ETV Bharat / state

বন্ধ হয়ে গেল ওয়েভারলি জুটমিল - পথ অবরোধ

সকালে কাজে গিয়ে জুটমিল বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা ৷ কী কারণে মিল বন্ধ করা হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে শ্রমিকদের বক্তব্য, অবিলম্বে মিল না খুললে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা ৷

Jute mill closed
বন্ধ হল জুটমিল
author img

By

Published : Nov 30, 2020, 10:37 PM IST

জগদ্দল, 30 নভেম্বর : বন্ধ হয়ে গেল উত্তর 24 পরগনার জগদ্দলের ওয়েভরলি জুটমিল । কাজ হারালেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক ।

সোমবার সকালে মিলে এসে শ্রমিকরা দেখেন গেটে তালা ঝুলছে ৷ গেটের পাশে দেওয়ালে মিল বন্ধের নোটিশ সাঁটানো রয়েছে ৷ মূলত কাঁচামালের অভাবের কথা উল্লেখ করে মিলের গেটে নোটিশ সাঁটিয়েছে কর্তৃপক্ষ । এরপরেই অবিলম্বে মিল খোলার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷ প্রতিবাদে ঘোষপাড়া রোড অবরোধ করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ ৷ অবরোধকারীদের সঙ্গে কথা বলে ৷ মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা ৷

তবে শ্রমিকদের হুঁশিয়ারি, অবলম্বে মিল না খুললে, তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন । শ্রমিক নেতা মন্টু সিংয়ের বক্তব্য, এভাবে একের পর এক মিল বন্ধ হয়ে গেলে তাঁরা কোথায় যাবেন ৷ যদিও এনিয়ে মিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

এ বিষয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, শ্রমিকদের কথা মাথায় রেখে সরকারের উচিত জুটমিল খোলার ব্যবস্থা করা ।

জগদ্দল, 30 নভেম্বর : বন্ধ হয়ে গেল উত্তর 24 পরগনার জগদ্দলের ওয়েভরলি জুটমিল । কাজ হারালেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক ।

সোমবার সকালে মিলে এসে শ্রমিকরা দেখেন গেটে তালা ঝুলছে ৷ গেটের পাশে দেওয়ালে মিল বন্ধের নোটিশ সাঁটানো রয়েছে ৷ মূলত কাঁচামালের অভাবের কথা উল্লেখ করে মিলের গেটে নোটিশ সাঁটিয়েছে কর্তৃপক্ষ । এরপরেই অবিলম্বে মিল খোলার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷ প্রতিবাদে ঘোষপাড়া রোড অবরোধ করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ ৷ অবরোধকারীদের সঙ্গে কথা বলে ৷ মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা ৷

তবে শ্রমিকদের হুঁশিয়ারি, অবলম্বে মিল না খুললে, তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন । শ্রমিক নেতা মন্টু সিংয়ের বক্তব্য, এভাবে একের পর এক মিল বন্ধ হয়ে গেলে তাঁরা কোথায় যাবেন ৷ যদিও এনিয়ে মিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

এ বিষয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, শ্রমিকদের কথা মাথায় রেখে সরকারের উচিত জুটমিল খোলার ব্যবস্থা করা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.