরা।"
আরও পড়ুন, তৃণমূলে হুমায়ুন কবীর, কালনার সভায় অমিতকে খোঁচা মমতার
এদিকে,হামলার পর মঙ্গলবার সকালে পুলিশের দ্বারস্থ হন আব্বাসের দলের স্থানীয় নেতৃত্ব । মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে,ঘটনার কয়েক ঘণ্টা পরও অধরা দুষ্কৃতীরা ।পুলিশ জানিয়েছে,অভিযুক্তদের ধরতে সব রকমের চেষ্টা চলছে । আশা করা যায় শীঘ্রই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে । যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি তৃণমূলের কোনও নেতা । ফলে,শাসকদলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
প্রসঙ্গত,কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আব্বাস সিদ্দিকির দলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে । হামলায় সাত থেকে আটজন কর্মী গুরুতর আহত হয়েছিল । এবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে আব্বাসের অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠল । এক্ষেত্রেও কাঠগড়ায় শাসক শিবির ।