দেগঙ্গা, 28 মার্চ : ফের শিরোনামে উত্তর 24 পরগনার দেগঙ্গা ৷ এবার পটলের ক্ষেতে মিলল অজ্ঞাতপরিচয় এক মহিলার বিবস্ত্র দেহ (Unidentified Body of an Woman Recovered in Deganga) ৷ ফলে মহিলাকে ধর্ষণ করা হয়েছে কিনা, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ মহিলার দেহের পাশে রক্তমাখা কাপড়ও উদ্ধার করেছে পুলিশ ৷ দেহের পাশে মদের বোতল, গ্লাস, জলের বোতল পড়েছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ বেড়াচাঁপা 1নং পঞ্চায়েতের নন্দীপাড়া এলাকার ঘটনায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠিয়েছে ৷ সেই সঙ্গে ঘটনাস্থলে পড়ে থাকা যাবতীয় জিনিসও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ মহিলার সঙ্গে ঠিক কী ঘটেছে জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷
তবে, মহিলার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ যা দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে ৷ তবে, নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷ দেগঙ্গার বেড়াচাঁপা 1নং নম্বর পঞ্চায়েতের নন্দীপাড়ার কুচেমোড়া এলাকায় পটলের ক্ষেত রয়েছে কুতুবউদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তির ৷ সোমবার সকালে সেই পটল ক্ষেতের ভিতরে তিনি অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহ দেখতে পান ৷
আরও পড়ুন : House Wife Raped in Canning : বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ কানিংয়ে, আত্মহত্যার চেষ্টা ধর্ষিতার
তিনি বিষয়টি তাঁর শ্যালক তথা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আসাদুল সর্দারকে জানান ৷ তিনিই পুলিশে খবর দেন ৷ বিষয়টি জানাজানি হতেই, সেখানে স্থানীয়রা ভিড় করতে শুরু করে ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিড় সরিয়ে তদন্ত শুরু করে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেখানে মদ ও জলের বোতল, গ্লাস, রক্তমাখা কাপড় ছাড়াও বেশ কয়েকটি গুটখার প্যাকেট পাওয়া গিয়েছে ৷ সেই সব পুলিশ প্রমাণ হিসেবে সংগ্রহ করেছে ৷
এ বিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও স্থানীয় তৃণমূল নেতা আসাদুল সর্দার বলেন, ‘‘মহিলার দেহ দেখে তো মনে হচ্ছে তাঁকে খুন করা হয়েছে ৷ এর পর পুলিশ তদন্ত করে দেখুক, বাকি রহস্য কী রয়েছে ৷ মহিলাকে এলাকার কেউ চেনে না । উনি সম্ভবত বাইরের কেউ ৷’’