ETV Bharat / state

ভাটপাড়ায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি

কাঁকিনাড়া বাজার এলাকায় তৃণমূল নেতা গোপাল রাউতের বাড়িতে আজ ভোর রাতে কে বা কারা বোমাবাজি করে৷ বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর বাড়ি ৷ অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ BJP সমস্ত অভিযোগ অস্বীকার করেছে৷

kakinara
ভাটপাড়া থানা
author img

By

Published : Jan 27, 2020, 12:10 AM IST

ভাটপাড়া , 26 জানুয়ারি : ভাটপাড়া থানা এলাকার কাঁকিনাড়া বাজারের তৃণমূল নেতা গোপাল রাউতের বাড়িতে বোমাবাজির অভিযোগ ৷ আজ ভোররাতে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছোড়ে ৷ বাড়ির জানালায় বোমা পড়ে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

জানালার ধারে একটি আলমারি থাকায় ঘরের ভেতরে থাকা গোপাল রাউতের পরিবারের লোকজন রক্ষা পান ৷ ভাটপাড়া থানায় অভিযোগে দায়ের করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তৃণমূল নেতা এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন অর্জুন সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে ৷

_kakinara
তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি

গোপাল রাউত অর্জুন সিং ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন৷ অর্জুন সিং তৃণমূল ছেড়ে BJP-তে যওয়ার সময় তাঁরই সঙ্গে তিনিও তৃণমূল ছেড়ে BJP-তে গিয়েছিলেন ৷ কিন্তু কিছুদিনের মধ্যেই BJP থেকে তৃণমূলে প্রত্যাবর্তন করেন৷

এই ঘটনার পর তাঁর বাড়িতে বোমাবাজির ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি ৷ অন্যদিকে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং জানান, গোপাল রাউত দুষ্কৃতী কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে ৷ সে কারণেই তাঁকে BJP তে প্রশ্রয় না দেওয়ায় BJP ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন ৷ ৷

ভাটপাড়া , 26 জানুয়ারি : ভাটপাড়া থানা এলাকার কাঁকিনাড়া বাজারের তৃণমূল নেতা গোপাল রাউতের বাড়িতে বোমাবাজির অভিযোগ ৷ আজ ভোররাতে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছোড়ে ৷ বাড়ির জানালায় বোমা পড়ে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

জানালার ধারে একটি আলমারি থাকায় ঘরের ভেতরে থাকা গোপাল রাউতের পরিবারের লোকজন রক্ষা পান ৷ ভাটপাড়া থানায় অভিযোগে দায়ের করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তৃণমূল নেতা এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন অর্জুন সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে ৷

_kakinara
তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি

গোপাল রাউত অর্জুন সিং ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন৷ অর্জুন সিং তৃণমূল ছেড়ে BJP-তে যওয়ার সময় তাঁরই সঙ্গে তিনিও তৃণমূল ছেড়ে BJP-তে গিয়েছিলেন ৷ কিন্তু কিছুদিনের মধ্যেই BJP থেকে তৃণমূলে প্রত্যাবর্তন করেন৷

এই ঘটনার পর তাঁর বাড়িতে বোমাবাজির ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি ৷ অন্যদিকে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং জানান, গোপাল রাউত দুষ্কৃতী কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে ৷ সে কারণেই তাঁকে BJP তে প্রশ্রয় না দেওয়ায় BJP ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন ৷ ৷

Intro:কাকিনাড়া বাজার এলাকায় এক তৃণমূল নেতা গোপাল রাউত এর বাড়ি আজ ভোর রাতে কে বা কারা বোমাবাজি করে বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাড়ি অভিযোগের তীর বিজেপির দিকে হলেও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেBody:ফের ভাটপাড়া থানা এলাকার কাঁকিনাড়া বাজার এর এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ ভোররাতে স্থানীয় এক তৃণমূল নেতা গোপাল রাউত এর বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে।একেবারে বাড়ির জানালায় বোমা পড়ে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জানালার ধারে একটি আলমারি থাকায় ঘরে ভেতরে থাকা গোপাল রাউত এর পরিবারের লোকজন অল্পের জন্য বেঁচে যান। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন অর্জুন সিং ও তার দলবলের বিরুদ্ধে। কারণ এই গোপাল রাউত অর্জুন সিং ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সময় তারই সঙ্গে তিনিও তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু কিছুদিন এর মধ্যেই বিজেপি থেকে মোহভঙ্গ হয়ে অর্জুন সিং এর সঙ্গ ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেন। এই ঘটনার এর পরেই তার বাড়িতে বোমাবাজির ঘটনায় স্বাভাবিকভাবেই অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। অন্যদিকে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং জানান গোপাল রাউত দুষ্কৃতী কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে। সে কারণেই তাকে বিজেপিতে প্রশ্রয় না দেওয়ায় বিজেপি ছেড়ে তৃনমূলে প্রত্যাবর্তন করেছে।আর এই দুষ্কৃতী কার্যকলাপের জন্যই তৃণমূলের দুষ্কৃতীরা গোপাল রাউত এর বাড়িতে বোমা বাজি করে বিজেপির নামে দোষারোপ করছে। এর জবাব সাধারণ মানুষ দেবে বলে অর্জুন সিং জানান। তবে ঘটনা যাই হোক না কেন কাঁকিনাড়া ভাটপাড়া এলাকায় ফের বোমাবাজির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে অতীতের আতঙ্ক গ্রাস করছে।Conclusion:ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং /আক্রান্ত তৃণমূল নেতা গোপাল রাউত /ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল চেয়ারম্যান ধরমপাল গুপ্তা বাইট পাঠিয়েছি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.