কামারহাটি, 1 মে : জ্বর, সর্দি, কাশি নিয়ে ভরতি হওয়া এক রোগীর মৃত্যু হয় আজ । তারপরই কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুর চালান স্থানীয়রা । পরে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । হাসপাতালে ভাঙচুরের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ ।
মৃতের নাম আখতারি বেগম । কামারহাটি এলাকার বাসিন্দা । কয়েকদিন আগে জ্বর, সর্দি, কাশি নিয়ে ওই হাসপাতালে ভরতি হন তিনি । গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । আজ হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বাসিন্দারা হাসপাতালে চড়াও হন । অভিযোগ, তাঁরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালান । হাসপাতালের কর্তব্যরত পুলিশকর্মীরা বাধা দিলে তাঁদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ ।
খবর পেয়ে ঘটনাস্থানে আসে বেলঘরিয়া থানার পুলিশ । তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে । এই বিষয়ে মৃতের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।