ETV Bharat / state

হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বাজি বিক্রি, বসিরহাটে গ্রেপ্তার দুই - বসিরহাট থানা

গতকাল বসিরহাট থানার ইটিন্ডা রোড, ইছামতী খেয়াঘাট‌ ও টাকি রোডের ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে ওই বাজিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, দুই বাজি ব্যবসায়ীকে বাজি-সহ গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার করা ওই বাজির বাজারমূল্য প্রায় কয়েক লাখ টাকা ।

Basirhat
বসিরহাটের খবর
author img

By

Published : Nov 14, 2020, 10:19 AM IST

বসিরহাট, 14 নভেম্বর : দীপাবলির আগেই কয়েক লাখ টাকার বাজি উদ্ধার করল বসিরহাট থানার পুলিশ । বেআইনি বাজি বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তারও করেছে ।

গতকাল বসিরহাট থানার ইটিন্ডা রোড, ইছামতী খেয়াঘাট‌ ও টাকি রোডের ত্রিমোহিনী এলাকায় অভিযান চালিয়ে ওই বাজিগুলি বাজেয়াপ্ত করা হয় । পুলিশ সূত্রে খবর, দুই বাজি ব্যবসায়ীকে বাজি-সহ গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার করা বাজির বাজারমূল্য কয়েক লাখ টাকা ।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট কোরোনা পরিস্থিতিতে বাজি বিক্রি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে । কিন্তু, তারপরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গোপনে বিভিন্ন জায়গায় বাজি বিক্রি করছেন বলে পুলিশের কাছে খবর ।

বসিরহাট থানার পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশে বিভিন্ন এলাকায় বাজি বিক্রির বিরুদ্ধে অভিযান চলছে ।

বসিরহাট, 14 নভেম্বর : দীপাবলির আগেই কয়েক লাখ টাকার বাজি উদ্ধার করল বসিরহাট থানার পুলিশ । বেআইনি বাজি বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তারও করেছে ।

গতকাল বসিরহাট থানার ইটিন্ডা রোড, ইছামতী খেয়াঘাট‌ ও টাকি রোডের ত্রিমোহিনী এলাকায় অভিযান চালিয়ে ওই বাজিগুলি বাজেয়াপ্ত করা হয় । পুলিশ সূত্রে খবর, দুই বাজি ব্যবসায়ীকে বাজি-সহ গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার করা বাজির বাজারমূল্য কয়েক লাখ টাকা ।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট কোরোনা পরিস্থিতিতে বাজি বিক্রি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে । কিন্তু, তারপরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গোপনে বিভিন্ন জায়গায় বাজি বিক্রি করছেন বলে পুলিশের কাছে খবর ।

বসিরহাট থানার পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশে বিভিন্ন এলাকায় বাজি বিক্রির বিরুদ্ধে অভিযান চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.